নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তেলাপোকা রোমেন

যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।

তেলাপোকা রোমেন › বিস্তারিত পোস্টঃ

যে সমস্ত কারনে কালের কন্ঠ, নয়াদিগন্ত, এনটিভিসহ সকল মিডিয়ার অনলাইন পোর্টালগুলোর ফেইসবুক পেজ আনলাইক করে দিবেন (স্কিনশটসহ)

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮


অনলাইনে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা নিউজপোর্টালের সাথে পাল্লা দিয়ে ভিজিটর ধরে রাখার জন্য শীর্ষস্থানীয় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে চলছে ভূল, ভূয়া খবর আর অশ্লীল ছবি সম্বলিত, সস্তা হেডলাইনের সব খবর। আজকাল আবার লেখা থাকে ভিডীওসহ!
এদের প্রত্যেক খবরের শিরোনাম একই ধরনের। যেমন- যে কারনে অম্মুক তমুককে খুন করলেন, যে কারনে নায়ক রিয়াজ ভিক্ষার থালা হাতে রাস্তায়, যে ছয়টি কারনে আপনার দ্রুত বীর্যপাত ঘটে। সাথে ব্যবহৃত হচ্ছে আপত্তিকর ছবি। ধরুন বাসে কোথাও যাচ্ছি। একগাদা লোকের মধ্যে ফেইসবুক নিউজফিড ওপেন করলাম। অশ্লীল কোন ছবি আসলো এবং কেউ দেখে ফেললো। লজ্জ্বাজনক বিষয় :(
(যদিও আমি যৌনতা পছন্দ করি, নগ্নতা পছন্দ করি) শুধু আমি না। প্রত্যেকেই পছন্দ করে। কিন্তু যৌনতা একান্ত ব্যক্তিগত বিষয়।
এসব নিউজ পোর্টালের সব খবরেই পাবেন ভারতীয় স্টারদের ছবি, খবর। বাংলাদেশের মুখগুলো খুব একটা দেখা যায়না। আরো অনেক্কিছুই দেখবেন নিচের স্কিনশটগুলতে।
তাই আজ থেকে সিদ্ধান্ত নিলাম সব অনলাইন পোর্টাল আনলাইক দিয়ে দেব। ফেইসবুককে রাখবো পরিচ্ছন্ন। চাইলে আপনিও পারেন।
আপনি তাদের পেইজগুলোতে লাইক দেওয়া মানে আপনার হাজার ফ্রেন্ডদের কাছে তাদের ফেইসবুক পেজকে প্রমোট করছেন। ভেবে দেখার অনুরোধ থাকল।

নিচের স্কিনশটগুলো গত এক মাসের ভেতর নেয়া হয়েছে আমার ফেইসবুক ওয়াল থেকে। স্কিনশট দেখে সিদ্ধান্ত নিন।




আরো দেখুন

[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Telapokaromen/Telapokaromen-1460909678-cf456d9_xlarge.jpg


[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Telapokaromen/Telapokaromen-1460910181-d10b4d1_xlarge.jpg

মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫

রাজীব বলেছেন: এসব বাজে সাইট নিষিদ্ধ করা উচিৎ।
আসুন সবাই এগুলো বর্জন করি

২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৬

নয়ন্ বলেছেন: :D :D

৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২

শাহ আজিজ বলেছেন: চাল্লু মাল তেলাপোকা ! সব সাইটের প্রচার এমনিতেই হয়ে গেল =p~

৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
এসব পড়া বন্ধ করে দিসি বহুত আগেই।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: কাজের একটা পোস্ট :)

৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০০

ভাবনা ২ বলেছেন: খুব সুন্দর এটি পোষ্ট দিয়েছেন । এগুলি পর্ণগ্রাফির একটি বিশেষ সংস্করণ বলেই প্রতিভাত হচ্ছে । তাছাড়া খুনখার্বীল ভয়াল দৃশ্যগুলি কচি শিশুদের মনে ভীতিকর অবস্থার জম্ম দিচ্ছে । সমাজের হাজার হাজার ভাল দিক আছে যে গুলি মানুষকে করে আশান্বিত সেগুলিকে বিশেষ মর্যাদায় দর্শনীয়ভাবে প্রদরর্শণ করলে তা আরো ভাল হত ।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০

চিত্রনাট্য বলেছেন: ফ্যাশান সম্প‌র্কিত কোন পেই‌জে লাইক করলাম একবার ৷ তো সেখান থে‌কে একটা ভয়াবহ খবর দিল ৷ আরেকজন আবার আমা‌কে দেখা‌চ্ছে , এই দেখ , তু‌মি এটা‌তে লাইক করছ ৷ আমি যতই ব‌লি আমি ক‌রি‌নি সে কোনভা‌বেই বিশ্বাস ক‌রে না ৷ প‌রে তা‌কে পু‌রোটা বু‌ঝি‌য়ে দিলাম ৷

৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

কালনী নদী বলেছেন: সবাই নীয়ম কানুন মেনে চললে সুন্দর একটি সমায গড়তে সময়ের ব্যাপার মাত্র। আমাদের সত্যিকার অর্থে এইসব বানোয়াট পেজগুলাকে বয়কট করা উচিত।

৯| ১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: অনলাইন নিউজ পোর্তাল গুলো ভিউয়ার্স বাড়ানোর জন্য কুত্তা পাগল হয়ে গেছে। আর এসমস্ত পোর্টালে অদক্ষ এবং নিচু মানসিকতার লোকজন চাকরি করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.