নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখুন এই আস্তিক নাস্তিক ক্যাচাল উন্নত বিশ্বে অন্তত ২০০ বছর আগেই শেষ হইছে। আমরা এখনও এই সব নিয়ে পড়ে আছি বা আমাদের মধ্যে এই সব চাপিয়ে দেয়া হচ্ছে। এটা গভীর ষড়যন্ত্র।
সকল ধর্মের ধর্মান্ধ জানোয়ারগুলো কেবল তাদের ধর্মকেই উপযুক্ত ভাবে নষ্ট করতে পারে। এই ভাবে হত্যা, নির্যাতন কেবল মাত্র ধর্মের শান্তির বানীকেই প্রশ্নবিদ্ধ করবে, সমাজে শান্তির বাতাস ছড়াবে না।
আমাদের দুইটি রাজনৈতিক দলের বৈরিতার সুযোগ নিয়ে মাথা চাড়া দিচ্ছে সাম্প্রদায়িক শক্তি। এদের রুখতে হবে এখনই!
ব্লগার মঞ্জুর চৌধুরীঃ "আমি বাজি ধরে বলতে পারি ঐ সময়ে রাস্তায় কমসেকম এক দেড়শ মানুষ ছিল। প্রত্যেকে একটা করে মোক্ষম কিল দিলেই ওরা ভর্তা হয়ে যাবার কথা। আমরা বীর বাঙ্গালিরা পাউরুটি চুরি করতে গিয়ে ধরা পরা পাঁচ বছরের শিশুটিকে পিটিয়ে পঙ্গু করে দিতে পারি, কিন্তু এইসব জানোয়ারগুলিকে ঠিকই বীরদর্পে পালিয়ে যেতে দেই।
বাঙ্গালির বীরত্ব এখন ফেসবুক এবং টক শোতে নিন্দা জানানো পর্যন্তই সীমাবদ্ধ। এর বেশি আমাদের কোন দৌড় নেই।"
সুজায়েত বলেছেনঃ বাস্তবতা হলো, আমরা যাার ব্লগে লেখালেখি করি, সময় এসেছে সব মত, পথ ও বিশ্বাসের লেখকদের এক কাতারে সামিল হওয়ার। প্লিজ কোন ভেদাভেদ করবেননা। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোন কিছু বুঝে ওঠার আগেই আমরা মন্তব্য করে বসি। তদন্ত ছাড়াই বলে দেই এটা অমুক গোষ্টির কাজ।
নাস্তিক হলে তাকে আস্তিকরা মারবেন,
মুক্তিযোদ্ধা হলে রাজাকাররা মারবে,
আওয়ামী লীগ হলে বিএনপি বা জামাত-শিবিররা মারবে,
মৌলবাদীরা মরলে নাস্তিকরা মারবে,
বিএনপি-জামাত মরলে পুলিশ মারবে,
- এমনই সব প্রচলিত ধ্যান ধারণা আমাদের চিন্তা-চেতনার জায়গায় পঁচন ধরাতে শুরু করেছে
স্পেস টাইমঃ অভিজিত তাঁর নিজের লেখায় বলেছেন, "রক্ত ছাড়া মুক্তি আসবেনা। চরম অন্ধকার ছাড়া আলো বোঝা যাবেনা।"
কিন্তু তাঁর ক্ষত-বিক্ষত কোপানো লাশ আর মিরপুরে পুলিশের সহায়তায় ঝাজরা হওয়া পরিবহন শ্রমিক সুমন দাস ও রবিনের গুলিবিদ্ধ লাশের মধ্যে কোন পার্থক্য খুঁজে পাইনা আমি। দুটি লাশের মৃত্যু যন্ত্রণায় তারতম্য থাকলেও চলমান সময়ে লাশের মিছিলে যোগ হওয়া মুখগুলো আমাদের রাজনীতির নিষ্ঠুরতার করুণ পরিণতি। ক্ষমতা আগলে রাখা কিংবা ক্ষমতাচ্যুত করার মিশনে তাই "আইটেম" হচ্ছেন কেবলই সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া বাঙালি, যাদের গাড়িতে কখনও উড়বেনা জাতীয় পতাকা, থাকবেনা পুলিশের নিরাপত্তা বলয়।
নিজে কিছু বলতে চেয়েছিলাম। আমার বলতে হয়নি। পোষ্টের লিখিত মন্তব্যগুলো আমার ধরে নিন।
০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:১২
তেলাপোকা রোমেন বলেছেন: হত্যাকান্ডটিকে আমরা দুই দর্শনে ব্যাখ্যা করতে পারি। আপনি হয়তো দুটোর একটার কথা বলেছেন।
২| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:২০
যেযং‡ঙ ের্অ রনচদ বলেছেন: স হ ম ত
০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:১৩
তেলাপোকা রোমেন বলেছেন: ধন্যবাদ। ভাল লাগে আমার মত করে কেউ ভাবছে জানলে
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:৪৪
পুরান লোক নতুন ভাবে বলেছেন: আমি মনে করি অভিজিৎ তার উপুযুক্ত শাস্তি পেয়েছে!! সবাই তার নিজ কর্মের জন্য ফল ভোগ করবেই!!