নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তেলাপোকা রোমেন

যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।

তেলাপোকা রোমেন › বিস্তারিত পোস্টঃ

সভ্যতা জয়িতার খবর রাখেনি...

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১২


বুঝলে জয়িতা , তোমার ছাদ থেকে আমার একচালা উঠোন দেখা যেত । অথচ আমরা কেউ কাউকে জানতাম না । তোমাদের সভ্যতা ইটের উপর ইট রেখে আমাদের মাঝখানে ব্যারিকেড তুলেছিল । একদিন ইটের দেওয়াল অদৃশ্য হতে শুরু করলে তুমি আমার হয়ে গেলে । সভ্যতা আমাদের খবর রাখেনি । সভ্যতা জানেনি কতটুকু ভালবাসি । অথচ যখন আমরা ঠোটে ঠোট রেখে অসভ্য হতে শুরু করেছি তখন সভ্যতা বলেছিল ছিঃ !

তোমার সভ্যতা যখন নটা পাচটার অফিসে জীবনচক্র বেধেছিলে তখন আমরা ভালবেসেছি । তোমাদের সভ্য থার্মোমিটার যখন বারুদের মত ফুসেছে তখন আমার অনভ্যস্থ হাত জ্বর দেখার অজুহাতে প্রেমিকার কপাল ছুয়েছে । যখন আমরা ঠোটে ঠোট রেখে অসভ্য হতে শুরু করেছি তখন তোমাদের সভ্যতা বলেছিল ছিঃ !

বুঝলে জয়ি , আমাদের ঠোটের মাঝখানে আবার দেওয়াল তুলেছিল অজুহাত । আমাদের দৃষ্টি সীমার মধ্যেও । সভ্যতা আমাদের দুরত্ব পরিমাপ করে বলেছিল এক আলোকবর্ষ । জয়ি , তোমাদের সভ্যতা ঠিকঠাক পরিমাপ জানত না । সত্যি করে বল , তোমাদের সভ্যতা মিথ্যে ছিলনা ?

আজ হয়ত বোঝ । কিন্তু কিছুই করার নেই , জয়িতা । আমরা এক সভ্যতা দুরে । এক সভ্য আলোকবর্ষ । সবচে সত্যি ছিল তোমাকে ভালবাসি । তারচে সত্যি কিছু থাকলে তা হল - সভ্যতা আমার লাশকে সমাদর করছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.