নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তেলাপোকা রোমেন

যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।

তেলাপোকা রোমেন › বিস্তারিত পোস্টঃ

আমি উনার ইসতিরি!

২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

২০১১ এর ঘটনা।রাস্তা দিয়ে যাইতেছি দেখি এক ছেলে বাইক এক্সিডেন্ট করে রগ কেটে ফেলেছে।এম্বুলেন্স পাচ্ছিলাম না।বাধ্য হয়ে ট্রাকে করে খুলনা মেডিকেলে নিয়ে যাই।



সারাক্ষন হেল্প করেছিল দিনমজুর একটা ছেলে।ইন্টারমিডিয়েট পাশ।আমার কাছে বেশি টাকা ছিলনা।ও ই প্রায় সব খরচ বহন করে।দুইজনেই রক্ত দিয়ে ছেলেটাকে বাচায়ে তুলি।



বেশ খাতির হয়ে গিয়েছিল ছেলেটার সাথে।ইন্টারমিডিয়েট পাশ একটা ছেলে দিনমজুরি করছে দেখে খারাপ লাগতো।



আমি ওকে বললাম

-আচ্ছা আমি যদি আপনাকে একটা চাকরি জোগাড় করে দেই সমস্যা আছে?



সে ভীষন খুশি।দুলাভাই Hasan Hasan কে ফোন করে বললাম আপনার অফিসে ৭ দিনের মধ্যে ইন্টার পাশ একটা ছেলের চাকরি চাই।কইত্তে দেবেন জানিনা।



দুলাভাই ওকে কাগজ্পাতি দিয়ে ঢাকায় পাঠায়ে দিতে বললেন।ও গেল।দুলাভাই ওকে নিজের বাসায় কয়েকদিন রেখে নিজের অফিসেই চাকরি দিয়ে দিলেন।



ছেলেটা মাঝে মাঝে ফোন করতো। বাট ৩-৪ মাস কোন খোজ নাই।কাল বিশেষ একটা দরকারে ফোন দিলাম।



-হ্যালো হাসান

-ঊনি তো গোসল করছেন(মহিলা গলায়)



টাস্কি খাইয়া জিগাইলাম

-আপনি কে?

-আমি ওনার ইস্তিরি



পুরা বোবা হয়ে গেলাম।এত কিছু করলাম আর আমারে না জানায়ে শাদী করে ফেললো?



আমিও কম যাই না।মেয়েটা জিগাইলো

-আপনি কে?



-আমিতো ওর আগের পক্ষের শালা।

হারামজাদাটা বিয়ে করছে।খাড়া আমি আইতেছি।বলেই ফোনটা কেটে দিসি।



হায়রে কর্পোরেট দুনিয়া!ভাই চিনলি না।চিনলি ভাইয়ের শালীরে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫১

অনিকেত নন্দিনী বলেছেন: তারপর কি হল? আপডেট জানতে চাই :> :-0

২| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

তেলাপোকা রোমেন বলেছেন: তারপর ইদের দিন দেখা...জোর কোরে বাসায় নিয়ে গেলো...।চা বিরি খিলায়ে বিদেয়............

৩| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

তেলাপোকা রোমেন বলেছেন: তারপর ইদের দিন দেখা...জোর কোরে বাসায় নিয়ে গেলো...।চা বিরি খিলায়ে বিদেয়............

৪| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

তেলাপোকা রোমেন বলেছেন: তারপর ইদের দিন দেখা...জোর কোরে বাসায় নিয়ে গেলো...।চা বিরি খিলায়ে বিদেয়............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.