নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তেলাপোকা রোমেন

যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।

তেলাপোকা রোমেন › বিস্তারিত পোস্টঃ

সিম্ফনি অফ ডিস্ট্রাকশান! ক্রমাগত দুপুরে হয়ে ওঠা দিন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১২


ল্যান্ডস্কেপে মোড়ানো একটা সদালাপী দুপুর যখন ভাতঘুমের প্রস্তুতি নিতেসে তখন হাইরাইজডের ছায়ায় মেহগণির ছায়া ঢাইকা যায়।
এর প্রতিবাদে একটা অফ দ্য টপিক বিষণ্ণ স্যাচুরেশানে যাবতীয় গাছ তার রঙ চেঞ্জ কইরা ফ্যালে।
একসময়, এই ক্যাফেটেরিয়ায় বসে, এইরকম কিছু আসন্ন সন্ধায় বিকেলের মুখোমুখি দাড়ায়ে এইরকম কিছু বিকেল দ্যাখা হইত। ক্যামেরায় অথবা অন্য কারো চক্ষে চোখ রাইখা।
#Khulna

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

তারেক ফাহিম বলেছেন: সারাদিনের সৌন্দর্য্য বিকেল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

তেলাপোকা রোমেন বলেছেন: হ। বিকেলের সাথে কিউবিকলে বইসা থাকতে ভাল্লাগে।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: গান আছে একটা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

তেলাপোকা রোমেন বলেছেন: কোনটা? মেটালিকার এইডা নাকি পোস্ট রিলেটেড গানবাজনা? বিকেল টিকেল নিয়া

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

অভিশপ্ত জাহাজী বলেছেন: এই হাইরাজদের শহরে মাঝে মাঝে সত্যি ডোম বন্ধ হয়ে আসে। মনে দৌড়ে চলে যাই কোনো বিদ্যুৎহীন অজপাড়াগাঁয়ে।
ভালো লিখেছেন দাদা।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

তেলাপোকা রোমেন বলেছেন: হ। এই বুর্জোয়া কামান যখন বুকে তার অচল চাক্কা ঠ্যাকায়ে দ্যায় তখন মঞ্চায় এই রক্ত থেইকা শহর মুইছা ফেলি :(

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

পদ্মপুকুর বলেছেন: কাটাবন মোড়ের ঝাঁ চকচকে রাস্তায় গণগণে দুপুরে যখন সূর্যটা নিরেট আগুন ঢালতে থাকে অবিরত, তখনই কেবল এ রকম প্রতিবাদি শ্লোগান বের হতে থাকে। পোস্টে প্লাস। কিন্তু এত দ্রুত শেষ হয়ে গেল কেনো? আরেকটু বড় হলে কি দোষ ছিলো?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

তেলাপোকা রোমেন বলেছেন: কারনে অকারনে প্রত্যেকটা শব্দ হোক ব্যক্তিগত শ্লোগা।। আসুন মিছিলে নামি

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

অভিশপ্ত জাহাজী বলেছেন: চাইলেও তো এই ধারাবাহিক ডিস্ট্রাকশন বন্ধ করতে পারব না আমরা। সো-কল্ড সামাজিক মানুষদের জন্য।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

তেলাপোকা রোমেন বলেছেন: সহমত।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: আমি ভেবেছিলাম ছবিটা ঢাকা শহরের।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

তেলাপোকা রোমেন বলেছেন: খুলনাও আজকাল বিল্ডিং এর শহর

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১

সোনালী ঈগল২৭৪ বলেছেন: বিকাল বেলা আমার কাছে একটা বিষন্ন সময় বিশেষ করে সন্ধ্যার আগে দিয়ে মনে একটা হাহাকার বড় করে

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

তেলাপোকা রোমেন বলেছেন: সন্ধায় সময়টা প্রিয় মানুষের সান্নিধ্যে থাকুন

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১

সোনালী ঈগল২৭৪ বলেছেন: বিকাল বেলা আমার কাছে একটা বিষন্ন সময় বিশেষ করে সন্ধ্যার আগে দিয়ে মনে একটা হাহাকার ভর করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.