![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
বাংলাদেশে ধর্ষণ বেড়ে যাচ্ছে। গ্রামে গঞ্জে, শহরে জনপদে হঠাৎ করেই যেন রেপের প্রভাব বেড়েছে। কিংবা এমনো হতে পারে আগে রেপ এর সংবাদ মানুষ লুকিয়ে রাখতো এখন তা বেশি করে প্রকাশ হচ্ছে। নারী শিশু ধর্ষণ একটি গুরুতর অপরাধ। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হওয়ার পরও এই অপরাধ কমছে না। অনেকে বলেন শরীয়তী ব্যবস্থা চালু করলে এটা কমবে। কিন্তু প্রমাণের অভাবে সেটা করেও লাভ হয় না। পাকিস্তানে ধর্ষকের শাস্তি হয় ঠিকই কিন্তু ধর্ষিতাকেও কম হেনস্থা করা হয় না। তাদের সামাজিক মর্যাদা ভুলুণ্ঠিত করতে সচেষ্ট থাকে সবাই।
মধ্যপ্রাচ্যে বা ইরান সৌদীতে ধর্ষনের জন্য শিরচ্ছেদ এর বিধান আছে। বছরে দু চারটা শিরচ্ছেদের ঘটনাও ঘটে কিন্তু সেখানেও ধর্ষণ আছে। ধর্ষন আছে বলেই তো শিরচ্ছেদ হয়।
মানুষের মনোজগতকে উন্নত করতে না পারলে এটা বন্ধ হবে না। উগ্র গোষ্ঠী ধর্মান্ধতাতর জন্য প্রগতিশীলতাকে দায়ী করেন। কিন্তু এটা ভেবে দেখেন না মাদ্রাসার শিক্ষকরাও এ কাজে নেহায়েত অপটু নয়। ধর্মীয় বিধান যাদের প্রতিষ্ঠিত করার কথা সেই মাদ্রাসা শিক্ষকেদের কেউ কেউ একাজে জড়িত। আবার প্রগতিশীল ব্যক্তিরাও কম যান না।
মনোজগত উন্নত না হলে ধর্ষণ কমবে না। সেটা ধর্ম, শিক্ষা, এবং পারিবারিক আচার অনুশীলনের মধ্য দিয়েই অর্জন করতে হবে।
তবে ধর্ষণ কি কেবল নারী বা শিশুরাই হচ্ছে?
ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে স্বাধীনতা যুদ্ধে নারীদের মালে গণিমত হিসেবে ফতোয়া দিয়েছে। স্বাধীনতার পর একদল স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করে স্বাধীনতাকে ধর্ষণ করেছে। রাজনীতিকরা ধর্ষণ করছে দেশকে। ব্যবসায়ীরা ধর্ষণ করছে দেশের অর্থনীতিকে। শিক্ষক রেপ করছে শিক্ষা ব্যবস্থাকে। ক্ষমতাবানরা প্রতিদিন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে ধর্ষিতা বানিয়েছে।
এর বিচার কে করবে?
আমরা সকল ধর্ষণের বিচার চাই। দেশকে, দেশের মানুষকে, মুকিতযুদ্ধকে, ধর্মকে এবং ব্যক্তি পর্যায় নারী শিশুকে যারা ধর্ষণ করছে তাদের সবার বিচার চাই।
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ এবং তা সব ধরণের ধর্ষণ।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
বাঙাল শিক্ষক বলেছেন: Click This Link
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: দেখলাম
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মুশাসি বলেছেন: সরকারের বিস্ময়কর নীরবতায় নিজেদের অসহায় লাগছে
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনার সাথে একমত।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
সোহানী বলেছেন: মুশাসি বলেছেন: সরকারের বিস্ময়কর নীরবতায় নিজেদের অসহায় লাগছে .........হা ঠিক তাই.
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমিও একমত
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
গিটার বলেছেন: পরিমলদের বিচার হয় না দেখে আরো পরিমল জন্ম নেয় ...
২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধর্ষক যারা তারা পরিমল বা জাফর যে কেউ হতে পারে। ধর্মকে যারা ধর্ষণ করছে তাদের কথা বললেন না। দেশকে যারা ধর্ষণ করেছে তাদের কথা বললেন না? স্বাধীনতা যুদ্ধে যারা ধর্ষণ করেছে তাদের কথা বললেন?
আমরা তো সব ধর্ষণকারীর বিচার চাই।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
ফার্ুক পারভেজ বলেছেন: একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহই জানেন কোন পথে গেলে তার সর্বশেষ্ট সৃষ্টির (আমাদের )কল্যাণ এবং শান্তি রয়েছে এবং সেই পথ তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন।
কিন্ত আমরা দুনিয়ার মোহে পড়ে সেই পথ বর্জন করেছি। এবং শান্তির পথ ছেড়ে দিয়ে শান্তি-শান্তি, মানবতা-মানবতা করে চেচাচ্ছি....
কিন্তু লাভ নেই
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমীন
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
অনিমেষ রহমান বলেছেন: ধর্ষন বন্ধ হোক-আজ এবং এক্ষুনি।