নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ কেউ আছে যারা নিজের ঢোল নিজে বাজায় না। আবার কেউ কেউ অপরের কাছে ঢোল বাজানোর দায়িত্ব দেয়। সেখানে কিন্তু ঢোল ফেটেই যায়।

তারুণ্যের শক্তিতে জাগুক এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল

ঠোঁটকাটা০০০৭

নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি

ঠোঁটকাটা০০০৭ › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণ মঞ্চ বন্ধ করবে আওয়ামী লীগঃ তারপর-------------------???

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৩

আওয়ামী লীগ যদি গণজাগরণ মঞ্চ বন্ধ করে দেয় তাহলে বিএনপি কি আওয়ামী লীগকে সমর্থন দেবে?

আর গণ জাগরণ মঞ্চ যদি আওয়ামী লীগের কথা অবজ্ঞা করে তবে বিরোধী দল কি এটা স্বীকার করবে যে এই গণজাগরণ মঞ্চ সরকারের খেলা নয়?

যুক্তি সব দিকেই আছে।

আসলে গণজাগরণ মঞ্চ কখনোই প্রো এস্টাবলিসমেন্ট হতে পারে না। সরকার এটা বুঝতে পেরেছে। সরকার চেয়েছিল গনজাগরণ মঞ্চের সাথে তাল দিয়ে বিষয়টা নিজের পক্ষে আনতে। আনেতে পারে নাই তাও নয়। আর বিএনপি প্রথম থেকেই এর বিপক্ষে কারণ গণজাগরণের একটি দাবিও তাদের দাবির সাথে মেলে না।

গণজাগরণ মঞ্চ হয়তো বন্ধ করা যাবে। কিন্তু মানুষের রক্তের শিরায় শিরায় যে জাগরণ তার কি হবে? এখান থেকে সরকার বা বিরোধী কেউই রক্ষা পাবে না।

গনজাগরণ মঞ্চের পক্ষে কে?

সাধারণ জনগণ।

সরকার এখন আর এটা চায় না, কারণ এমন দাবি তারা করছে যে তা সরকারের পক্ষে মানা সম্ভব নয়।

বিরোধী দল চায় না- কারণ তাদের দাবির মধ্যে খালেদা- তারেকরে মামালা প্রতাহার বা তত্ত্ববধায়ক সরকারের দাবি নাই।

জামাত চায় না- কারণ ওরা তো তাদেরই বিরুদ্ধে।

ইসলামপন্থী দলগুলো চায় না-- কারণ ওরা নাকি নাস্তিক। (ব্লগ বিষয়টি কি এবং তা না পড়েই সবাইকে নাস্তিক বানিয়ে দিল)।

এরশাদ চায় না- কারণ সে যে কি চায় তা সে নিজেই জানে না।

তাহলে গণজাগরণ মঞ্চ কে চায়----- কিছু বামপন্থী? মুক্ত মনের মানুষ? সাধারণ জনগণ।

মঞ্চ থাকুক বা না থাকুক-- রক্ত শিরায় যে জাগরণ সেটা তো থেমে থাকবে না। আবারো জাগবে তা বাধ বাঙা প্লাবনের মতো।



মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: মঞ্চ থাকুক বা না থাকুক-- রক্ত শিরায় যে জাগরণ সেটা তো থেমে থাকবে না। আবারো জাগবে তা বাধ বাঙা প্লাবনের মতো।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৮

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৯

রামন বলেছেন:
আবার যদি গণজাগরণ মঞ্চ জেগে উঠে তবে বাঘের হুঙ্কারেই জেগে উঠবে তখন হয়ত নষ্টমতি জাশির পাপাত্মারা বঙ্গোপসাগর ছাড়া পালাবার আর কোনো পথ পাবে না।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৬

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ। আমিও তাই মনে করি।

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩০

আমিনুর রহমান বলেছেন: মঞ্চ থাকুক বা না থাকুক-- রক্ত শিরায় যে জাগরণ সেটা তো থেমে থাকবে না। আবারো জাগবে তা বাধ বাঙা প্লাবনের মতো।


ভাইডি আপনার ভাবনাগুলো কিন্তু জটিল; কিন্তু আরো বিস্তারিত কিছু লিখেন।


অফটপিকঃ ভাইজান কি নির্বাচক !

