নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
-আপনি নাকি ঘড়ি না দেখে সময় বলতে পারেন?
>মাঝেমাঝে পারি।
-আমার ধারনা আপনি ভন্ডামী করেছেন প্রতিবার। মহাপুরুষ টাইপ কেউ সাজার চেষ্টা করেছেন। আপনি আমার সম্পর্কে বলুন। এই মুহূর্তে। আজকের দিনটা আমার কেমন কেটেছে!
>মহাপুরুষের একটা দারুন ইংরেজি নাম আছে! জানেন?
-কি?
>contention
-এগুলো কোন ক্লাস নাইনে পড়া মেয়েকে শেখাবেন। আমি আমার জীবনের অর্ধেক সময় কাটিয়েছি ব্রিটেনে।
>আমার ডিকশনারিতে দেখাচ্ছে।
-মিথ্যা বলার একটা সীমা থাকা দরকার।
>গুগল সার্চ দিন contention লিখে।
-আমি গুগল সার্চ ভাল করেই জানি। কিন্তু আপনার contention শব্দের অর্থ মহাপুরুষ সেটা সার্চের কোথাও নেই।
>আচ্ছা এক কাজ করুন। সার্চের স্কিনশট আমাকে দিন। আমি দেখিয়ে দিচ্ছি।
.
.
.
ইশ! আমারই ভুল হয়েছে। contention শব্দের অর্থ তর্ক। আপনি তর্ক করছিলেন তাই তর্ক শব্দের ইংরেজি শব্দটা মাথার মধ্যে ঢুকে গিয়েছে এবং মহাপুরুষের সাথে ব্রেন গুলিয়ে ফেলছে! ব্রেন একবার যা সঠিক ধরে নেই সেই সঠিকতার ধারনা থেকে বের হয়ে আসতে সময় নেয়।
-আপনি অনায়াসে মিথ্যা বলতে পারেন। এবং এমনভাবে বলেন যেন আরেকজনের ব্রেইন ওয়াশ হয়ে আপনার মিথ্যাটা তার ব্রেইন সঠিক হিসেবে ধরে নেয়। আমার ধারনা আমার ছোট ভাই শিমুলের মাথাটা আপনি এভাবেই ধোলাই করেছেন। ভার্সিটিতে তার সিনিয়র হিসেবে উচিৎ ছিল শিমুলকে গাইড করা। আপনি উল্টোটা করেছেন। আপনি তাকে নিয়ে হলের ছাদে সারারাত কাটান প্রায়ই। জোসনা দেখার নাম করে শালবনে নিয়ে গেলেন। ছেলেটা ডেঙ্গুজ্বর বাধিয়ে বসলো। পড়াশোনা আগেই বন্ধ করে দিয়েছিল। এখন জোর করে ওষুধটাও খাওয়ানো লাগছে। জ্বর নাকি উপভোগের জিনিস! সেদিন ঘরের সমস্ত প্যারাসিটামল কমোডে ফ্লাশ করে দিয়েছে। এরপর তো ভাত খাওয়া বন্ধ করে দিয়ে ঘাসপাতা খাবে। আপনি কি চান আমার একমাত্র ছোটভাই পাগল হয়ে যাক। প্লীজ লিভ হ্যিম।
>আচ্ছা বাদ দেন। আমি আজকে আপনার দিন সম্পর্কে বলার চেষ্টা করে দেখি।
- আমার সাথে আর ভন্ডামী করবেন না প্লীজ।
>আচ্ছা। ঘুমাতে গেলাম। শুভরাত্রি।
- আচ্ছা ভন্ডামীর শেষটা আমি দেখবো। আমার আজকের দিন সম্পর্কে বলুন।
>আপনি আজ ছুটি নিয়েছেন কোন কারনে। আমার ধারনা আপনি সারাদিনই প্রায় ফেইসবুকে ছিলেন। বই পড়েছেন। আজকে আপনার বাসার ইন্টারনেট কানেকশান ছিলোনা। এখন গান শুনছেন সম্ভবত এবং আমার সাথে চ্যাট করার পাশাপাশি আপনি আপনার ছেলেবন্ধুর সাথে কথা বলছেন। সকালে জরুরী কাজ আছে। অনেক ভোরে ওঠা লাগবে।
- দুঃখিত আপনি আমার মগজ ধোলাই করতে চেয়েছিলেন এবং ব্যর্থ হয়েছেন। আমি যখনি আপনার কাছে আমার আজকের দিন সম্পর্কে জানতে চেয়েছি সেই সুযোগে আপনি আমাকে ব্যবহার করেছেন। আপনি তখনই অযথা মহাপুরুষের ইংরেজি শব্দ নিয়ে আমার সাথে তর্ক করেছেন এবং সময় নিয়েছেন। সময়টুকুতে আপনি আমার সম্পর্কে জানার চেষ্টা করেছেন। আপনি আমার ফোনের একটা স্কিনশট ও নিয়েছেন। সেখান থেকে দেখেছেন আমার চার্জ শেষের পথে। তাই বলেছেন ফেইসবুকে ছিলাম। কারন ফেইসবুক বেশ চার্জ নষ্ট করে। আমার অফিস শুক্র, রবি আর বৃহস্পতি বারে। আজ শুক্রবার। আমার ডিউটির দিন এবং এই সময়ে আমি ফেইসবুকে তাই ধরে নিয়েছেন আমি ছুটি নিয়েছি। ফেইসবুকে দেখেছেন আমি স্ট্যাটাস দিয়েছি-
“What did God do before he created the universe?”
স্টিফেন হকিং এর "ব্রিফ হিস্টোরি অফ টাইম" এর এই লাইনগুলো আপনি চেনেন। তাই আপনি ধরে নিয়েছেন আমি বই পড়েছি। আমার ওয়াইফাই থাক সত্বেও আমার স্কিনশটে ডাটা সুইচ করা দেখে বলেছেন আজ আমার ইন্টারনেট কানেকশান প্রব্লেম। ইয়ারফোনের চিহ্ন দেখে বলেছেন আমি গান শুনছি। মেসেঞ্জারে আমার ছেলেবন্ধুর চ্যাট-হেড দেখে বলেছেন তার সাথেও আলাপ করছি। এবং কাল আমার ডিউটি না থাকলেও আমি এলার্ম দিয়ে রেখেছি সেটা দেখে ধরেছেন সকালে উঠে জরুরী কাজে যাবো।
আমি কি সঠিক বলেছি?
> জ্বী
-আশা করি আপনি আর আমার সাথে ভন্ডামীর ফাঁদ পাতবেন না এবং এরপর থেকে আমার ছোটভাইয়ের ১০০০ স্কয়ার ফিটের মধ্যে যাবেননা।
>আচ্ছা।
-শুভরাত্রি।
> শুনুন!
-জ্বী
> "এ ব্রিফ হিস্টোরি অফ টাইম" বইতে স্টিফেন হকিং এর একটা দারুন কথা আছে।
" This means it will take about a thousand million million million million years for the earth to run into the sun, so there’s no immediate cause for worry!”
০৩ রা জুলাই, ২০১৭ রাত ২:৫৮
তেলাপোকা রোমেন বলেছেন: আবার পড়ার লাইগা অসংখ্য ধইন্যা পাতা। পরে আবার কইয়োনা এই গল্প অমুক গল্পকারের গল্প দেইখা সাজাইসি
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০১৭ রাত ১:৪৫
শায়মা বলেছেন: কেবলি পড়ে এলাম ভাইয়া!