নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তেলাপোকা রোমেন

যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।

তেলাপোকা রোমেন › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিবিলাস! (ছবিব্লগ)

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৪

একদিন ভোরবেলা প্রচণ্ড বৃষ্টি । ক্যামেরা নিয়ে ছাদে গেলাম ভিজতে। কোনরকমে ক্যামেরা ছাতা দিয়ে ঢেকে ছবি তুললাম আর ভিজলাম!!!

বেচারা শামুক!

আমাদের একলা ছাদ


পাতারাও ভেজে


আহ! কি স্বচ্ছ্ব!


আমার সেই হারিয়ে যাওয়া ছাতা !

আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়!

তখন প্রায় ভোর! আমার দেখা অগনিত ভোরের একাংশ!

মন্তব্য ৪৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২৮

রাফা বলেছেন: বাহ্ ক্যাপশন গুলো খুব ভালো দিয়েছেন'তো ।
ধন্যবাদ,তে.রোমেন।

অ.ট.-নিজেকে তেলাপোকা ভাবার কারন...??

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

তেলাপোকা রোমেন বলেছেন: উৎসাহ দেবার জন্য ধন্যবাদ।
নিজেকে তেলাপোকা ভাবার কোন কারন নেই। তবে আপনার প্রশ্নে মনে পড়ে গেল বায়োলজি ক্লাসে আমাকে তেলাপোকা বলে ক্ষেপানো হত। কারন আমি এই জিনিসের পৌষ্টিকতন্ত্র ভালভাবে দেখাতে পারতাম।
এছাড়া আমার প্রাক্তন প্রেমিকা আমাকে তেলাপোকা ডাকতো।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫

রুদ্র জাহেদ বলেছেন:
চমৎকার ছবি ব্লগ
+++

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

তেলাপোকা রোমেন বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১

মোস্তফা কামাল পলাশ বলেছেন: শেষের ছবিটা অসাধারন হয়েছে। হাই রেজুলেশনের ছবি থাকলে ন্যাশনাল জিয়োগ্রাফিতে পাঠাতে পারেন। বলা তো যায় না

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

তেলাপোকা রোমেন বলেছেন: ন্যাশনাল জিয়োগ্রাফির ইয়োর শট অপশনে পলাশ ভাই? হাই রেজ্যুলেশানের ছবি আছে।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

মুনতা বলেছেন: ছবিগুলো আসলেই দারুণ হয়েছে। যেকোন কম্পিটিশনে পাঠানোর মত ছবি।
++

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

তেলাপোকা রোমেন বলেছেন: ধন্যবাদ। ভাবিনি কক্ষনো। চেষ্টা করে দেখবো :)

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব ছবি :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

তেলাপোকা রোমেন বলেছেন: ধন্যবাদ :)

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ ছবি ! স্বচ্ছ । অনেক ভাল লাগলো ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

তেলাপোকা রোমেন বলেছেন: স্বচ্ছ্বতা আমার অনেক পছন্দের। কিন্তু আমি নিজেই ক্রমশ ঘোলাটে হই :(

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

তেলাপোকা রোমেন বলেছেন: আশির্বাদ রাখবেন দিদি :)

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষটা একটু বেশিই ভালো যদিও প্রতিটাই চমৎকার। +

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

তেলাপোকা রোমেন বলেছেন: চমৎকার কিছু দিতে পেরে আনন্দিত :)

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

ডি মুন বলেছেন:
সুন্দর স্নিগ্ধ সব ছবি

ভলো লেগেছে ছবিব্লগ

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

তেলাপোকা রোমেন বলেছেন: ধন্যবাদ। অনুপ্রেরনা দেবার জন্য :)

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর সব ছবি।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

তেলাপোকা রোমেন বলেছেন: সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০

সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি !!

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

তেলাপোকা রোমেন বলেছেন: আশির্বাদ রাখবেন। শুভকামনা :)

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

তার আর পর নেই… বলেছেন: ছবিগুলো বর্ষাকালের। বালতির পানির ছবিটা দেখে অবাক হইছি। চারপাশে যে কত সৌন্দর্য ছড়িয়ে আছে!!
শামুকের ছবিও সুন্দর!

