নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম দিয়ে কি হবে ?

আহারে মামুন

ভালো লাগে সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে, কোডিং করতে, ছবি আকতে, গিটার বাজাতে, মুভি দেখতে আর সময় পেলেই ব্যাট বল নিয়ে একটু আধটু ক্রিকেট খেলি ............... এই আর কি।

আহারে মামুন › বিস্তারিত পোস্টঃ

তনুর শরীরে "ওইটা মানে ওইটা" খুজলে নিশ্চয়ই পাওয়া যাইবে

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩

তনুর শরীরে "ওইটা মানে ওইটা" খুজলে নিশ্চয়ই পাওয়া যাইবে ...... অপরাধী নিশ্চয়ই বেলুন নিয়া আসে নাই যে, বেলুনে ভরে তার ডিএনএ প্রমাণ নিয়ে যাবে ...... হয় ভিকটিমের জামা কাপড়ে তার চিনহ পাওয়া যাইবে কিংবা ক্রাইম সিনের আশেপাশে ভালো করে খুজে দেখলে "ওইটা মানে ওইটা" পাওয়া যাবেই যাবে।

# যদি "ওইটা মানে ওইটা" পাওয়া যায় তাহলে ওই ক্যান্টনমেন্টের সবার ডিএনএ টেস্ট করে মিলিয়ে দেখলেই প্রকৃত অপরাধী খুজে পাওয়া কোন কঠিন ব্যাপার না।

# এমন কেস গুলোতে ধর্ষিতের নখের ভিতরে ধর্ষণ কারীর চামড়া কিংবা মাংস থাকার সম্ভবনা ১০০% নিশ্চিত। কেননা ঘটনা ঘটার সময়ে নিশ্চয়ই দুই পক্ষের ভিতরে ধস্তাধস্তি হয়েছে। আর আমারা সবাই জানি মেয়েদের হাতিয়ার একটাই আর তা হল তাদের হাতের নখ। এইটা আমি নেট ঘটাঘাটি করে জেনেছি।

# কাহানী ঘটছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে, ওরা দেশের সেরা মাস্তান, ওদের সাথে মাস্তানি করতে যাবে এমন সাধ্য কার আছে ? সুতরাং চিল্লাপাল্লা করে কোন লাভ নাই। ঘরের ছেলে ঘরে ফিরে যাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৪

নতুন বলেছেন: তনুকে হত্যার আগে ধষ`ন করা হয়েছে সেটা কিন্তু প্রমানিত না....

যেই ভাবে এবং বাড়ীর কাছে ঘটনা ঘটেছে সেখানে মনে হয়না ধষ`ন করেছে।

এটা তার পরিচিত কেউই আক্রোস থেকে ঘটিয়েছে।

আমি এখনো কোথাও দেখিনাই যে ডাক্তারেরা ময়নাতদন্দে বলেছে তাকে ধষ`ন করা হয়েছিলো।

২| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.