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যা মনে হলো তাই তো লিখলাম। আর আমি যতটা জানি যারা নির্বাচক তারা কিন্তদু নিজেদের লেখা নির্বাচন করতে পারে না।
হ্যা ভাই, আমি নির্বাচক নই।

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: মঞ্চ থাকুক বা না থাকুক-- রক্ত শিরায় যে জাগরণ সেটা তো থেমে থাকবে না। আবারো জাগবে তা বাধ বাঙা প্লাবনের মতো।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মঞ্চ-ফঞ্ছ পরের কথা, বিরোধীতা চালু থাকবে!! বিরোধী দলের(যেই দলই হোক) স্বভাব এই দেশে এমনই যে এ বাঁয়ে কইলে সে ডাইনে।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৮

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনার সাথে সহমত

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪২

কয়েস সামী বলেছেন: সরকার চাইলেই মঞ্চ বন্ধ হবে কেন? এটা কি সরকারের কেনা জিনিস? মঞ্চ কোন অবস্থাতেই বন্ধ করা যাবে না। দাবী আদায় না করে ঘরে যাওয়া যাবে না।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সহমত

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৯

জাহিদ গাছবাড়ী বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: মঞ্চ থাকুক বা না থাকুক-- রক্ত শিরায় যে জাগরণ সেটা তো থেমে থাকবে না। আবারো জাগবে তা বাধ বাঙা প্লাবনের মতো।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

৮| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৭

সুমনদেশ বলেছেন: অর্থাৎ সরকারের ইচ্ছায় ও পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে আবার সরকারের ইচ্ছায়ই বন্ধ হবে। হয়তো আবার সরকারের ইশারায় আবার চালু হবে শাহবাগের মঞ্চ।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনি খুশী না দুঃখিত তা বোঝা গেল না।

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩১

দানবিক রাক্ষস বলেছেন: ৪০ বছর পর বাংলা আর একটি জাগরন দেখেছিল, নেক্সট জাগরন দেখার জন্য আর কত কাল অপেক্ষা করতে হবে?

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জোয়ার ভাটা নিয়মের ব্যাপার। তবে জোয়ার কি থামিয়ে রাখা যায়?

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪০

নট ডিফাইন বলেছেন: মঞ্চ থাকুক বা না থাকুক-- রক্ত শিরায় যে জাগরণ সেটা তো থেমে থাকবে না। আবারো জাগবে তা বাধ বাঙা প্লাবনের মতো।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৩

আমরা তোমাদের ভুলব না বলেছেন: কয়েস সামী বলেছেন: সরকার চাইলেই মঞ্চ বন্ধ হবে কেন? এটা কি সরকারের কেনা জিনিস? মঞ্চ কোন অবস্থাতেই বন্ধ করা যাবে না। দাবী আদায় না করে ঘরে যাওয়া যাবে না।

সরকার চাইছে , আন্দোলন চলছে,
এখন আন্দোলন চালায় দেখুক, সরকার বাদামের খোসা ও রাখবে না শাহবাগ এ,,,
/:) /:) /:) :( :( :((

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: দেখা যাক কি হয়।

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: শাহবাগের গণজাগরণ মঞ্চ আমাদের বুঝিয়েছে, শিখিয়েছে কি করতে হবে, ৬ ই এপ্রিল সারা দেশে ঘৃণ্য যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার দিবস ঘোষণা করার জন্য লংমার্চ এর ঘোষণা করা হোক, দেখা যাক, কত মানুষ হয়।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমরা আছি জনতার সাথে

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এটা যেন সরকারের কেনা জিনিশ! আর বিরোধী দলের কথা নাই বা বললাম!

কেউ আসলে জণগণের কথা চিন্তা করে না!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জনগণ জেগে উঠলে তো উভয়েরই বিপদ।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭

পিনিকবাজ বলেছেন: মঞ্চ থাকুক বা না থাকুক-- রক্ত শিরায় যে জাগরণ সেটা তো থেমে থাকবে না। আবারো জাগবে তা বাধ বাঙা প্লাবনের মতো।

জয় বাংলা

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

এসএমফারুক৮৮ বলেছেন: গণজাগরন মঞ্চের আলো কখনও নিভবে না, থাকবে আমাদের হৃদয়ে সারাক্ষন।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সে আলো ছড়িয়ে যাবে সবখানে

১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

ক্ষুধিত পাষাণ বলেছেন: কি সব্বোনেশে কথা শুনাইলেন-এখন পুলিশ প্রটেকশন, বিরিয়ানির প্যাকেট, মিনারেল ওয়াটার খাইবে কোথায়?

