নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
কটা বাজে?
রাত আড়াইটা।
ঘড়ি না দেখে কিভাবে সময় বললেন?
আমি মাঝেমাঝে ঘড়ি না দেখে সময় বলতে পারতাম।
তারমানে এখন পারেননা?
পারি। চেষ্টা কর হয়না।
কেন?
একটা গল্প শোনাই?
মাঝরাত্রে সম্পুর্ন অপরিচিত একজন তরুণীকে নির্জন কোন স্থানে গল্প শোনাতে চাওয়ার আবদার কি বেমানান নয়? আমি শুধু সময় জানতে চেয়েছিলাম!
আমি দুঃখিত।
আপনার নাম?
রাকিব।
রাকিব সাহেব আপনার অনধিকার চর্চার জন্য দুঃখিত হওয়াটা ঠিকঠাক হয়নি। আপনার লজ্বা বোধ করা উচিত। যাইহোক ট্রেন কতক্ষনে ঠিক হতে পারে?
ইশ্বরদী থেকে ইঞ্জিন আসবে। তারপর। ভোর পাঁচটা বেজে যাবে।
আপনার গল্পটা কি ধরনের? আমি অশ্লীল রসিকতা টাইপ গল্প পছন্দ করিনা।
একজন মৃত প্রেমিকা এবং একজন ছবি বেগমের গল্প।
কেন্দ্রীয় চরিত্র কে?
দুজনেই কেন্দ্রীয় চরিত্র। তবে দুই চরিত্র আলাদা সময়কালের।
আমি আপনার গল্পটা শুনতে চাই।
এটা ঠিক অশ্লীল গল্প নয়। তবে খানিকটা মিথ্যে।
গল্প বলার সময় গল্পকারের অভিব্যক্তি দেখে আমি বলে দিতে পারি গল্পের সত্যতা। আপনি গল্প শুরু করুন।
আচ্ছা শুরু করি, আমার জীবনে একজন ছবি বেগম ছিল.................
(বাকি অংশ আগামী পর্বে)
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পের বাকিটুকুর অপেক্ষা রইলাম।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩১
কল্লোল পথিক বলেছেন: অপেক্ষায় রইলাম