![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
জ্বালানী তেলের দাম বাড়িয়ে সরকারের আয় হবে ২০০ কোটি টাকা। শিক্ষকদের এমপিওভূক্তি করতে সরকারের লাগবে ১২০০ কোটি টাকা। এমপিদের জন্য বিলাসবহুল গাড়ী আমদানীর জন্য ট্যাক্স মওকুফ ৫৫০ কোটি টাকা। রাশিয়া থেকে অস্ত্র কেনা হবে ৮০০০ কোটি টাকার। ভাইরে অংক তো মেলে না।
পাটিগণিতের সরল অংক যেমন অত সহজ নয় তেমনি উপরের অংকগুলোও সহজ মনে হয় না।
বাংলাদেশের সেনাবাহিনী যুদ্ধ করে না। তারা শান্তি রক্ষা করে। দেশে ও বিদেশে। বিদেশে শান্তি রক্ষার জন্য জন্য ট্যাংক বিধ্বংশী যদি কিছু লাগে তাহলে জাতিসংঘই দেবে। আমাদের কিনতে হবে কেন? এক মিগের ধাক্কা যেতে না যেতেই আবার মিগ কেনার চেষ্টা। সাগরের জলদস্যুদের পাহাড়া দেওয়ার জন্য জাহাজ টাহাজ হলেও একটা কথা ছিল।
ওনারা মহাজ্ঞানী মহাজন সব অংশ ওনারাই জানেন। আমরা ভাই এই অংক মেলাতেই পারছি না। কেউ কি পারেন-- একটু মিলায়া দেন।
১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ;
২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
তারান্নুম বলেছেন: পাটিগণিতের সরল অংক যেমন অত সহজ নয় তেমনি উপরের অংকগুলোও সহজ মনে হয় না।
১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমিও তাই বলি।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
সবুজ মহান বলেছেন: বরাবরের মত এই পোস্টটিও নির্বাচিত । আপ্নেতো সব রেকর্ড ভাইঙ্গা ফালাইতাছেন । সামুর সবচেয়ে বেশী মনে হয় আপ্নের পোস্টই নির্বাচিত পাতায় ।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
বরফ গলা পািন বলেছেন: নন্দনপুরী বলেছেন:
আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে দরকার নাই.........
তয়
পরমানবিক বোমার ব্যাবস্হা করতে পারলে বেশী খুসি হইতাম।
জব্বর হইছে ++++
১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আজকাল আদাও আমদানী করা লাগে। জাহাজের খবর না নিয়া উপায় নাই। ধন্যবাদ।
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
ঢাকাবাসী বলেছেন: আট হাজার কোটি টাকার ২০% কত হয়?
১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: একটা সূত্র মনে হয় পাওয়া গেল।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
মুক্ত িবশ্বাস বলেছেন: যুক্তির নিরিখে অনেক জটিল ো কঠিন হিসাব সহজে মেলানো যায় আবার অনেক সহজ হিসাব ো জটিল আকার ধারণ করে। ২০০, ৫৫০, ১২০০ = ৮০০০,০০,০০,০০০/- এর যোগ অঙ্ক মিলাতে গেলে তো মিলবে না। এত হিসাব করলে সংসদটাই বন্ধ করে দেয়া দরকার। উন্নয়নমূলক সকল কার্যক্রম বন্ধ করে দেয়া দরকার। মন্ত্রী-এমপিদের গালিগালাজ চর্চায় সংসদে যে টাকার সদ্ব্যবহার হয়, অবকাঠামো উন্নয়ন সহ সকল সরকারী প্রজেক্টে যত টাকার ন্যায্য বন্ঠন হয় সরকারী দলের লোকদের মাঝে তার হিসাব জ্যামিতির পিথাগোরাসের সূত্রের চেয়ে ো জটিল ো কঠিন বলে মনে হয়। প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমার মামা সরকার দলীয় এমপি। আল্লাহ্ চাইলে অস্ত্র কেনার আট হাজার কোটি টাকায় মামার হিস্যা থাকলে ো থাকতে পারে। সামনে নির্বাচন। অনেক টাকার দরকার। আ ো য়ামী লীগ পুনর্বার ক্ষমতায় না আসলে ভিশন ২০২১, যুদ্ধাপরাধীদের বিচারসহ দেশের সার্বিক উন্নয়ন সব কিছু থমকে দাড়াবে।কেননা দেশের উন্নতি অগ্রগতিতে আ ো য়ামী লীগের বিকল্প কিছু আছে?
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: অংকটা কম বুঝি তো তাই। তবে আপনার হিসাবটা ভালো।।
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
সিডির দোকান বলেছেন: ভালা অইছে রে...
