নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
কোন এক বালিকা ভোররাতে কবিতা শোনার আবদার করতো। আমিও যা ইচ্ছে হত তাই বলতাম। নাম দিয়েছিলাম লাইভ কবিতা। প্রতিদিনের বলা লাইভ কবিতা সে নোট করে রাখতো। যদিও এগুলো কোন কবিতা ছিলনা। আজ দেখি সে সেইসব লাইন ইনবক্স করেছে। আমিও পোষ্ট করে দিলাম
- একদিন সারাদিন নীল টিপ
তুমি আমি ঘুরপাক রাস্তা
টুপটাপ সারাদিন
মেঘে ভাসা হলো না
শুনশান বৃষ্টি
নাল নীল নিয়ন
সাদা কালো স্টেশন
রেলগাড়ি নীল নীল
কাচ ঘেরা জানালা
সন্ধ্যার সাইরেনে বিষণ্ণ আবদার।
মন ছুঁতে চাইলে আর সেই শেষ ট্রেন
সাদা সিগারেট আর বালু ওঠা ঘাসফুল
এই পথ সেই পথ
কানাগলি প্রতিদিন
সাদা সিগারেট শেষে বিষপোড়া নিকোটিন।
অবেলাতে কোনদিন
ঘুম ঘুম ফিরি যদি
টুপ করে রেখে যাব এই নীল সেই নীল
টুপ করে ছুঁড়ে ফেলা তোর সেই নীল টিপ।
তারপর একা একা তোর সাথে দু পা হাঁটা আর আমি কোনদিন গল্প হব না। এই জন্মের জোনাক পোকার আলোরা সব রোদ হয় ।
বিস্তর ব্যবধানে জ্বলছে নিয়ন।
টুপ করে জল ঘরে কেটে গেল ভোর রাত
তারপর ছুঁয়ে দেখি একা আছি
নেই শুধু তোর হাত।
ভোর রাতে টিপটিপ
ফেলে আসা নীল টিপ
আরশোলা ঝাঁক ঝাঁক
রাত আরও বাকি থাক।
১২ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৬
তেলাপোকা রোমেন বলেছেন: অকবিতাকে কবিতা বলার জন্য ধন্যবাদ
২| ১১ ই জুন, ২০১৫ সকাল ১১:১২
আমিনুর রহমান বলেছেন:
কবিতা পাঠে ভালো লাগা !
বালিকারা প্রতিদিন কবিতা শুনতে চাইলে আমরা ভালো কিছু কবিতা পেতাম
১২ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪৬
তেলাপোকা রোমেন বলেছেন: বালিকা আজকাল রাত একটার পরেই ঘুমের আবদার করে কবিতা শোনার সময় নাই
জাতি একজন প্রতিভাবান কবি হারাবে এভাবে চলতে থাকলে
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৫ সকাল ৭:৩২
আরণ্যক রাখাল বলেছেন: সাডেন কবিতা হলেও সুন্দর