নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে সকালের রং হবে মারাত্বক রকমের খয়েরি, তোমার শরীরে জেগে উঠবে যুদ্ধ বিদ্ধস্ত শহর, অজস্র মৃত্তুর অভিশাপ, কুয়োতলার শকুনের ব্যবচ্ছেদ।
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে গোলাপ নিংড়ে পাওয়া যাবে রক্ত,সন্ধার বাতাসে ফেরি হবে অশরিরী নগ্নতা,মদের বিজ্ঞাপনে বেশ্যার ঠোট, স্তব্ধ সাইরেনে বাজবে বিষন্ন শতাব্দির গল্প।
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমার চিলেকোঠা আর কক্ষনো ডুবে থাকবেনা অদ্ভুত শৈশবে।। কেউ কোনদিন জানবেনা কি গভীর বিষাদ তুমি লুকিয়ে রাখবে!বারবার বদলাতে হবে তোমার ঝাপসা হয়ে আসা চোখের চশমা।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২০
তেলাপোকা রোমেন বলেছেন: বলেছেন: সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ দাদা
২| ১৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
একজন সৈকত বলেছেন:
ভালো লাগলো। ++
৩| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১০
একলা ফড়িং বলেছেন: যে শহরে আমি নেই আমি থাকব না, সে শহরে তোমাকেও থাকতে দেব না !!
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২০
তেলাপোকা রোমেন বলেছেন: @ শহর কি আপনার পৈত্রিক সম্পত্তি । ক্ষমতায় গেলে শহর গ্রাম করে দেব
৪| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর । ++
৫| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮
ভিটামিন সি বলেছেন: ভালোই লাগল যে শহরে আমি থাকবো না।
মনে পড়ে গেলো বাপ্পার গান, "যে শহরে তুমি আছো...."
৬| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার ! তবে বানান আর শব্দের পরে স্পেস দেয়ার ব্যপারে আরো সতর্ক হতে হবে।
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
তেলাপোকা রোমেন বলেছেন: পরেরবার চেষ্টা করবো
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:২১
তাশমিন নূর বলেছেন: চমৎকার লাগল।+++++++++++++