নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ কেউ আছে যারা নিজের ঢোল নিজে বাজায় না। আবার কেউ কেউ অপরের কাছে ঢোল বাজানোর দায়িত্ব দেয়। সেখানে কিন্তু ঢোল ফেটেই যায়।

তারুণ্যের শক্তিতে জাগুক এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল

ঠোঁটকাটা০০০৭

নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি

ঠোঁটকাটা০০০৭ › বিস্তারিত পোস্টঃ

সাপ, বিশ্বাস আর অভিশাপ

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

বিরোধী দলের নেত্রী বলেছেন- সাপকেও বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে নয়।

প্রধানমন্ত্রী বলেছেন- সাপ নিয়ে খেলবেন না-- ওঝা মরে সাপের কামড়েই।

কথা আর পিঠে আরেক কথা এ নিয়ে জাতীয় বিতর্ক ভালই হচ্ছে। রাজনীতিকদের ভাষন কি কেবল বিতর্ক প্রতিযোগিতা? যুক্তির বিপরীতে যুক্তি? তর্কের জন্য তর্ক? আর এই তর্ক বিতর্কে কি কারো ভোট বাড়ে না অপরকে কাবু করা যায়। আমাদের দেশে কূট তর্কের সৈনিক অনেকে আছেন। ঝামটা মারা কথা কিভাবে বলা যায় সে ট্রেনিং সবারই আছে। শুধু এই সব ফাউল প্যাচালের কোনো দরকার আছে। কে কি করতে পারে সেটা করে দেখালেই হয়। বিএনপি বলুক তারা যুদ্ধাপরাধের স্বচ্ছ বিচার করবে- এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো তা আটকে রাখবে না। তারা বলুক ক্ষমতায় গেলে পদ্মা সেতু বানানোর যে প্রতিশ্রুতি দিয়েছে তেমনি ভাবে গ্যাস তেলের দাম বাড়াবে না। তাহলেই তো ল্যাঠা চুকে যায়।

আর আওয়ামী লীগ বলুক আগামী মেয়াদে তারা কি করবে এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যেগুলো করার কথা ছিল তা কেন করতে পারে নাই। এর দায় দায়িত্ব স্বীকার করুক এবং জনগণকে বলুক-- তাদের প্রতিম্রুতির কথা। তখন দেখা যাবে জনগণ কি করে? (অবশ্য জনগণের উপর আস্থা রাখাও খুব কষ্ট)।



আমার কথা:::

সাপ নিয়ে টানাটানি করবেন না

সাপের কামড়ে কেবল ওঝাই মরে না- আরো কেউ মরে---

আসুন নিজেদের বাঁচাই

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

রেজা সিদ্দিক বলেছেন: সাপ নিয়ে টানাটানি করবেন না
সাপের কামড়ে কেবল ওঝাই মরে না- আরো কেউ মরে---
আসুন নিজেদের বাঁচাই

সহমত

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

মোঃ রুমায়ুন সাদেক (সজীব) বলেছেন: আসলে দুই দলের মন্তব্য তাদের রাজনীতি নিয়ে, কিন্তু দেশ নিয়ে না। তারা দেশের মানুশের কথা চিন্তা করে না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সহমত । তাই নিজেদের কথা নিজেদেরই ভাবতে হয়।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

এক্সপেরিয়া বলেছেন: আপনার প্রতিটি লিখাই স্টিকি করা হয় (নিজের লিখা নিজে স্টিকি করেন আর কি)

আপনার লিখা তো তেমন কেউ পড়ে না।

কারণটা কি?


প্রচলিত রাজনীতি নিয়ে কারো তেমন মাথা ব্যাথা নাই?

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কে বললো স্টিকি হয়? আমার তো ভাই সে সৌভাগ্য হয় নাই যে নিজের লেখা নিজে স্টিকি করবো। কেউ কেউ হয়তো পছন্দকরে তাই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.