নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তেলাপোকা রোমেন

যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।

তেলাপোকা রোমেন › বিস্তারিত পোস্টঃ

ঘোরতর অকবিতা সমগ্র।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:২২



১)তোমার বাদামী শরীর দৌড়ায়... তোমার শরীর থেকে ছায়াপথে খসে পড়ে মুঠোমুঠো লাইট গার্নিয়ার...

২) তোমার জ্যামিতিক শরীরের বদৌলতে আমার পিথাগোরাস হয়ে ওঠার কথা ছিল।

৩) সিলিংয়ে ঝোলা লাশ পেন্ডুলামের মত দোলে..
ইশ্বরের বয়স বাড়ে, মহাশূন্যের বয়স বাড়ে...
লাশের বয়স বাড়েনা! তার বয়স বাড়লে পেন্ডুলাম থামবে, সময় থামবে, ইশ্বর থেমে যাবেন। তাই লাশের বয়স বাড়েনা!

৪) তুমি দেখতে কারো মত না
শুধু আয়না তোমার মত...
তোমার কি বলতে ইচ্ছে হয়না পৃথিবীর সব আয়নায় ফাটল ধরুক?

৫)জন্মান্ধ আমাকে কানামাছি খেলার লোভ দেখাস না...
আমি চোখ খোলা রেখেই দিনকে রাত করে দেবার ক্ষমতা নিয়ে জন্মেছি...
আমার অক্ষমতা শুধু তোমার আমার কান্নাগুলো অন্ধত্বের অযুহাতে দেখিনা

৬) কর্কট রোগে ভোগা বালিকার সাথে পাল্লা দিয়ে পৃথিবীর আয়ু কমে আসার আন্তঃসম্পর্ক প্রতিপাদনে ব্যর্থ হয়ে ইশ্বর আত্বহত্যা করেছিলেন।

৭) নিঃসঙ্গতায় ভোগা পৃথিবীর সব মানুষের আয়না কথা বলতে শিখুক। মাঝরাতে সেন্ট্রাল এয়ারকন্ডিশনারের ভেতর থেকে নির্গত হোক প্রাক্তন প্রেমিকার নিঃশ্বাসের মত ঝাঁঝালো বারুদ।

৮) প্যারাফিন মোড়া লাশ
পলিথিন মোড়া আকাশ
যা প্রয়োজন বেছে নাও।

৯) কেন ভরদুপুরে মাতাল যুবকের মাথার উপর দিয়ে মেট্রোরেলের চারটে চাকা চলে গেল?

১০) স্রোতহীন হাইওয়েতে আটকে থাকা নির্জনতা চিরে আওয়াজ ওঠে। হৃদয় খন্ড খন্ড হচ্ছে। কন্টিনেন্টাল ড্রিফটত! কাঁটাতার উঠবে!

১১)যদি কাচের চারটে দেওয়াল মাঝরাতে জ্বরে ভোগে?

১২) দাবানলের মত নিকোটিন ছড়িয়ে পড়ে হৃদপিন্ড ছাপিয়ে বহুদুর...বহুদিনকার আগের কোন কৃষ্ণকার গহ্বরের টানে....

১৩)ব্যক্তিগত লাশ কাধে নিয়ে সমাধি হাতড়ে বেড়াই..

মন্তব্য ১১ টি রেটিং +৭/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৪

আমিই মিসির আলী বলেছেন: কবিতার বিষয় বস্তু মাথার উপ্রে দিয়া গেল!!!
শুধু লাশ আর শরীর হাইলাইট হইছে!

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৬

তেলাপোকা রোমেন বলেছেন: কোন লাইন মাথার উপর দিয়ে গেছে জানলে ব্যাখ্যা দেবার চেষ্টা করতাম দাদা :)

২| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৫

শায়মা বলেছেন: ১৩)ব্যক্তিগত লাশ কাধে নিয়ে সমাধি হাতড়ে বেড়াই..


ভাইয়া দুঃখ দুঃখ হয়ে গেছে বেশি গুলাই।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪১

তেলাপোকা রোমেন বলেছেন: এইটাই একমাত্র খাটি জিনিস যাতে কোন খাদ নেই এবং ইচ্ছে করে পাওয়া যায়না আপু :D

৩| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৩

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: নিঃসঙ্গতায় ভোগা পৃথিবীর সব মানুষের আয়না কথা বলতে শিখুক। মাঝরাতে সেন্ট্রাল এয়ারকন্ডিশনারের ভেতর থেকে নির্গত হোক প্রাক্তন প্রেমিকার নিঃশ্বাসের মত ঝাঁঝালো বারুদ।


দূর্দান্ত.....

৪| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:০৩

শায়মা বলেছেন: দুঃখগুলো অনিচ্ছাতেই আসে।

৫| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:০৬

আকদেনিজ বলেছেন: "যার চলে যায় সে বুঝি হায় বিচ্ছেদে হয় যন্ত্রণা"।
আমার সেটা বুঝার কথা বুঝা না।

৬| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৯

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

৭| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩

বিজন রয় বলেছেন: অনেক ভাল লিখেছেন।
অসাম।
++++

৮| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২১

জেন রসি বলেছেন: ঘোরতর অকবিতা সমগ্র ভালো লেগেছে। ৩,৪,৫ এবং ৮ অনেকটা হাইকুর মত।

৯| ২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে। মুগ্ধ। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.