![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামে মত প্রকাশের স্বাধীনতা আছে, তবে নাস্তিক্যবাদীদের কেউ কেউ আল্লা-রসুল-কুরান নিয়ে এমন সব মন্তব্য করে বসেন যা শুধুই বিদ্বেষ-ঘৃণা ছড়ায়! যেমন- কোন ভদ্রলোক যদি কাউকে বলে বসে, 'ঐ খানকির পোঁ, তোর মারে/মেয়েরে লয়া আয়, আমি হেরে আমার খাটের নিচে ফালায়া ছুদমো।' তখন তার মন কী বলবে? সে কি এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলবে? নাকি অযাচিত-অসভ্যতা বলবে? -এই বিষয়টি নাস্তিক ফোরামে আলোচিত হওয়া উচিৎ।
আমি ব্যক্তিগতভাবে অভিজিৎ রায়সহ অন্যান্যদের খুনে মর্মাহত, কারণ বিশ্বাস যাই হোক, সামাজিকভাবে এরা আমার 'ভাই'। ইসলামি শরিয়া মতে, মানুষ যে কোন আদর্শ লালন-পালন, মত প্রকাশের স্বাধীনতা, কার্যক্রম পরিচালনা, নিরাপদ জীবন-যাপন ও স্বাভাবিক মৃত্যুর অধিকার সংরক্ষণ করে।
সকল মতাদর্শের লোকদের সাধুবাদ জানাই
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৭
তাজুল ইসলাম জুয়েল 007 বলেছেন: ভাই, আপনার যুক্তিপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ।
তবে-
যখন শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব, তখন সমাজ হয় ধ্বংস।
তাই-
ক্ষমতার অপব্যবহার প্রথম যিনি করেন তিনিই দোষী, কারণ নিউটনের তৃতীয় গতিসূত্র।
অতএব-
নিজের আদর্শ-মতামত এবং প্রতিপক্ষের আলোচনা-সমালোচনার জবাব লিখতে/বলতে হবে কারো ব্যক্তিত্বে আঘাত করা ছাড়াই।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫
জোয়ান অব আর্ক বলেছেন: ক্ষমতা তিনভাবে দেখানো যায়, মুখ/কলম, লাঠি আর চাপাতি। যে যেটা চালনায় বেশি দক্ষ, সে সেই ক্ষমতাই প্রয়োগ করবে- এটাই স্বাভাবিক।
নাস্তিকেরা ব্যবহার করে মুখ, সরকার ব্যবহার করে লাঠি আর গুপ্তঘাতক ব্যবহার করে চাপাতি।