নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তেলাপোকা রোমেন

যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।

তেলাপোকা রোমেন › বিস্তারিত পোস্টঃ

ঘোরতর অকবিতা সমগ্র-২

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৮

তুমি আমার আটপৌরে প্রেমিকা! (ছবি আকাশ দা)

সলতের মত ফুরিয়ে আসা দিনগুলো...
(ছবিঃ আমি)

তোমার কলমটা সত্যি খুব ছোয়াচে :)


(ছবিঃ ব্লগার প্রিন্স হেক্টর এঁকেছেন)

পৃথিবী সদৃশ মাকালফল মহাশুন্যে পাক খেতে খেতে মাতাল হয়, হাইওয়েতে আত্নঘাতী মাতাল ট্রাক ড্রাইভারের মত!


শূন্যতায় ডুবে যাবার মত অপরাধবোধে আক্রান্ত পৃথিবী সদৃশ মাকালফল। আমি কেবল শূন্যতায় ডুবে গিয়েও ভেসে থাকি আমার এপিটাফ হাতড়ে।


তুমি আমি বিষণ্ণতার মত
(ছবিঃ আমার আঁকা)

যুদ্ধশেষের কোন শহরের বেনামী কারখানার চিমনি দিয়ে উবে যায় শৈশব!



মহাশূন্যে ভেসে চলা নিঃশব্দ অর্কেস্ট্রায় ঈশ্বরের ঘুম আরো গাঢ় হয়ে আসে....


টাকশালের ড্যান্সফ্লোরে সভ্যতা নাচে অসভ্য নর্তকীর মতন।


তুমি দেখতে কারো মত না
শুধু আয়না তোমার মত...
তোমার কি বলতে ইচ্ছে হয়না পৃথিবীর সব আয়নায় ফাটল ধরুক?


স্রোতহীন হাইওয়েতে আটকে থাকা নির্জনতা চিরে আওয়াজ ওঠে। হৃদয় খন্ড খন্ড হচ্ছে। কন্টিনেন্টাল ড্রিফট! কাঁটাতার উঠবে!



সিলিংয়ে ঝোলা লাশ পেন্ডুলামের মত দোলে..
ইশ্বরের বয়স বাড়ে, মহাশূন্যের বয়স বাড়ে...
লাশের বয়স বাড়েনা! তার বয়স বাড়লে পেন্ডুলাম থামবে, সময় থামবে, ইশ্বর থেমে যাবেন। তাই লাশের বয়স বাড়েনা


মন্তব্য ৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৭

রিপি বলেছেন:
অনেক ভালো লেগেছে। একেবারে ভীন্ন রকমের পোস্ট।

তুমি আমি বিষণ্ণতার মত
এখানে আপনার আঁকা ছবিটা আসেনি।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৭

সুমন কর বলেছেন: ক্যাপশন বা লাইন আর ছবি মিলিয়ে দারুণ পোস্ট।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে, ক্যাপশনও চমৎকার!

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭

মহা সমন্বয় বলেছেন: ছোট ছোট কথা মালা আর ছবি দিয়ে মনের মাধুরী মিশিয়ে খুব সুন্দর করে পোষ্টটি সাজিয়েছেন। :)

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫

বিজন রয় বলেছেন: ব্যতিক্রমী পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.