| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেলাপোকা রোমেন
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
রাস্তায় হাঁটার সময় কত কিছু দেখি, শুধু তোমাকে দেখিনা।
খদ্দেরের অপেক্ষায় নিয়ন মাখছে রাতপরীর দল। একটি অনাকাঙ্ক্ষিত সন্তান হত্যার প্রতিবাদে- ড্রেনে ডুবে আত্বহত্যা করেছে রাবারের জন্মনিয়ন্ত্রক। যে শাদা ন্যাপকিন গতকাল সারারাত চূমূ খেয়েছিল ষোড়শীর যোনীতে- সে,ও রক্তাক্ত হয়ে জোস্নায় ভিজছে। সদ্য আধখাওয়া সিগ্রেট দেখি- কোকড়া চুলের সেই যুবকের হাতে ঠোঁটে যে নিকোটিন ক্ষরন করে ক্লান্ত। যুবক প্রতিজ্ঞা করেছিল, আঠারোটি চুম্বন পেলে নিকোটিন বিষ ছোবেনা। তার চুম্বন পাওয়া হয়নি। আরও দেখি ছেড়া তাস, ম্যাচবক্স, পাজামার ফিতে, প্রাগৈতিহাসিক দেওয়াল, ছেড়া ডায়েরি, ঘরে ফেরা মেঘদল...
আজকাল রাস্তায় হাঁটার সময় কত কিছু দেখি, শুধু তোমাকে দেখিনা।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
তেলাপোকা রোমেন বলেছেন: ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরনা আমার আশির্বাদ ![]()
২|
২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২
সুমন কর বলেছেন: চমৎকার এবং প্লাস।
বড়দিনের শুভেচ্ছা রইলো... ![]()
২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯
তেলাপোকা রোমেন বলেছেন: বড়দিনের শুভেচ্ছা আপনাকেও ![]()
৩|
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। তীক্ষ্ণ লেখনি।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
তেলাপোকা রোমেন বলেছেন: ধন্যবাদ কাভা ভাই
উত্তর দিতে দেরি হয়ে যাওয়ায় দু:খিত।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
লেখোয়াড়. বলেছেন:
মারাত্মক!!
++++++++++