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
পুলক ঢালী বলেছেন: আমি এক জায়গায় লিখেছিলাম গরীবের ঘোড়া রোগ নিয়ে । ঘোড়া রোগ হলে হিসেব মিলবে । রাস্তাঘাট ঠিক নেই মানুষের চাকরী নেই গরীব মানুষ বর্ষায় ভিজে আর শৈত্যপ্রবাহে মরে । এই অস্ত্র কার বিরুদ্ধে ব্যবহার হবে মানে কার সাথে যুদ্ধ করবো আমরা ? এটা ঋণ আজ হোক ১০০ বৎসর পরে হোক শোধ করতে হবেই । আমরা কেন তাদের অস্ত্র কারখানা চালু রাখার জন্য বাকীতে অস্ত্র কিনবো নিশ্চয়ই আমরা ঘোড়া রোগে আক্রান্ত ।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: খারাপ বলেন নাই
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২
হাছুইন্যা বলেছেন: ক্ষমতার মেয়াদ শেষের দিকে। এখন কিছু বড় অংকের দাও মারতে হবে সুতরাং আপনার-আমার হিসাব না মিলুক সরকারের হিসেব মিল্লেই হবে।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: অংকটা কম বুঝি তো তাই। তবে আপনার হিসাবটা ভালো।।
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: বড় বড় বানরের বড় বড় লেজ থাকে! বড় বড় ব্যয়ের কামাইও অনেক বড় বড়। শিক্ষা খাতে খরচ কইরা এত নগদ নারায়ন লাভ হয়না।
আর অস্ত্র ব্যবসা বিশ্বের সবথেকে বড় আর নোংরা ব্যবসা, এর লাভের হিসেব নিকেশও বহুমাত্রিক আর জটিল।
পোস্টে অসংখ্য প্লাস ++++++
ভালো থাকবেন।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
মিত্রাক্ষর বলেছেন: নেক্সট টাইম ভোটের সময় হিসাব এক্কেরে মিলায় দিমু নে।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
খুব সাধারন একজন বলেছেন: baroloker birat karbar searbajar o kresaker janno kicu vekkha diben ki?
১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪
খুব সাধারন একজন বলেছেন: allah ke vhay karun maroner katha saron karun onek lov samlate parben maroner pare manuser riday thakben bahu din sarkar paltaly saen bod bange riday bangena kono din
১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭
একুশে২১ বলেছেন: এই টুকু হিসাব যদি মিলাতে না পারেন তাইলে হবে কি করে বলেন? আরে সামনে নির্বাচন আসতেছে তার জন্য ফান্ড লাগবেনা? আর ওরা যা করেছে তাতে এইবার জিততে হলে ৮০০০ কোটিও কুল দিবেনা।
(নেহায়েতি আমার ব্যক্তিগত মতামত)
১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০১
আশিক মাসুম বলেছেন: ভাই ওরা আমাদের চোখে ধুলা দিয়া গেল আর আমরা ওগরে ভোট দিয়া গেলাম, কোন হিসাবই জিবনে মিলেনাই আর এইটা মিলবো কইত্ত???
১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪
তানভির হাসান বলেছেন: এই সরকার বুর্জোয়াদের ও বিদেশী কিছু বহুজাতিক কম্পানীর স্বার্থ রক্ষা করে চলছে। সাধারণ মানুষ শুধুই তাঁদের প্রজা
১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
মুক্তবন্দী বলেছেন: কিছুই দেখি বুঝেন না, নিরাপত্তা বলে একটা বিষয় আছে না, আরে না না দেশের না নিজের।যদি কুইক রেন্টাল এর মতো কুইক কিছু সরিয়ে জিবনটা আরেকটু .............বুঝেন না কেন ভাই, সময়তো প্রায় শেষ।
১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
মাহমুদুর রাহমান বলেছেন: দেশের নিরাপত্তার জন্য আধুনিক অস্ত্র দরকার, কিন্তু ডান বাম হিসেব করে তা করতে হবে।
মিত্রাক্ষর বলেছেন: নেক্সট টাইম ভোটের সময় হিসাব এক্কেরে মিলায় দিমু নে। এই উত্তরে মজা পাইছি।
আশা করি মিগ এর মত আর কেলেঙ্কারি জাতীয় কিছু নেতিবাচক ইস্যু না ওঠে তাতেই জাতির মঙ্গল কারন এই রকম বিগ বাজেট এ ১% কমিশন মানেই জাতির অনেক লস।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
নন্দনপুরী বলেছেন:
আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে দরকার নাই.........
তয়
পরমানবিক বোমার ব্যাবস্হা করতে পারলে বেশী খুসি হইতাম।