নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তেলাপোকা রোমেন

যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।

তেলাপোকা রোমেন › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রনাথের জন্মদিন, আমার হুমায়ুন আহম্মেদ হবার অপচেষ্টা :)

০৮ ই মে, ২০১৫ ভোর ৪:০৮



গতরাতে স্বপ্নের মধ্যে বেশ কিছুক্ষন হাটাহাটি করলাম । হাইকোর্ট মোড়ে আজিজের চায়ের দোকানে দেখি রবিবাবু বসা । চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে বাধা । কথা বলে জানা গেল উনি আত্বহত্যা করতে চান ।
আমি আগামাথা না ভেবেই বললাম পটাশিয়াম সায়ানাইড খান । খিচুনি হবেনা । কিচ্ছু টের পাবেননা । জগতের অনেক মহান ব্যক্তি সায়ানাইড খেয়েছেন । কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবেন । উনি আমার হাত চেপে ধরলেন । এত জোরে চেপে ধরলেন ঘুম ভেঙে গেল । ঘুম ভেঙে দেখি মেস ম্যানেজার আমার হাত চেপে ধরে আছেন ।
প্রকৃতি মাঝেমাঝে স্বপ্নগুলোকে বাস্তবের সাথে মিলিয়ে দিতে চেষ্টা করে । কিছু বুঝে ওঠার আগেই উনি বললেন সর্বনাশ হয়ে গেছে । গতরাতে মেসের সাথের গলিটায় একটা খুন হয়ে গেছে । থানার সেকেন্ড অফিসার এসে মেসের সবাইকে জেরা শুরু করেছেন । আপনিও চলেন ভাইজান ।
ভাইভা পরীক্ষা দেবার আগে ফর্মাল জামাকাপড় পরতে হয় । পুলিশের ভাইভা দেবার আগে কি পরে যেতে হয় আমার জানা নেই ।
অফিসার- কি নাম?
আমি – হিমালয় । সংক্ষেপে হি । আপনি আমাকে হি বলে ডাকতে পারেন ।
অফিসার- কাল রাতে কোথায় ছিলেন?
আমি- রবিবাবুর সাথে হাটাহাটি করছিলাম হাইকোর্টের সামনে । উনি সুইসাইড করবেন । আমি পরামর্শ দিচ্ছিলাম ।
অফিসার – ত্যাদরামি করবেন না । রবিবাবু মানে রবীন্দ্রনাথ?
আমি- জ্বী হ্যা ।
অফিসার – এর আগের রাতে কোথায় ছিলেন?
আমি – জ্বী গাজীপুর শালবনে । এক অবসরপ্রাপ্ত সেনা অফিসারের সাথে জ্যোৎস্না দেখতে গিয়েছিলাম । ( অফিসারের কথাটা বানিয়ে বললাম । প্রভাবশালী লোকের সাথে চলাফেরা জানলে পুলিশ ভড়কে যায় । )
উনি মোটেও ভড়কালেন না । কনস্টেবলকে নিচু গলায় কি যেন বললেন । তারপর হাত ধরে পুলিশের জীপে ওঠালেন ।
ঢাকা শহর অন্ধকার হয়ে আছে । মেঘ ডাকছে । কিছু মেঘ বৃষ্টির আগে ডাকে । আর কিছু মেঘ বৃষ্টির পর । এই দুই মেঘের আলাদা নাম আছে । মনে করতে পারছি না । রুপা ব্যাপারটা বলেছিল । এই মুহূর্তে তরঙ্গিনী স্টোর থেকে রুপাকে একটা টেলিফোন করে মেঘের নাম জানতে ইচ্ছে করছে । কিন্তু সম্ভব না । জীবদ্দশায় আমাদের অনেক কিছু বলতে বা করতে ইচ্ছা করে । আমরা পারিনা । কখনো ক্ষমতা থাকে । কক্ষনো না । রুপা নিশ্চয় আজকের বৃষ্টিতে ভিজছে ।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৫ সকাল ৯:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
হুমায়ুন আহমেদ হওয়ার অপচেষ্টার চেষ্টা ভালই ছিল। :P


ভাল লাগা+++

০৯ ই মে, ২০১৫ রাত ২:১০

তেলাপোকা রোমেন বলেছেন: সত্যিই ভাল ছিল তো?


