![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে, কোডিং করতে, ছবি আকতে, গিটার বাজাতে, মুভি দেখতে আর সময় পেলেই ব্যাট বল নিয়ে একটু আধটু ক্রিকেট খেলি ............... এই আর কি।
ফেসবুক থেকে সমস্ত ফেসবুকিও মাওলানাদের আনফ্রেন্ড করতেছি ............ আরে বাবা আমার ফ্রেন্ড লিস্টে মাত্র ১২০ জন মানুষ ......... এবং সবাইকে খুব ভালো করেই চিনি............... কে কত বড় ধার্মিক তাও ভালো করে জানি। সকালবেলা ফেসবুকের ওয়ালে চোখ বুলাতে গিয়ে মেজাজটাই খারাপ হয়ে যায় ............ কি সব ভুয়া ইসলামিক পোস্ট এরা শেয়ার করে............ যার বেশির ভাগের শেষে লেখা থাকে......... মুসলিম হলে অবশ্যই লাইক, কমেন্ট কিংবা শেয়ার করে অশেষ নেকি হাসিল করুন।
ও ভাই লাইক, কমেন্ট কিংবা শেয়ার না করলে কি ঠাডা পরবে ?
গুগল থেকে ইসলামিক একটা ফটো নিয়ে আপলোড দিবে (যদিও ফটোটা সত্যি কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারন তারা যেভাবে দুনিয়ার বিভিন্ন জায়গায় যেমন আকাশের মেঘ, মাছের গায়ে আল্লাহ লেখা দেখে থাকে কিন্তু একবারো ভাবে না এইটা ফটোশপের কারসাজি) এবং বলবে শেয়ার করেন ।
এখন কথা হইলো তারা ইসলামিক ফটো আপলোড দিয়ে যে সওয়াব পান (আদৌ পান কিনা সন্দেহ) তার চাইতে মনে হয় মিথ্যা বলার গুনাহ বেশী। আরে ভাই ইসলাম কি শুধু ফটোতেই সীমাবদ্ধ ?
ভাবলে হাসি পায় এরা সারা দিন আগানে বাগানে, মাঠে ময়ধানে সব সময় খালি অটো সওয়াব খুজতে থাকে, মহান সৃষ্টিকর্তা কি এতোই বোকা
এইটা দিয়া "ফুইছতে" পারলে মনে হয় অনেক ছওয়াব পাওয়া যাইবে।
ইসলাম এখন বদনায় গিয়ে ঠেকছে দেখছি।
এই বদনার উপর ঈমান না আনলে নিশ্চিত কাফের হয়ে যাবেন।
রেডিওমুন্না, রেডিওসঙ্গী টাইপ পেজগুলা না থাকলে ইসলাম সম্পর্কে দেখছি অজ্ঞই থেকে যেতে যেতাম।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭
শ্মশান বাসী বলেছেন: বদনা মুবারক হিন্দি চুল মুবারকে ঈমান আনুন।।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
মামু১৩ বলেছেন: মুসলীমদের নিয়ে আরও অনেক কাল খেলা যাবে, কারণ -- অজ্ঞ, অসচেতন, বোধহীন মানুবগোষ্ঠীর নাম মুসলীম।