নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তেলাপোকা রোমেন

যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।

তেলাপোকা রোমেন › বিস্তারিত পোস্টঃ

মুরব্বীকথন :( আপনার বাবা কি এভাবে বলেন ? আপনি বাবা হলে কি এভাবে বলবেন ?

০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৪

আমরা বাঙ্গালিরা গড় আয়ুর শতকরা দুই ভাগ কাটিয়ে দেই লোকাল বাসে। সকাল বেলা বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়ে লোকাল বাসে চেপে বসলাম। কানে হেডফোন গুজে বসে আছি। মেজাজ তিরিক্ষে frown emoticon । দুই স্ট্যান্ড পার হতেই বাসে চেপে বসেছেন এক মুরব্বী। বসেছেন পাশের সিটে। ধরে নেই মুরব্বীর নাম আব্বাস মিয়া। কান থেকে হেডফোন খুলে ভাড়া দিয়ে আবার কানে হেডফোন গুজলাম

মুরব্বী আগ্রহ নিয়ে আমাকে দেখছেন। দেখার কারন লম্বা চুল (চুল রেখেছি glasses emoticon ) এবং কানে হেডফোন দিয়ে এত জোরে গান শুনছি যে বাইরে থেকে শোনা যাচ্ছে। :D। আমাকে হাত ইশারা করে মুরব্বী কান থেকে হেডফোন নামাতে বললেন । তার কথোপকথনের অংশবিশেষ-

# বাবা কি পড়াশুনা করো ?
-জ্বী আঙ্কেল।
# কিসে ?
-জ্বী বি এস সি।

এবার আব্বাস মিয়া শুরু করলেন বলা - আমার বড় ছেলেটা অমুক জায়গা থেকে বি বি এ কমপ্লীট করছে। আপাতত একটা ইন্সুরেন্স কোম্পানিতে পার্টটাইম জব করতেসে। ল্যাপটপ আর ইন্টারনেট দিয়ে ইনকাম করে। হাত খরচের টাকাপয়সা চায়না। মাঝে মাঝে ঐ একটু নাস্তাপানি করার টাকা দেই। ও কম্পিউটারের ম্যালা কাজ জানে। অফিসের সব কিছু করে স্যারদের অনেক টাকাপয়সা বাচিয়ে দেয়।

upset emoticon ব্যাস। এতটুকু শোনার পর আবার কানে হেডফোন লাগালাম।কারন এই ধরনের বন্দনাগিতী ছোট বেলা থেকেই শুনে আসছি। এলাকার এক লোক রোজ আমাদের বাসায় এসে ছেলের প্রসংসা করতেন। অথচ জানতাম তার ছেলে কেমন, বাইরে কি করে। মা রোজ বলতেন ওমুকের বাপ বলতেসিল ওমুক এইটা করসে, সেইটা করসে, তুই কি করলি ?

আচ্ছা ধরে নিলাম আপনার ছেলে ঠিকঠাকভদ্র, নম্র,ক্যারিয়ার সচেতন, মেধাবী। তাই বলে এভাবে বলতে হবে? কতটুকু সমর্থন করেন ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.