![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
কথায় কথায় ধর্ম টেনে আনা, আস্তিক নাস্তিক বিতর্ক টেনে আনা দুর্বল বিশ্বাসের লক্ষণ। নাসার বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে বুধ একটি গ্রহ নয়। তাতে কি বুধের কিছু আসলো না গেলো?
অমুকে পান খায়, অমুকে সিগারেট খায় অতএব সে পাগল এমন কথা বলা অর্থহীন। বিজ্ঞানের সুত্র অনুযায়ী কোরিলেশন নেগেটিভ বা পজেটিভ হতে পারে। অধিকাংশ ক্ষেতেই সমালোচকরা পজেটিভ নিগেটিভ গুলিয়ে ফেলেন। এ জন্যেই প্রাচীন কালে প্রবাদ সৃষ্টি হয়েছিল-- ধান ভানতে শিবের গীত গাওয়ার কোনো প্রয়োজন নেই।
আন্দোলন হচ্ছে শাহবাগে, সুদ্দাপরাধীদের বিচার নিয়ে। সেখানে অপ্রাসঙ্গিক বিষয় টেনে এনে সমালোচকরা কী বুঝাতে চান? সমালোচনা বাদ দিয়ে বলুন-- কে কে এই যুদ্ধাপরাধীদের বিচার চান না? সাহস থাকলে তাদের পক্ষে প্রমাণ নিয়ে আসুন আর বলুন তারা অপরাধী নয়। বলুন -- জামাত যুদ্ধাপরাধ করে নাই। অনেক টাকার তহবিল আছে। প্রকাশ্যে বললে ভালো সস্মানীও পেতে পারেন। আর অমুকের গলা ভাঙ্গা তাই তার কথার দাম নেই-- এসব ফালতু প্যাচাল ছাড়ুন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
চোখের দেখা বলেছেন: ভাই আপনার কথা খুব ভাল তবে সারা দেশে কি এই ৪ জন যুদ্ধাপরাধ করেছ আর কেউ কি ছিলনা ।
# পুতুলের শ্বশুর বাড়ির কথা বলেন না কেন ।
# মখা আলমগির আর কথা বলেন না কেন ।
#২০০৬ সালের সাবেক ধর্ম প্রতি মন্ত্রি নুরুল ইসলামের কথা বলেন না কেন ।
এদের কথাও আমরা তুলে ধরি শাহাবাগে ।
এদের কেউ বলল না কেন ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: খুব ভাল কথা।
আমি আপনার সাথে খুবই একমত।
কিন্তু তার আগে বলেন এই কয়জন যুদ্ধাপরাধ করেছিল এটা সত্য কিনা? যদি সত্য হয়েই থাকে তাহলে যেগুলো ধরা পড়ছে সেগুলোর টা শেষ করি। আর নতুন যাদের কথা বললেন তাদের জন্য প্রমাণ সংগ্রহ করি। সরকার না করলেও আমরা তো আছি। আসেন না শুরু করি। অন্যের উপর নির্ভর না করে নিজেরটা করলেই বেশি ভাল।
সকালের নাস্তার সাথে সাথে রাতের খাবারের কথা ভাবতে হবে তবে রাতের খাবারটা নাস্তা বাদ দিয়ে করা যাবে না। না কি বলেন?
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
ফারজানা শিরিন বলেছেন: আর অমুকের গলা ভাঙ্গা তাই তার কথার দাম নেই-- এসব ফালতু প্যাচাল ছাড়ুন।
হাছা কথা । কিন্তু আসলেই আমার গলা ব্যাথা ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১
বাংলার হাসান বলেছেন: খুব ভাল +++++++