অনেক ধন্যবাদ আপনাকে :) ভাল থাকবেন।

২| ০৮ ই মে, ২০১৫ দুপুর ১:৪৭

টুম্পা মনি বলেছেন: হাহাহা চমৎকার। তেলাপোকা থেকে সরাসরি হিমু হলেন। অভিনন্দন।

০৯ ই মে, ২০১৫ রাত ২:১২

তেলাপোকা রোমেন বলেছেন: এখন তাহলে তেলাপোকা হিমু! :P


ধন্যবাদ টুম্পা মনি! ভাল থাকবেন অনেক :)

৩| ০৮ ই মে, ২০১৫ দুপুর ১:৫৪

জেন রসি বলেছেন: হুমায়ুন হওয়ার চেষ্টা ভালোই হইছে :)

০৯ ই মে, ২০১৫ রাত ২:১৪

তেলাপোকা রোমেন বলেছেন: ভালো হলেই ভালো!



থ্যাঙ্কু :) ভালো থাকবেন।

৪| ০৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

শ্রাবণধারা বলেছেন: ভালই লাগলো ......।

০৯ ই মে, ২০১৫ রাত ২:১৬

তেলাপোকা রোমেন বলেছেন: ধন্যবাদ শ্রাবণধারা :) ভালো থাকবেন।

৫| ০৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

উর্বি বলেছেন: অপচেষ্টা সুন্দর

০৯ ই মে, ২০১৫ রাত ২:৩০

তেলাপোকা রোমেন বলেছেন: কিছু অপচেষ্টা মাঝেমাঝে সুন্দর লাগে হয়তো :)
ধন্যবাদ।

৬| ০৮ ই মে, ২০১৫ রাত ৮:২৩

অর্ণব প্রধান বলেছেন: ভালো লেগেছে ।।

০৯ ই মে, ২০১৫ রাত ২:৩১

তেলাপোকা রোমেন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ০৯ ই মে, ২০১৫ রাত ২:৩৯

একলা ফড়িং বলেছেন: সমুখে ঐ হেরি পথ, তোমার কি রথ পৌঁছবেনা মোর দুয়ারে...


রবীন্দ্রনাথের সবগুলো ছবির মধ্যে এই ছবিটা সবচেয়ে বেশি ভালো লাগে!

রবীন্দ্রনাথ আর হিমু! দুজনকেই ভীষণ পছন্দ ;)


হুমায়ূন আহমেদ হবার চেষ্টায় প্লাস :)


* কয়েকটা বানান ভুল আছে। ঠিক করে নিও। ভুল বানান একটা সুন্দর লেখার সৌন্দর্য বেশ খানিকটা কমিয়ে দেয় কিন্তু!

২৬ শে মে, ২০১৫ রাত ১১:৩৭

তেলাপোকা রোমেন বলেছেন: বলেছেন: আরে ! আমার পোষ্টে সেলেব্রেটি ব্লগার ! কেমন আছেন?
একজন সিনিয়র বল্গার হিসেবে আপনার আদেশ শিরোধার্য :)

আর রবিবাবু এবং হিমুর নামে মামলা করব। এরা আমার অনুভূতিস্বত্ব লঙ্ঘন করেছেন :)

৮| ০৯ ই মে, ২০১৫ রাত ৩:০৭

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: মাইর খাবার জন্য তৈরি হন

২৬ শে মে, ২০১৫ রাত ১১:৩৫

তেলাপোকা রোমেন বলেছেন: হঠাৎ মাইর কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.