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কেন আপনি দিয়া আসবেন। আপনারে কে দেয়?

১৭| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

লুব্ধক০১ বলেছেন: মঞ্চ থাকুক বা না থাকুক-- রক্ত শিরায় যে জাগরণ সেটা তো থেমে থাকবে না। আবারো জাগবে তা বাধ বাঙা প্লাবনের মতো।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫০

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ;

১৮| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

সেলিম আনোয়ার বলেছেন: গনতন্ত্রে জনসাধারণ গুরুত্বপূর্ন।কতজন সেটা চায় সেটাও।মেজোরিটিকে শ্রদ্ধা জানানোই গলতন্ত্র ।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জনগণের সংজ্ঞা নিয়ে বিপদে আছি।

১৯| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

রুদ্র মানব বলেছেন: গণজাগরণ-মঞ্চ থাকুক না থাকুক ,
কিন্তু মানুষের মধ্যে জেগে উঠা চেতনা সব সময় থাকবে । সরকার , বিরোধীদল দুইটাই ভোটের রাজনীতি করে । জনগণের রাজনীতি করলে স্বাধীন বাংলায় রাজাকারের ফাসির দাবিতে আন্দোলন করতে হত না ।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সহমত

২০| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

মুদ্‌দাকির বলেছেন: কিসের ভিত্তিতে দাবি করেন যে গন জাগরন মঞ্চ সাধারন মানুষের দাবি??????? ????

নিরপেক্ষ ভাবে ঠান্ডা মাথায় চিন্তা করেন ????!!!!!

সব নাটকই শেষ হয়, তাই সব মঞ্চও গুটাতে হবে, এটাই সত্য!!!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: নিরপেক্ষ মানে কি? আপনার পক্ষে থাকা?
রাজাকার এর ফাসি চাওয়ার মতো নিরপেক্ষ আর কোনো জিনিস এই বাংলাদেশে নাই।

২১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

কয়েস সামী বলেছেন: এইটা কি পড়লাম? যে লিখছে সে যদি মিথ্যে বলে থাকে তবে আমাদের জাগরণ মঞ্চে তার বিচারের দাবী তোলা হোক।লিংক

আর যদি সত্যি হয় তবে আমাদের ধোকা দেয়ার জন্য আমরা ব্লগাররা বিচার করগ জাগরণ মঞ্চের।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জাগরণ মঞ্চ কি সেটা আওয়ামী লীগও বোঝে নাই, বিএনপিওও বোঝে নাই।
তার কারণ তারা নিজেরটাই বেশি বোঝে। অন্যদের টা নয়।

২২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

কাজী মামুনহোসেন বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: মঞ্চ থাকুক বা না থাকুক-- রক্ত শিরায় যে জাগরণ সেটা তো থেমে থাকবে না। আবারো জাগবে তা বাধ বাঙা প্লাবনের মতো।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

২৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

কয়েস সামী বলেছেন: আহেন না একটু বুঝাইয়া দেই? নাকি এট বুঝানোর সামর্থ্য আমাদের নাই?

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: চেষ্টা করতে তো দোষ নাই।

২৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

উপপাদ্য বলেছেন: যখন বিএনপি বলেছিলো এটা বন্ধ করতে হবে তখন বিএনপি ছিলো নব্য রাজাকার এখন আওয়ামী বলছে এটা বন্ধ করতে..।

আওয়ামীলীগ কিন্তু ঠিকই মুক্তিযোদ্ধা আছে....।

হায়রে শাহবাগীরা,,,,
মুক্তিযুদ্ধকেও অসম্মান করলি
ব্লগারদেরও লগে ডুবাইলি।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বিএনপি কি এখন এটা আবার চালু করে মুক্তিযোদ্ধা হবে? আওয়ামী লীগ তো নব্য রাজাকার হয়া গেছে। দুইজন তো একপথে হাটে না।
দোষটা শাহবাগীদের দেন কেন? নিজের চেহারা দর্শন করুন। অবশ্য তাতে-- কি যে দেখবেন তাতো জানিই।

২৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

মামুন রশিদ বলেছেন: পোস্টে+++++

০৩ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.