নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
হাজত থেকে ছাড়া পেয়ে সরাসরি চলে আসলাম বাইতুল মোকাররম এলাকায় । গনতন্ত্র উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন কতিপয় নেতাকর্মী । গনতন্ত্র সম্ভবত আগুনে জ্বলতে থাকা বাসের মধ্যে । তারা হা করে দাঁড়িয়ে গনতন্ত্র পুড়ে যাওয়া দেখছেন । প্রচন্ড উত্তাপের কারনে কেউ বাসের মধ্যে ঢুকে গনতন্ত্র রক্ষার চেষ্টা করছেননা । আমিও হা করে দাঁড়িয়ে গেলাম । হা করা অবস্থায় প্রচন্ড শব্দে দুটো পটকা বাজী ফুটলো । অবস্থার অবনতি দেখে হাটা শুরু করলাম । এককালের বিরোধী দলীয় নেত্রীর বাসার সামনে দাঁড়িয়ে আছি । এখানে জমেছে ভাল । পরিবহন শ্রমিকেরা ঘিরে আছে নেত্রীর অফিস । টিভী ক্যামেরার সামনে বক্তৃতা রাখছেন এক শ্রমিক । নেত্রীকে গ্রেপ্তার করা হোক । এই লোককে গত দুইদিন আগেও দেখছি পল্টন মোড়ে বেল বিক্রি করতে । এখন সে শ্রমিক । বক্তৃতা দেওয়া শেষে তারে ডেকে বললাম ভাই চিনেছেন আমাকে ?
আকাশ থেকে পড়ে উনি বক্তৃতার স্বরে বলে গেলেন
-আরে ভাই ! আপনে তো সেদিন বেল খাইতে গিয়া বেলের পাতার গুনাগুনের সাফাই কইলেন ।
আমি জিজ্ঞাসা করলাম - শ্রমিক হোইলেন কবে ?
- আরে কিয়ের শ্রুমিক ! ২০০ টেকার কথা কোইয়া কালু মহাজন এইহানে আনছে ।
আমি বুঝলাম কেন গনতন্ত্র পোড়া বাসের মধ্য থেকে উদ্ধার হচ্ছেনা । বাঙ্গালী পদার্থবিজ্ঞানকে ভুল করে পাচ বছর পর নিজের পাছায় নিজেই লাত্থি মারে ।ফিজিক্স বলে - নিজের পাছায় নিজে লাথি মারতে গেলে একটা বৃত্ত একে তার কেন্দ্রের উপর দাঁড়িয়ে আলোর বেগে ঘুরতে হয় !
২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২০
তেলাপোকা রোমেন বলেছেন: দুঃখিত নীলু । আপনার কমেন্টের মর্মার্থ উদ্ধার করতে পারলামনা
২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩
ঢাকাবাসী বলেছেন: আমরা মনে হয় সভ্য হতে পারলুমনা!
২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২১
তেলাপোকা রোমেন বলেছেন: এদেশে আসলে সভ্যতা নিজেই অসভ্য হয়ে যাবে সম্ভবত !
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৭
নিলু বলেছেন: এখন কি রসায়ন শাস্ত্রের বিক্রিয়া ?