নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তেলাপোকা রোমেন

যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।

তেলাপোকা রোমেন › বিস্তারিত পোস্টঃ

ধর্ষক_ধর্ষন_পতিতাবৃত্তি এবং বাঙালীয়ানা ব্যবচ্ছেদ

১১ ই জুন, ২০১৮ ভোর ৪:৩২


আসেন, কালকের খবরের ব্যবচ্ছেদ করি।
খবরঃ ঢাকায় প্রাইভেট কারে তুলে ধর্ষণের অভিযোগ, আটক ১

১। 'ধর্ষণের সেঞ্চুরি করেছি, কেউ আমার টিকিটিও ছুঁতে পারেনি।' এই কথাটা মানিকের। ধর্ষনে সেঞ্চুরি উদযাপন করা জাহাঙ্গীরনগরের ছাত্রনেতা। কালকে দেখলাম সেই মানিকের সময়ে ভার্সিটিতে থাকা এক বড়ভাই বিশাল প্রতিবাদ করে শেয়ার দিয়ে ধুয়ে ফেলেছেন। ভাই সেই সময়ে ঘুমিয়ে ছিলেন :)

২। একজন ব্যক্তি অবশ্যই পতিতা ভাড়া করার অধিকার রাখেন। কারো ব্যক্তিগত ব্যাপারে আপনি নাক গলানোর অধিকার রাখেন না। ভি,আই,পি দের পতিতাপ্রীতি সম্পর্কে আপনারা জ্ঞান রাখেন না। আপনাদের সেই সাহস নেই একজন এলিট লোকের গাড়ি থামিয়ে পতিতা তোলার অপরাধে তাকে পেটানোর বা তাকে প্রকাশ্যে গালাগালি করার। ভি আই পি বাদ দেই। দেশের প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয়ের নেতারা হলে পতিতা তোলে, ফুর্তি করে। আপনারা অবশ্যই সেই কলেজ ভার্সিটির ছাত্র। এবং অবশ্যই জানেন এই ঘটনা। কোনদিন প্রতিবাদ করেছেন? অনলাইন অফলাইন?

৩। অতি উৎসাহী জনতার মধ্যে থেকে যারা অভিযুক্তের ফেইসবুক আইডিতে গিয়ে গালাগালি করে আসছেন তারা যদি এই গালাগালিটা প্রত্যেকটা দূর্ঘটনা, অন্যায়ের বিপরীতে রাস্তায় নেমে অভিযুক্তের বিরুদ্ধে করতেন তাহলে অন্যায়ের বিপুল হিমালয় কিছুটা হলেও ধ্বসে যেত। আপনাদের সেই সাহস নেই।

৪। আপনারা অনেকে অতি উৎসাহী হয়ে ফ্যামিলি ফটো শেয়ার দিচ্ছেন। তার বউকে ইয়ে করতে চাইছেন। ধর্ষকের সংজ্ঞা জানেন?

৫। রনির ড্রাইভারের কি দোষ ছিল? তাকে পেটানোর মানে কি? আপনার বস যখন তার পার্সোনাল সেক্রেটারিকে নিয়ে ফুর্তি করার উদ্যেশ্যে গাড়িতে ওঠে আপনি প্রতিবাদ করতে পারেন? ড্রাইভারকে পিটিয়েছেন?

৬। আরামসে দেহব্যবসা করবেন আর ধরা পড়লে বলবেন ধর্ষিতা তরুণী! দেশে প্রতিদিন কি পরিমান ভিজিটর পর্ণ সাইটে ঢোকে খবর রাখেন? পর্ণ সাইটে এত ভিডিও প্রতিদিন আপলোড দেয় কারা? এত এত তরুণীরা তার ছেলেবন্ধুর সাথে সেক্স করছে। এবং সেটা সুবিধার বিনিময়ে। সুবিধার বিনিময়ে যৌনকর্ম কি বেশ্যাবৃত্তি না? আপনি বুঝতেও পারছেন অথবা পারলেও চুপ থাকছেন। এত্ত এত্ত বেশ্যা আশেপাশে নিয়ে আপনার বসবাস?

৭। ভিডিওতে স্পষ্ট বোঝা গেছে মেয়েগুলান পতিতা। এবং ভ্রাম্যমান পতিতা। আপনারা ফেইসবুকে এত মানুষ এইটা বুঝলেন না? নাকি ধর্ষন খুব ইন্টারেস্টিং টপিক। লাইক কামানোর ধান্দায় ধর্ষক লিখে স্ট্যাটাস দিতেই পারেন নাকি?

