নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তেলাপোকা রোমেন

যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।

তেলাপোকা রোমেন › বিস্তারিত পোস্টঃ

হন্টকী কে লেখা আমার চিঠি ।

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭

প্রিয় হন্টকী,
হ্যা। আমি তোমাকে নিতে আসছি বিকেলের ট্রেনে। আমি নাকি তোমার মনে দাগ কেটে দিয়েছিলাম কোন এক রাতের ট্রেনে। সেখান থেকেই রাতের ট্রেইন তোমার পছন্দ।এটা তোমার ভুল।আমি বারবার বলেছি আমি কিচ্ছুনা। আমি কিছু চিন্তা,সাম থটস, ফ্যান্টাসি। পানিতে হটাত ওঠা ঢেউয়ের মত। রাতের ট্রেনে মনে দাগ কেটে দেবার ব্যাপারটা তোমার কল্পনার ব্যাপারস্যাপার। সেদিন তুমি ঘোরের মধ্যে ছিলে। ঘোরের মধ্যে মস্তিস্ক যত্ন করে কিছু তুচ্ছ ব্যাপার তুলে রাখে। তাই দাগ কাটার ব্যাপারটা তোমার সেই ঘোরের বিশ্বাস হয়ে থেকে গেছে। একজনের বিশ্বাস অন্যের মধ্যে সংক্রামিত হয়। তাই আমিও বিশ্বাস করে নিয়েছি ব্যাপারটা।
থাকুক বিশ্বাসটা , আমার কথা বলি। ট্রেনের ক্যাফেতে বসে চিঠি লিখছি। কাগজ কলমে চিঠির দিন শেষ তাই কিবোর্ড ভরসা। ক্যাফেতে অদ্ভুত এক ঘটনা ঘটে গেছে। অসহায় ছেলে ভিটেমাটি বিক্রির টাকা নিয়ে ট্রেনে উঠেছিল। উদ্দেশ্য রাজশাহী মেডিকেল কলেজ।রাজশাহী আমার কতটা স্মৃতির শহর তুমি জান।রাজশাহী র নাম শুনে ঘোরে চলে গেছিলাম।ঘোর কেটে গেল ছেলেটির আহাজারীতে। তার টাকাভরতি ব্যাগ পাওয়া যাচ্ছেনা।
সাপ জন্ম দেয় সাপের। বাঘের পেটে বাঘ জন্মায়। কিন্তু মানুষের পেটে শুধু মানুষ না জন্মিয়ে জানোয়ার ও জন্মায় কেন এই থিওরি জানা নেই। খুব ইচ্ছে করছে চিৎকার করে কাদতে থাকা ছেলেটার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি।

ইতি,
তোমার হন্টক ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

এহসান সাবির বলেছেন: ঘোর কেটে গেল ছেলেটির আহাজারীতে........


ভালো লিখেছেন

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৪

তেলাপোকা রোমেন বলেছেন: ধন্যবাদ ভাই :)

২| ১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার লিখেছো।


মানুষের চেয়ে নৃশংস কি বাঘ, সিংহ কিংবা হায়েনা ! বোধহয় না !!

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩০

তেলাপোকা রোমেন বলেছেন: মানুষই সেই প্রানী যে একমাত্র স্বজাতীর মাংস খায় আমিনুর ভাই।


মানুষের চেয়ে নৃশংস কি বাঘ, সিংহ কিংবা হায়েনা ! বোধহয় না!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.