![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
একদল বলছে মহানবী(দ) এবং ইসলাম ধর্ম নিয়ে কোনো কোনো ব্লগার আপত্তিকর মন্তব্য করছে আর তারাই আবার ঐ মন্তব্যগুলো ব্যাপকভাবে প্রচার করছে ব্লগারদের শায়েস্তা করার জন্য। ব্লগারদের কেউ যদি কুরূচিপূর্ণ কাজ করে থাকে থাকে তাহলে তা অবশ্যই নিন্দার বিষয়। কিন্তু যারা সেই মন্তব্যকে আরো বেশি বেশি করে প্রচার করছে তারা কি ইসলামের বা মহানবী(দ) এর পক্ষে কাজ করছে?
কোনো ধর্ম নিয়ে অপপ্রচার নিঃশ্চয়ই মানসিক বিকৃতি। কিন্তু এর বিপরীতে যা করা হচ্ছে তা আরো বেশি বিকৃতিকে বহন করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো ফেইক আইডি খুলতে পারেন যে কেউ। ধর্ম নিয়ে অপপ্রচার এই সব ফেইক আইডি থেকে হচ্ছে না তার গ্যারান্টি কি? আর যদি কারো পরিচয় সম্পর্কে নিশ্চিত প্রমাণ থাকে তাহলে তো আদালতে মামলা করা যায়। কেই স করা যায়। যারা আবার অতি ধার্মিক সাজছেন তাদেরও তো আইডি গুলো সঠিক কিনা সেটা দরকার। ধর্মের পক্ষে কথা বলতে এতো ভয় করার দরকার কি?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
নিয়েল ( হিমু ) বলেছেন: কিন্তু যারা সেই মন্তব্যকে আরো বেশি বেশি করে প্রচার করছে তারা কি ইসলামের বা মহানবী(দ) এর পক্ষে কাজ করছে? দিস ইজ দা পয়েন্ট ।
সুন্দর পোষ্ট ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
বোকামন বলেছেন: তাজা কথা বলেছেন