নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তেলাপোকা রোমেন

যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।

তেলাপোকা রোমেন › বিস্তারিত পোস্টঃ

বিবসনা গণতন্ত্র !

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

হাজত থেকে ছাড়া পেয়ে সরাসরি চলে আসলাম বাইতুল মোকাররম এলাকায় । গনতন্ত্র উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন কতিপয় নেতাকর্মী । গনতন্ত্র সম্ভবত আগুনে জ্বলতে থাকা বাসের মধ্যে । তারা হা করে দাঁড়িয়ে গনতন্ত্র পুড়ে যাওয়া দেখছেন । প্রচন্ড উত্তাপের কারনে কেউ বাসের মধ্যে ঢুকে গনতন্ত্র রক্ষার চেষ্টা করছেননা । আমিও হা করে দাঁড়িয়ে গেলাম । হা করা অবস্থায় প্রচন্ড শব্দে দুটো পটকা বাজী ফুটলো । অবস্থার অবনতি দেখে হাটা শুরু করলাম । এককালের বিরোধী দলীয় নেত্রীর বাসার সামনে দাঁড়িয়ে আছি । এখানে জমেছে ভাল । পরিবহন শ্রমিকেরা ঘিরে আছে নেত্রীর অফিস । টিভী ক্যামেরার সামনে বক্তৃতা রাখছেন এক শ্রমিক । নেত্রীকে গ্রেপ্তার করা হোক । এই লোককে গত দুইদিন আগেও দেখছি পল্টন মোড়ে বেল বিক্রি করতে । এখন সে শ্রমিক । বক্তৃতা দেওয়া শেষে তারে ডেকে বললাম ভাই চিনেছেন আমাকে ?
আকাশ থেকে পড়ে উনি বক্তৃতার স্বরে বলে গেলেন
-আরে ভাই ! আপনে তো সেদিন বেল খাইতে গিয়া বেলের পাতার গুনাগুনের সাফাই কইলেন ।
আমি জিজ্ঞাসা করলাম - শ্রমিক হোইলেন কবে ?
- আরে কিয়ের শ্রুমিক ! ২০০ টেকার কথা কোইয়া কালু মহাজন এইহানে আনছে ।

আমি বুঝলাম কেন গনতন্ত্র পোড়া বাসের মধ্য থেকে উদ্ধার হচ্ছেনা । বাঙ্গালী পদার্থবিজ্ঞানকে ভুল করে পাচ বছর পর নিজের পাছায় নিজেই লাত্থি মারে ।ফিজিক্স বলে - নিজের পাছায় নিজে লাথি মারতে গেলে একটা বৃত্ত একে তার কেন্দ্রের উপর দাঁড়িয়ে আলোর বেগে ঘুরতে হয় !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

নিলু বলেছেন: এখন কি রসায়ন শাস্ত্রের বিক্রিয়া ?

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২০

তেলাপোকা রোমেন বলেছেন: দুঃখিত নীলু । আপনার কমেন্টের মর্মার্থ উদ্ধার করতে পারলামনা :(

২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

ঢাকাবাসী বলেছেন: আমরা মনে হয় সভ্য হতে পারলুমনা!

২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২১

তেলাপোকা রোমেন বলেছেন: এদেশে আসলে সভ্যতা নিজেই অসভ্য হয়ে যাবে সম্ভবত !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.