নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শহরে আমি নেই আমি থাকবোনা,সেই শহরে তোমাকে ছুয়ে দেবে বিষাক্ত রোদ্দুর,ছায়াহীন মেঘ,বারুদে ঝাঝালো বাতাস,ন্যাপথলিনের উগ্রতা।
"একজন লোক যতক্ষণ পর্যন্ত তার দোষ স্বীকার না করবে, ততক্ষণ সে অপরাধী নয়"
সেই দৃষ্টিতে ডাকতার, পুলিশ, মন্ত্রী, আমলা, কামলা, আমজনতা কেউ অপরাধী না। ডাকতার বলতেসেন উনি মহান, মানবতার সেবক, লিডিং করোনা ফাইটার। পুলিশ তার ওয়ালে পোস্ট দিতেসেন: আজকে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করলাম।
এইবার আসি ভিন্ন প্রসংগেঃ ডাকতার অপরাধ করলে ডাকতার এসোসিয়েশন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতেসেন না যে- ওমুক ডাকতার একটা বিরাট অপরাধ করসে। তার ফাসি চাই। সোশ্যাল মিডিয়ায় ডাকতারেরা লেখেন না অমুক ডাকতার খারাপ। তার হাসপাতালে দুর্নিতি হইতেসে।
পুলিশের ক্ষেত্রেও একই অবস্থা। সীমাহীন দুর্নীতি এই খাতে থাকলেও কোন পুলিশ ইমেজ হারাইবার ভয়ে, গ্যাড়াকলে পড়ে এই দুর্নিবার দুর্নীতি নিয়া পোস্ট দিচ্ছেন না সোশ্যালে।
মন্ত্রী, আমলা কামলা এই একই কাতারে।
বাদ থাকেন আমজনতা। এরা দান ছদকা করলেও সোশ্যাল মিডিয়ায় ছবি দেন। অমুকের পোলা ছাগল চুরি করলে সেইটাও সোশ্যালে ভাইরাল করেন।
তো এই মেজরিটি জনতা পুলিশ, আমলা, কামলা, ডাকতারদের ঊপরে সামহাউ বিদ্বেষ পোষণ করেন। এর কারন সামান্য। লাইফের কোন একটা পোর্শনে এই মহান জনগোষ্ঠী দ্বারা তারা বঞ্চনার শিকার হইসেন।
কেন বঞ্চনার শিকার হইসেন? তারা আসলে নিজেরাও অতটা ভালো না। ম্যানার ভালো না। আবার কিছু ক্ষেত্রে নির্দোষ ব্যক্তিরাও এনাদের ভায়োলেন্সের শিকার।
সেই কারনে আপামরজনসাধারণ কোন একটা ছুতা পাইলেই এইটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেন। এদের উদ্দেশ্য যারা এদের অনিষ্টাচরণ এর শিকার হন নাই এখনো পর্যন্ত - তাদের চোখে আংগুল দিয়া দেখানোঃ দ্যাখ ব্যাটা এরা কত খারাপ।
আমজনতা দেখতেসে এরা নিজেদেরকে খারাপ বলে না। এরা শুধুই এদের পজিটিভ ভাইব ফেইসবুকে শেয়ার করে। তাই তারা এই মহান দায়িত্ব কাধে তুলে নিয়েছেন।
নিজেদের ভালো বলার পাশাপাশি খারাপ বলতে শেখেন। অন্যায়ের বিরুদ্ধে যে যার জায়গা থেকে সোচ্চার হবার স্কোপ তৈয়ার করেন।
এই যে গত এক বছরে স্বাস্থ্যখাতে এত দুর্নিতি হইসে কোন ডাকতার এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখসেন?
সিনহা রাশেদ খানকে কেন ওসি প্রদীপ হুদাই মার্ডার করসে এইটা নিয়া কি কোন পুলিশ পোস্ট দিসে?
এইরকম কোন পোস্ট পেয়ে থাকলে দয়া করে লিংক দিয়ে বাধিত করবেন।
২| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৩:১৭
শায়মা বলেছেন: তেলাপোকা ভাইয়া এতদিন পর এলে! লিংক চাও কার কাছে? লিংক নাই লিংকা নাই। রাজীবভাইয়া বলে দিসে।
৩| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪১
পদ্মপুকুর বলেছেন: ওইসব লিংক তৈরী করার মত পাঁচ সাতটা মাথাওয়ালা লোক কই...
৪| ২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথা ঠিক বলেছেন।
অপরাধীরা অপরাধ করার পর তারা যে ঐ অপরাধটা করে নাই, এটা যেমন প্রমাণ করার জন্য প্রাণান্ত হয়, তেমনি ওটা যে একটা অপরাধই নয়, তাও প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠে। বিবদমান এই দুই পেশার মানুষগুলোর আচরণ দেখে আমরা সবাই সমালোচনা করছি, দেশ ও রাষ্ট্রের জন্য এটা অশুভ, এটা বুঝতে পারছি। কিন্তু, তারা কি এসব বুঝতে পারছেন? তারা নিজ নিজ অবস্থানকে ডিফেন্ড করে, যা করেছেন তার পক্ষে সাফাই গেয়ে যাচ্ছেন।
শুদ্ধি অভিযানের প্রয়োজন সব ক্ষেত্রেই।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৩:১৪
রাজীব নুর বলেছেন: লিংক নাই। লিংক নাই।