নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
আমার বুড়ো কফি মগ হাতে রাত বিরেত, দিনে দুপুরে ছাদে যাই। কাল আমার জন্মদিন। বুড়ো মগের অনেক বর্ষপূর্তি.......। কফি মগ কোন এক বালিকার দেওয়া আমার জন্মদিনের উপহার, যার সাথে আমার দীর্ঘ প্রণয় ছিল। কিন্তু কোনদিন দেখা হয়নি আমাদের নিতান্ত খেয়ালের বশে তুলেছি। বিভিন্ন সময়ে ছবিগুলো তোলা। আলাদা কোন ক্যাপশান নেই। আমার দেখা পৃথিবীর সবচে সুন্দর চোখ ছিল বালিকার বালিকাও কফি পছন্দ করে। কফি হাতে তার ছবি, আর তার চোখের ছবি দিয়ে দিলাম
২| ২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সিগারেট কি ভাইয়া মনের দুঃখে ধরেছেন?
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৮
সুমন কর বলেছেন: ভালো লাগেনি....