নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
ভারতে চলন্ত বাসে ধর্ষন ঘটলো।ব্যাস।একের পর এক গনধর্ষন।আরে বাবা গনধর্ষন করবি কেন?একা কর।ভাই ব্রাদাররে ভাগ দিবি কেন?কিছু দিন পর বাংলাদেশে সেইম কাহিনি ঘটা শুরু হল। এরপর আসলো সোনালী বেন্কে সিদ কেটে চুরি।দেখাদেখি মাস না পার হতেই আরেকটা।এত বেন্ক থাকতে সোনালী বেন্কের সোনা নিয়্স টানাটানি কেন? এর জন্য সর্বপ্রথম দায়ী হচ্ছে মিডিয়া।ধর্ষন ব্যাপারটাকে নিয়ে তারা চটি লিখে পাবলিককে গিলাতে চায়।কতজন রেইপ করেছে।কতবার এক এক জনের ভাগে পড়েছিল।কিভাবে।কোন স্টাইলে। আর সোনা বেন্কের চুরি নিয়ে লেখে রহস্যগল্প।কতজন ছিল। কিভাবে।অমুক সিনেমাতে চোরকে নেওয়া উচিত। জগতে বিনোদনের কত ভাল খবর আছে।নাটকপাড়ার গল্প থাকে শেষের কোনায়।আর সানি লিয়নের অন্তর্বাস চুরি যাবার ঘটনা থাকে বিনোদন পাতার হেডলাইনে। গত ৪ মার্চের প্রথম আলো পত্রিকার প্রথম পাতার একটা এডে বীরশ্রেষ্ট রুহুল আমিনের নাম দিয়ে বীরশ্রেষ্ট জাহাঙ্গীরের ছবি ছাপিয়েছে।২১ ফেব্রুয়ারীর সাজ নিয়ে উদ্ভট ছবি আর লেখার কারনে তার কিছুদিন আগেই জনকন্ঠ পত্রিকা মাফ চেয়েছে। সেদিন এক পত্রিকায় দেখলাম গাজা সেবনে এইডস এর ঝুকি বাড়ে। খালি দেখি।এই দেশের মিডিয়া যে চুতিয়াতে ভরা আমার মত অর্ধ শিক্ষিত লোকজন বুঝে গেছে।
২| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪০
তেলাপোকা রোমেন বলেছেন:
কিছু মূর্খ সং সেজে বসে থাকে উচ্চাসনে বসে তামাশা করে আর মেধাবীরা পথের ধুলোয় গড়াগড়ি খায় :p
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪৬
অনিকেত নন্দিনী বলেছেন: তেলাপোকা, এই হল আমাদের দেশের বিখ্যাতদের অবস্থান। কিছু মূর্খ সং সেজে বসে থাকে উচ্চাসনে বসে তামাশা করে আর মেধাবীরা পথের ধুলোয় গড়াগড়ি খায়