নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তেলাপোকা রোমেন

যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।

তেলাপোকা রোমেন › বিস্তারিত পোস্টঃ

জয়িতার জানালা আর একজন তেলাপোকার লেখালেখি।

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

মেঘবালিকার পুড়ে যাওয়া কঠিন হৃদয়,মেঘপিয়নের আর্তি আর শুন্য অভিশাপ।আমার চন্দ্রাহত রাতে,হাতের রেখায় তুই নেই।







কচুপাতায় চুরি যাওয়া শিশিরের শব্দে তোর কান্না ঢাকা পড়েছে জানি,অন্য কারো বুকে মাথা রেখে বিষাদের চাষাবাদ করিস সেটাও জানি।







একদিন খুব বৃষ্টি হবে,জানিস?মেঘেদের কাছ থেকে ছুটি নিস,আমার রোদেলা শহরে ছুটে আসিস! কেমন?







জীবন কেটে যাবে,চেয়ে দেখবো সাদার মায়ায় বন্দী আছি চার দেওয়ালে মাঝে,শতকোটি আলোকবর্ষ দুরে।







ভয় নেই,তোর স্মৃতিরা সাথে থাকবে।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
তেলাপোকা কেন?

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

তেলাপোকা রোমেন বলেছেন: কেউ আমাকে আদর করে তেলাপোকা ডাকতো।খুব মমতা নিয়েই ডাকতো।আজ সে নেই।তাই আমি একজন তেলাপোকা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.