আমরা কারা?
- বাঙালী
আমরা কি চাই?
- ধর্ষনের বিচার চাই
কীভাবে চাই?
- জানিনা।
ধর্ষন কি?
-জানিনা
পতিতাবৃতি কি ?
-জানিনা
কি জানেন?
- লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ ভোর ৫:৪২

অক্পটে বলেছেন: ভাই আমরা হুজুগে বাঙ্গালী।

২| ১১ ই জুন, ২০১৮ সকাল ৭:০৪

ডট কম ০০৯ বলেছেন: সমস্যার মূলে আঘাত করা জ্বালাময়ী পোষ্ট!! কেন যে এই ধরনের পোষ্ট স্টিকি হয় না।

সামনে এগিয়ে যান।

৩| ১১ ই জুন, ২০১৮ সকাল ৭:৪৬

আকিব হাসান জাভেদ বলেছেন: সাধারণ মানুষের সাধারণ চিন্তা , তবে পতিতা হউক আর ব্যাশাবৃত্তি হউক তার বহি:প্রকাশ কেন জনসম্মখে হবে । আড়ালে কত কিছু ই ঘটছে যা আমাদের খবর রাখতে হয় না । কিন্তুু প্রকাশ্য ব্যাশাবৃত্তি তা আবার রমজান মাসে আপত্তি তো কিছুটা থাকার কথা। যে দেশে মসজিদের জুতা চুরকে পিটিয়ে মেরে ফেলা হয় সেখানে ধার্ষুক দা তো বেচেঁই আছেন।

৪| ১১ ই জুন, ২০১৮ সকাল ৮:২৮

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: দারুন, জ্বালাময়ী, বাস্তবতা মিশ্রিত পোস্ট। ভালো লিখেছেন।।।

৫| ১১ ই জুন, ২০১৮ সকাল ৮:৫২

রাজীব নুর বলেছেন: নাটক সিনেমা দেখে বখাটেদের মাথা নষ্ট হয়ে গেছে।
তারা এখন রোমাঞ্চ চায়। এডভেঞ্চার চায়।

৬| ১১ ই জুন, ২০১৮ সকাল ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হঠাৎ চেতনায় মাতামাতিই যে আমাদের রাজনীতি, রক্ত মজ্জ্বায়!

আতকা ঈমানী জোশে ইংলিশ রোড উচ্ছেদ করে তৃপ্তির মহা ঢেকুর তুলল- ঈমানে সাচ্চা হইয়া গেল!
বেহেশতে ৭০ হুরের কনফার্মেশনে লুল ঝড়েছিল কিনা ;) কে জানে?
কিনতু একবারও ভাবে নি- এরা গেল কই? যাবে কোথায়?
টান কাজারে একই ঈমানী জোশ! উচ্ছেদ! এরা ছড়িয়ে গলে সারা দেশে! বিশেষত ঢাকার অলিগলিতে, ফ্লাটে ফ্লাটে!

ঐরম ঈমানদারই মনে হইল ভিডু দেইখ্যা!
বাংলা সিনেমার একটা গান মনে পইড়া গেছিল। যেখানে দেখায় -এক নারীতে এরাম অভীযোগে পাথর মারতে উদ্যত!
লাল সালুর মজিদি ঈমানে সব উত্তেজিত! নায়ক আসে- বলে ঠিক আছে পাথর মারবেন -কিন্তু শুরু করবেন সেই যে জীবনেো কোন পাপ করেন নি। তারই অধীকার আচৈ একে শাস্তি দেয়ার!
পাথর হাতে উদ্ধত সবার কাছৈ একে একে যায়- আসেন.. আসেন আপনি শুরু করেন...
সবাই একে একে পাথর ফেলে চলে যায়! নায়িকা বেঁচে যায়!

পাবলিক নুইসেন্সের এইসব খূটিনাটির উপর সামাজিক কাজ খূব কমতো! তাই দু:খজনক অনধিকার চর্চাটা বেশী!



৭| ১১ ই জুন, ২০১৮ সকাল ৯:২৩

হাসান মাহবুব বলেছেন: পতিতা হোক আর যাই হোক, তার অনিচ্ছায় তার সাথে সঙ্গম করার অধিকার কারো নাই। তারা তাকে জোর করতেছিলো।
নেংটা হয়ে গাড়ি চালাবে আর মাইর দিবে না? ফাইজলামী? দুইজনই ছিলো মাতাল, দুইজনই ছিলো কামকাতুরে। ভরা রাস্তায় যারা এই কাজ করে তাদের কাছে মেয়েরা কতটুকু নিরাপদ?
মেয়েটা পতিতা হতেও পারে নাও হতে পারে। কিন্তু আপনি কীভাবে স্পষ্টভাবে বুঝলেন এবং নিশ্চিত হইলেন যে তারা পতিতা?
মেয়েটা চিৎকার করছিলো কেন? ধস্তাধস্তি করছিলো কেন? এতসব দেখেও মানুষ তাদের চলে যেতে দিবে? ভালো বিবেচনাবোধ আপনার!

