নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
বুঝলে জয়িতা , তোমার ছাদ থেকে আমার একচালা উঠোন দেখা যেত । অথচ আমরা কেউ কাউকে জানতাম না । তোমাদের সভ্যতা ইটের উপর ইট রেখে আমাদের মাঝখানে ব্যারিকেড তুলেছিল । একদিন ইটের দেওয়াল অদৃশ্য হতে শুরু করলে তুমি আমার হয়ে গেলে । সভ্যতা আমাদের খবর রাখেনি । সভ্যতা জানেনি কতটুকু ভালবাসি । অথচ যখন আমরা ঠোটে ঠোট রেখে অসভ্য হতে শুরু করেছি তখন সভ্যতা বলেছিল ছিঃ !
তোমার সভ্যতা যখন নটা পাচটার অফিসে জীবনচক্র বেধেছিলে তখন আমরা ভালবেসেছি । তোমাদের সভ্য থার্মোমিটার যখন বারুদের মত ফুসেছে তখন আমার অনভ্যস্থ হাত জ্বর দেখার অজুহাতে প্রেমিকার কপাল ছুয়েছে । যখন আমরা ঠোটে ঠোট রেখে অসভ্য হতে শুরু করেছি তখন তোমাদের সভ্যতা বলেছিল ছিঃ !
বুঝলে জয়ি , আমাদের ঠোটের মাঝখানে আবার দেওয়াল তুলেছিল অজুহাত । আমাদের দৃষ্টি সীমার মধ্যেও । সভ্যতা আমাদের দুরত্ব পরিমাপ করে বলেছিল এক আলোকবর্ষ । জয়ি , তোমাদের সভ্যতা ঠিকঠাক পরিমাপ জানত না । সত্যি করে বল , তোমাদের সভ্যতা মিথ্যে ছিলনা ?
আজ হয়ত বোঝ । কিন্তু কিছুই করার নেই , জয়িতা । আমরা এক সভ্যতা দুরে । এক সভ্য আলোকবর্ষ । সবচে সত্যি ছিল তোমাকে ভালবাসি । তারচে সত্যি কিছু থাকলে তা হল - সভ্যতা আমার লাশকে সমাদর করছে ।
©somewhere in net ltd.