নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম দিয়ে কি হবে ?

আহারে মামুন

ভালো লাগে সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে, কোডিং করতে, ছবি আকতে, গিটার বাজাতে, মুভি দেখতে আর সময় পেলেই ব্যাট বল নিয়ে একটু আধটু ক্রিকেট খেলি ............... এই আর কি।

আহারে মামুন › বিস্তারিত পোস্টঃ

রংধনু প্রোফাইল পিকের হুজুগ

২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

রংধনু প্রোফাইলের হুজুগের কারনে লাভ একটাই হইছে ............... এতো দিন জানতাম না ............... গতকাল থেকে জানতে শুরু করলাম......... পরিচিতদের ভিতরে কারা কারা ছুপা GAY LESBIAN কিংবা BYSEXUAL ............ গুষ্টি কিলাই রংধনু প্রোফাইলের


আমি কি করে সাপোর্ট করি বলেন তো, আগে আমেরিকায় ড্রাগস সেবন নিষিদ্ধ ছিল......... খোজ নিয়া দেখেন সেই আমলের কোন আমেরিকান ড্রাগস পাপী হয়তো এখনো জেলে পচে মরছে............ কিন্তু বর্তমানে সেই আমেরিকাই তাদের কোন কোন স্টেটে লিস্টেড ড্রাগস সেবন বৈধ করে দিয়েছে।

লিস্টেড ড্রাগস সেবন বৈধ করে দেয়ায়, তাদের দেশে কি ড্রাগস সেবনকারীদের সংখ্যা কমবে ? মোটেই না অবশ্যই বাড়বে। একই জিনিস
এই ব্যাপারেও হবে। এতো দিন তারা আড়ালে আবডালে এই কাজ করতো, এখন তারা বুক ফুলিয়ে প্রকাশ্যে এই কাজ করে বেড়াবে, এবং অন্যদের এই কাজ করতে উৎসাহী করবে। কি বলবেন তখন, বলার যে কিছুই থাকবে না...... কারন তারা যা বলছে কিংবা করছে তা এখন আইনত সিদ্ধ।

সমকামীদের বিয়ে আইনত সিদ্ধ করে দেয়ায় অনেকে ধর্মের যুক্তি দিয়ে এর বিপক্ষে যাচ্ছে ।

ধর্মের যুক্তি কিংবা পবিত্র কোরান শরিফে উল্লেখিত "আদ" সম্প্রদায়ের পরিনতির কথা বাদ দেন। বায়োলজিক্যালি চিন্তা করেন, আজ আপনি এটা সাপোর্ট করছেন (আদনান ভাই মনে কইরেন না আপনাকে বলছি, ধরে নেন আমি আম পাবলিক সবাইকে বলছি) ......... এর কারনে এক সময় পৃথিবীতে মানুষের আকাল পড়বে। অথবা আগামীতে আপনার ছেলে কিংবা মেয়ে যখন একজন সমলিঙ্গয় মানুষ এনে বলবে "আব্বা আম্মা এই যে আপনাদের বউ/জামাই"। তখন ক্যামন লাগবে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.