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

তেলাপোকা রোমেন বলেছেন: আমি নিজেও অবাক হতে পছন্দ করি। আসলেই- চারপাশে যে কত সৌন্দর্য ছড়িয়ে আছে!!
ধন্যবাদ :)

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

তানজির খান বলেছেন: অনেক সুন্দর লাগল ছবিগুলো। শুভকামনা রইল

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

তেলাপোকা রোমেন বলেছেন: আপনার জন্যেও অনেক শুভকামনা।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার ছবি

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫০

তেলাপোকা রোমেন বলেছেন: ধন্যবাদ। দোয়া রাখবেন :)

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

পুলহ বলেছেন: 'আমাদের একলা ছাদ', 'আমার সেই হারিয়ে যাওয়া ছাতা !' আর 'আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়!'...
এই তিনটা ছবি আমার কাছে বেশি ভালো লেগেছে :)
শুভকামনা জানবেন !

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

তেলাপোকা রোমেন বলেছেন: আমাদের একলা ছাদ

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

তেলাপোকা রোমেন বলেছেন: আমাদের একলা ছাদ আর একটুখানি আকাশ আমারও প্রিয় ছবি :) আপনারও ভাল লেগেছে জেনে খুশি হলাম।

ভাল থাকবেন :)

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর ছবিগুলো!

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

তেলাপোকা রোমেন বলেছেন: ধন্যবাদ অভি :) ভাল থাকবেন।

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৯

সায়েদা সোহেলী বলেছেন: বেচারা শামুক টাকে বহু বিরক্ত করেছেন বোঝা যাচ্ছে , ঠিক হয়নি কাজটা , তার ও তো আপন মনে বৃষ্টিবিলাস করার অধিকার আছে /:)

পোস্টে + + + :)

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

তেলাপোকা রোমেন বলেছেন: আমাদের ছাদে বিনা অনুমতিতে ঘোরাঘুরি করছিল তো তাই একটু করতেই পারি! :-P

এতগুলো প্লাস! :) ধন্যবাদ সোহেলী আপু :)

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৩

হাসান রাজু বলেছেন: এই শীতে বৃষ্টির দিনের ছবি ! আরও শীত শীত লাগছে । সুন্দর পোস্ট ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

তেলাপোকা রোমেন বলেছেন: প্রকৃতিও তো শীতকালে বৃষ্টি ঝরায় মাঝেমাঝে! আমিও একটু তাই করলাম।

ধন্যবাদ রাজু। শুভকামনা।

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: চমৎকার ছবি

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

তেলাপোকা রোমেন বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার। শুভকামনা।

২০| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩১

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

তেলাপোকা রোমেন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভাল থাকবেন :)

২১| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

আহমেদ জী এস বলেছেন: তেলাপোকা রোমেন ,




শেষের ছবিটি মন কাঁড়লো ।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১

তেলাপোকা রোমেন বলেছেন: শামুক! :) মন কেড়েছে জেনে ভাল লাগল।

ধন্যবাদ। শুভকামনা রইল।

২২| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: হ্যাঁ, ঐ অপশনে গিয়ে পোষ্ট করুন। একাউন্ট না থাকলে একাউন্ট খুলে নিন।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

তেলাপোকা রোমেন বলেছেন: হ্যাঁ একাউন্ট খুলেছি। আইডিয়াটা দেয়ার জন্য কৃতজ্ঞতা :)
ভাল থাকবেন অনেক।

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭

ধমনী বলেছেন: ছবিগুলো যতটা সুন্দর, ততটা অসুন্দর নিজের সম্পর্কে আপনি যা লিখেছেন।
পরিবর্তন করার অনুরোধ রইলো।

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

২৫| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

সায়েম মুন বলেছেন: বেশ লাগলো।

২৬| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ভাল্লাগছে, এমন পোষ্ট সব সময় আমার ভাল্লাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.