নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাজুল ইসলাম জুয়েল 007

আমার আদর্শ যে কারো সাথে মিশতে আমাকে বাধা দেয়না, যে কারো মতামত আগ্রহের সাথে শুনতে পড়তে নিষেধ করেনা। আমার আদর্শের ফলে আমি সকল মানুষকে নিজ পরিবারের সদস্য বিবেচনা করি, কোন কিছুই এর মধ্যে ফাটল ধরাতে পারেনা।

তাজুল ইসলাম জুয়েল 007 › বিস্তারিত পোস্টঃ

মত প্রকাশের স্বাধীনতা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৫

ইসলামে মত প্রকাশের স্বাধীনতা আছে, তবে নাস্তিক্যবাদীদের কেউ কেউ আল্লা-রসুল-কুরান নিয়ে এমন সব মন্তব্য করে বসেন যা শুধুই বিদ্বেষ-ঘৃণা ছড়ায়! যেমন- কোন ভদ্রলোক যদি কাউকে বলে বসে, 'ঐ খানকির পোঁ, তোর মারে/মেয়েরে লয়া আয়, আমি হেরে আমার খাটের নিচে ফালায়া ছুদমো।' তখন তার মন কী বলবে? সে কি এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলবে? নাকি অযাচিত-অসভ্যতা বলবে? -এই বিষয়টি নাস্তিক ফোরামে আলোচিত হওয়া উচিৎ।

আমি ব্যক্তিগতভাবে অভিজিৎ রায়সহ অন্যান্যদের খুনে মর্মাহত, কারণ বিশ্বাস যাই হোক, সামাজিকভাবে এরা আমার 'ভাই'। ইসলামি শরিয়া মতে, মানুষ যে কোন আদর্শ লালন-পালন, মত প্রকাশের স্বাধীনতা, কার্যক্রম পরিচালনা, নিরাপদ জীবন-যাপন ও স্বাভাবিক মৃত্যুর অধিকার সংরক্ষণ করে।

সকল মতাদর্শের লোকদের সাধুবাদ জানাই

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫

জোয়ান অব আর্ক বলেছেন: ক্ষমতা তিনভাবে দেখানো যায়, মুখ/কলম, লাঠি আর চাপাতি। যে যেটা চালনায় বেশি দক্ষ, সে সেই ক্ষমতাই প্রয়োগ করবে- এটাই স্বাভাবিক।

নাস্তিকেরা ব্যবহার করে মুখ, সরকার ব্যবহার করে লাঠি আর গুপ্তঘাতক ব্যবহার করে চাপাতি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৭

তাজুল ইসলাম জুয়েল 007 বলেছেন: ভাই, আপনার যুক্তিপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ।

তবে-
যখন শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব, তখন সমাজ হয় ধ্বংস।

তাই-
ক্ষমতার অপব্যবহার প্রথম যিনি করেন তিনিই দোষী, কারণ নিউটনের তৃতীয় গতিসূত্র।

অতএব-
নিজের আদর্শ-মতামত এবং প্রতিপক্ষের আলোচনা-সমালোচনার জবাব লিখতে/বলতে হবে কারো ব্যক্তিত্বে আঘাত করা ছাড়াই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.