নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
ভার্চুয়াল জগতে যাদের দীর্ঘদিন বসবাস তারা ইস্যু শব্দের সাথে বেশ ভালভাবেই পরিচিত। গত সপ্তাহ ধরে বিতর্কিত ইস্যুঃ প্রকাশ্য চুম্বন।বিতর্কে না জড়িয়ে চলুন দেখে আসি ঐতিহাসিক কিছু প্রকাশ্য চুম্বনের ছবিঃ
৫ই জুন ২০১১, কানাডা থেকে তোলা। ছবির তরুন তরুণীর নাম স্কট জোন্স এবং আলেক্সজান্ডরা থমাস । একটি হকি ম্যাচকে ঘিরে দুই প্রতিদ্বন্দী দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে অষ্ট্রেলিয়ার যুবক স্কট জোন্স এবং তার কানাডিয়ান বান্ধবী আলেক্সজান্ডরা থমাস রাস্তায় শুয়ে এভাবে রোমান্সে জড়িয়ে পড়েন।
১৯৮১ সাল। ব্যাকিংহাম প্যালেস। প্রিন্স চার্লস এবং প্রিন্সেস ডায়ানা। বিয়ে অনুষ্ঠিত হবার পর বেলকনিতে এসে জনতার সামনে এই বিখ্যাত চুম্বন ফ্রেমবন্দী করেন।
এই ছবিটিকে বলা হয় "Kiss of Life"। ১৯৬৭ সালে একজন ফটোগ্রাফার ছবিটি বলেন। বিদ্যুতের শকে আহত সহকর্মী কে তাৎক্ষণিক চুম্বন দিয়ে জ্ঞান ফিরিয়ে আনেন থমসন।
২০১৩ সালের ফেব্রুয়ারী মাসে থাইল্যান্ডের এই যুগল ৫৮ ঘন্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড ঠোঁটে ঠোঁট রেখে গিনেজ বুকে নাম লেখান
Darling Lilli (1968) সিনেমাতে Rock Hudson এবং Julie Andrews এর বিখ্যাত চুম্বনের দৃশ্য।
পোষ্ট অশ্লীল এই টাইপ মন্তব্য করলে দূরে গিয়া মুড়ি খান। নগ্নতাই অশ্লীলতা নয়
হ্যাপি কিসিং
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
তেলাপোকা রোমেন বলেছেন: ইয়ে আমার কোন ক্যামেরা বা স্মার্টফোন নাই। ল্যাপটপের ওয়েবক্যাম নাই
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৮
এক জন নমুমা বলেছেন: কেউ আমার চুম্বন এর কথা বল্লো না তেলাপোকার প্রকাশ্য চুম্বনের ছবি চাই
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯
তেলাপোকা রোমেন বলেছেন: প্রকাশ্যে চুম্বন দিন। আমি দায়িত্ব নেব ছবি তোলার
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
প্রিন্স হেক্টর বলেছেন: পোষ্ট দাতার প্রকাশ্য চুম্বনের ছবি চাই