৮| ১১ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৭

চোরাবালি- বলেছেন: # এক দিকে নারী নেত্রীরা বলছে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে কর্ম করাও ধর্ষণ অন্যদিকে আপনি বুঝাতে চাচ্ছেন পতিতা তাই কেন এত মাতামাতি। পতিতা একটা নয় হাজারটা নিয়ে ফুর্তি করেন নিজের ঘরে।
# আচ্ছা এদেশে কি পতিতা নিয়ে ফুর্তি করা আইন সিদ্ধ? তাও আবার প্রকাশ্যে? ধর্মে না হয় নাই গেলাম।

তবে বোঝাগেল আপনিও সে পথেরই পথিক।

৯| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:০১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বিচারহীনতাই অপরাধ প্রবণতার প্রধান কারণ।

১০| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৬

অশুভ বলেছেন: একজন মেয়ে পতিতা হলেই কি তাকে ধর্ষণ করার অধিকার পাওয়া যায়? ধর্ষণ আর পতিতাবৃত্তির মাঝে পার্থক্য খুজে পান না? অদ্ভুত মানসিকতা!!!

১১| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫২

কাইকর বলেছেন: লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে।!!! ভাই সুন্দর বলেছেন

১২| ১১ ই জুন, ২০১৮ দুপুর ২:০০

মোগল সম্রাট বলেছেন: “ আমাদের অধিকাংশের চরিত্র এতো নির্মল যে তার নিরপেক্ষ বর্ণনা দিলেও মনে হয় অশ্লীল গালাগাল করা হচ্ছে ”

১৩| ১১ ই জুন, ২০১৮ দুপুর ২:৪২

অচেনা হৃদি বলেছেন: স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

১৪| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৭

জেকলেট বলেছেন: আর কত অপরাধের সাথী হবেন??? এই নিচু মানসিকতা?? একটু উপরে তুলুন।

১৫| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

হাঙ্গামা বলেছেন: অনেকটা এই টাইপের কথা বলায় কিছু ইয়ের বাচ্চা ঐ তথাকথিত ধর্ষনের বিরুদ্ধে খাড়ায় গেছে। সে কি গালাগালি !!
গালাগালির ডরে আমার সত্যিটা বলতে পিছাইয়া যাইতে হবে?
পোষ্টে ++++++

১৬| ১২ ই জুন, ২০১৮ ভোর ৬:০৩

কিশোর মাইনু বলেছেন: ৫ পর্যন্ত একমত হব আপনার সাথে।
কিন্তু শেষ ২টোতে কি মনে হয়না নিম্ন মন-মানসিকতার পরিচয় দিয়েছেন???
একজন মহিলা,হোক সে বেশ্যা,ইচ্ছার বিরুদ্ধে তাকে যৌন হয়রানি করাটা ধর্ষণ।আপনি যাকেই ধর্ষণ করুন,আপনি ধর্ষক।

শেষের কথাটা ভাল বলেছেন।আমরা বাংগালীরা আর কিছু পারি আর না পারি গলাবাজিটা ভালই পারি।

১৭| ১২ ই জুন, ২০১৮ রাত ৮:৫৭

হাসান মাহবুব বলেছেন: মেয়েটা যৌনকর্মী ছিলো না। সে গৃহবধু ছিলো। ছ্যাপ মারি আপনের সংবাদ ব্যবচ্ছেদের মুখে। মনে রাইখেন, একজন ধর্ষকের সাফাই গাইছেন।

১৮| ১২ ই জুন, ২০১৮ রাত ১১:৩১

নতুন বলেছেন: আপনি মেয়েটার ছবি দেখেই বুঝে ফেললেন যে তিনি যৌনকমী` ছিলো???? খুবই ভালো...

ঐ লোক যে বিষয়টা দেখেছিলো.... তিনি মনে হয় জোরকরা আর যৌনকমী`র টাকার বিনিময়ে কাজে করার সময় এর পাথ`ক বুঝতে পারার কথা।

আর যৌনকমী` হইলেই তাকে জোর করে ধষন করা যাবে এটা কোথায় পাইলেন?

অবশ্যই পরিবারের ছবি দিয়ে জনগন বাড়াবাড়ী করেছে। এটা হুজুগে বাঙ্গালীর বেশি জজবার ফল। এটা আস্তে আস্তে কমবে।

১৯| ২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি ভয়াবহ কথা বললেন!!! একজন যৌনকর্মিকে ধর্ষন করা যাবে?? আপনার অনেকগুলো পয়েন্ট যৌক্তক বা সত্য। কিন্তু পোস্টের সারমর্ম খুবই হতাশাজনক।!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.