![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলেজ বদলী বছরের যে কোন সময়ই করা যায় কারন ছাত্র-ছাত্রীর বাবার চাকরী যদি বদলী করা হয় তখন ছেলে মেয়ের স্কুল কলেজও বদলী করতে হয় এটাই আমরা জানি। কিন্তু মোহাম্মদপুর মডেল কলেজে যে একবার ভর্তী হয় সেখান থেকে বের হতে অনেক কাঠ খোর পোড়তে হয়। অথচ ঐ কলেজের মহীলা শিক্ষিকারা কথায় কথায় টিসি দিয়ে বের করে দিব এ কথাটি বলে ছেলে মেয়েদের ব্ল্যাকমেইল করে। পড়াশুনার চেয়ে হিজাব নিয়ে মাথা ঘামায় বেশী। হিজাব পরা যে বাধ্যতা মূলক সে কথা কোথাও লেখা নাই কিন্তু কলেজের গেটে প্রবেশ করা মাত্রই হিজাব পরতে হবে শুধু তাই নয় ওটা একবারের জন্য খোলা যাবে না। হিজাব নিয়ে বেশী বারাবারি করে মহীলা শিক্ষিকারা অথচ নিজেরা মাথায়েই কাপড় দেন না। গরমের মধ্যে ছাত্রীদের হিজাব খুলতে দেয় না। এটার বিরধিতা করলেই টিসি দিয়ে বের করে দেয়ার হুমকি শুনতে হবে। আবার টিসি চাইতে গেলে প্রিন্সিপাল আটকায়না কলেজের হেড দপ্তরী সে দিবে না। সেই দপ্তরী আবার প্রিন্সিপালের চামচা বিভিন্ন অজুহাতে ঘুরাবে। কিন্তু সে যে কেন ঘুরায় সেটার রহস্যই অজানা কিছু কমিশন চায় সেটা নিতেও দপ্তরী ভয় পায়। কারন দেয়ালেরও কান আছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৬ বিকাল ৫:৫৭
সুমন কর বলেছেন: ভয়ানক !!