নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
দীর্ঘ এক চিঠি পেলাম।জয়িতার চিঠি।একান্ত ব্যক্তিগত চিঠি।এই মেয়েটা চিঠির শুরুতে লিখবে প্রিয় জ।কিন্তু লেখা উচিত প্রিয় র।আরেকটা ব্যাপার হল চিঠির শেষে লিখবে- ইতি ত।
চিঠিটা চোখের জলে ভেজা।সৃষ্টিকর্তা একটা ভূল করে ফেলেছেন।সুখের কান্নার জল হবে স্বচ্ছ্ব।দুঃখের হবে নীল।আনন্দের হবে লাল।প্রবল দুখঃবোধ নাকি অন্য কিছু থেকে চিঠিটা লেখা সেটা বোঝা যাচ্ছেনা।
গতবারের মত এবারো চিঠির উত্তর দেওয়া হয়নি।দেয়ালের আগাছারা
বেড়ে যাবে।শহরে কালো ধোয়ার দাম বাড়বে সস্তা প্রেমের দায়ে।কৌটা ভরা রং পড়ে থাকবে ভূলে থাকার প্রয়োজনে।
আমি জানি সে আবার কাদবে।শীতের রাতে ঝুলবারান্দায় আসবে শিশির ছুয়ে দিতে আরেকবার।ঘরে ফিরে আবার চিঠি লিখবে।জয়িতা আর শিশিরের কথপকথনের অর্ধেকটা থাকবে নতুন লেখা চিঠিতে।শুধু চিঠির উত্তর দেওয়া হবেনা।
সেদিন দেব।যেদিন অন্য আমি হব।অন্য কোন সময়ের আমি।সব আমিদের বর্তমানকে প্রশ্রয় দিতে নেই।
২| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৬
তেলাপোকা রোমেন বলেছেন: পর জনমে বুক পকেটে রকমারি শুভ্র রঙিন দিনেদের গল্প ফেরি করবো
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০০
অনিকেত নন্দিনী বলেছেন: এই আমি টা অন্য আমি হবার আশায় যদি এই এক জীবন ফুরিয়ে যায় তো? তখন কি করবে?