নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তেলাপোকা রোমেন

যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।

তেলাপোকা রোমেন › বিস্তারিত পোস্টঃ

চিঠি ।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪

হঠাৎ হাত ধরলে যে ?
- দুমড়ে মুচড়ে আর কতদিন বেচে থাকা সম্ভব ?
যদি হাত ফসকে যায় ?
- মৃত্যুকে পুষে রাখবো ।
অমরত্ব?
- খোটা দিচ্ছ ? আবার যদি কোনদিন হাত ধরার সুযোগ মিলে যায় !
হাত ছোয়াটা খুব জরুরী ?
- চাইলে ঠোট ও ছুতে পারি !!
লাভ কি ?
- বিচ্ছিরি কোন সন্ধ্যেয় বেচে থাকার খোরাক ।
তোমার সেই ছায়াপথটার খবর কি ? কি যেন নাম ?
- ওহ এন্ড্রোমিডা ? আজকাল ছাদে গিয়ে ঠিক বসা হয়ে ওঠেনা ।
ব্যস্ত ?
- বিক্ষিপ্ত কিছু চিন্তাভাবনা ছাড়া কিছুই না !
চিন্তায় আমি থাকি ?
- না । তোমাকেও ভাবিনা আজকাল । আমাকে ভাবি । কি করে পারলাম তোমাকে ছুটি দিতে !
আচ্ছা রাখি ।
- আচ্ছা ।
ভালো থেকো ।
- আচ্ছা ।
রাখি ।
- শোন
কি ?
কয়েকশো সূর্যবছর তোমাকে জড়িয়ে বেচে থাকতে চাই । তোমার ঘুমঘুম চোখে চোখ রেখে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.