![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
অর্থমন্ত্রী বাম দলগুলোর হরতাল আহবানের সমালোচনা করে বলেছেন -- তারা হরতাল করতে পারে কারণ তারা তো জানে না সরকার কিভাবে চালাতে হয়। আবার কয়েকদিন আগে বিএনপির হরতাল আহবান প্রসঙ্গে বললেন-- তারা উন্মাদ।
অর্থমন্ত্রীর কথা পরিবর্তন হয়ে গেছে-। আগে কথায় কথায় বলতেন রাবিশ এখন বলছেন উন্মাদ। আর সরকার কিভাবে চালাতে হয় তা মনে হয় তারা খুব ভালো বোঝেন!! এই জন্যই তো আন্তর্জাতিক বাজারে দাম না বাড়লেও তেলের দাম বাড়ালেন--। হিসেব অনুযায়ী সরকার এখন তেল থেকে মুনাফা করছেন। তারা ভাল সরকার চালাচ্ছেন বলে তো -- শেয়ার বাজার লাফালাফি করছে আর নিজেই বলছেন এটা একটা পাগলা ঘোড়া।
সরকার চালাচ্ছেন বলেই তো হলমার্কের কেলেঙ্কারিতে বলে ফেলেন- ওটা তেমন কিছু না। পদ্সা সেতুর কেলেঙ্কারীর কথা নাই বা বললাম।
আরেকটি কথা খুবই আপত্তিকর-- । ওনারা সরকার চালান- তাই হরতাল ডাকার অধিকার কেবল ওনাদেরই আছে। বিএনপি বা আওয়ামী লীগ হরতাল করবে। আর কেউ হরতাল করতে পারবেন না।
বাম দলগুলোর ভোট কম-- অতএব তারা হরতাল করবেন কেন?
হরতাল সমর্থনযোগ্য নয়। এত জনদুর্ভোগ বাড়ে। কিন্তু সরকার যখন নিজে ব্যবসায়ী হয়ে যায়, নিজের লোকদের সিস্টেম চুরির দায় গ্রাহকের উপর চাপায়, আর্ন্জাতিক বাজারে দাম না বাড়লেও মুনাফার জন্য তেলের দাম বাড়ায়, তখন সেই সরকারের নীতির প্রতিবাদ তো কতেই হবে। এবং এটা জনস্বার্থেরই বিষয়।
তাছাড়া সব শেষ কথা-- সরকার কে চালায়? সরকার তো চালায় আমলারা, বিশ্বব্যাংক আইএমএফ আর মজিনার পরামর্শে। সরকার কি আওয়ামী লীগ চালায়? না ব্যবসায়ীরা চালায়? ১১১ গার্মেন্টস কর্মী পুড়ে ছাই হয়ে গেল মালিক কি গ্রেফতার হলো???
সরকার চালানোর ক্ষেত্রে বড়াই না করাই ভালো। বিএনপি আওয়ামী লীগ সরকার চালায় না, সরকার চালায় সিস্টেম। এতে আপনাদের কোনো কৃতিত্ব নেই। যতটুকু কৃতিত্ব অভাগা সানুষের। অর্থমন্ত্রীর কথার জবাবে খালি এটুকু বলা যায়-- একদম রাবিশ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এটা কি আমার কৃতিত্ব? এটা তো মডুদের কাজ। আমিও অবাক!!!
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
টুটুল২০০৮ বলেছেন: সহমত
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
মরু বালক বলেছেন: .
.
.
.
পোষ্ট ৩ মিনিটের মধ্যে নির্বাচিত পাতায় :প :প :প
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এটা কি আমার কৃতিত্ব? এটা তো মডুদের কাজ। আমিও অবাক!!!
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
রাসেল মেটামোরফোজ বলেছেন: উনার বয়স এখন ৮২ বছর। এই বয়সে মানুষ অনেক কিছুই বলে। আমরা উনার কথায় কিছু মনে করিনা।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তারপরও তো উনি অর্থমন্ত্রী। মনে না করার উপায় আছে?
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
স্পেলবাইন্ডার বলেছেন: বাম বলে কথা!
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বামেরা কি এখন বাম আছে?
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
বাংলার হাসান বলেছেন: তোমোদাচি বলেছেন: পোষ্ট ৩ মিনিটের মধ্যে নির্বাচিত পাতায় B:-) B:-) B:-)
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: পোস্টটা নিয়ে কথা কইলেন না কয় মিনিটে কই গেল সেটাই প্রধান বিষয়?
আরএইডাতে মনে হয় কষ্ট পাইলেন?
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫
তোমোদাচি বলেছেন: না, এখানে আপনাকে কোন দোষ দেওয়া হয় নি, কিন্তু আজ সারাদিনে মাত্র ৫ টি পোষ্ট (এটা সহ) এসেছে আপনার আগের পোষ্ট টি এসেছে ৭ ঘন্টা আগে।
অথচ আপনার পোষ্ট টা আশার সাথে সাথে ০ কমেন্ট, ৩ বার পঠিত হতে হতেই ৩/৪ মিনিটের মধ্যে নির্বাচিত পাতায় চলে এসেছে।
এতে আপনার উপর সবার সন্দেহ হওয়া স্বাভাবিক!
তাই নির্বাচিত পাতা বন্ধের দাবী জানাচ্ছি; এই পাতা এখন ব্লগারদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে!!
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মডুরা হয়তো ঘুমাইতেছিল। দেখেন না আরো কয়ডাতো এর মধ্যেই নির্বাচিত হয়ে গেছে।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
সবুজ মহান বলেছেন: আপ্নের সব পোস্টই দেখি নির্বাচিত পাতায় যায় । রহস্যটা কি ?
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এটা কি আমার কৃতিত্ব? এটা তো মডুদের কাজ। আমিও অবাক! শার্লক হোমসকে খবর দিন।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
ফারজানা শিরিন বলেছেন: রাসেল মেটামোরফোজ বলেছেন: উনার বয়স এখন ৮২ বছর। এই বয়সে মানুষ অনেক কিছুই বলে। আমরা উনার কথায় কিছু মনে করিনা।
পরদাদার আমলের লোক ক্ষেমা দেন তাকে ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তা ঠিক, ক্ষমা মহত্বের লক্ষণ।
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
সিলেটি জামান বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কিছু বললেন না???
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
রিওমারে বলেছেন: আমি কি খারাপ কিছু বলেছিলাম রামছাগল টাকে।। মুছে দিলেন যে।।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কে কি মুছলো ভাই???
১২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
হোরাস বলেছেন: অর্থমন্ত্রীর বক্তব্য নিয়ে নতুন করে বলার কিছু আছে বলে মনে হয়না, সে ইতোমধ্যেই নিজেকে তার কথার মাধ্যমে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিদ্যুত আর তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জনগনেরই প্রতিরোধের উদ্যোগ নেয়া প্রয়োজন।
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কিছু আবার না বললেও হয় না।
১৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৯
*কুনোব্যাঙ* বলেছেন: বিএনপি আওয়ামী লীগ সরকার চালায় না, সরকার চালায় সিস্টেম।
ঠিক কথা
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
১৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯
পূরান পাগল বলেছেন: উনি একটা আজব প্রাণী ।
১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: লা জবাব
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
তোমোদাচি বলেছেন: পোষ্ট ৩ মিনিটের মধ্যে নির্বাচিত পাতায়