নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ কেউ আছে যারা নিজের ঢোল নিজে বাজায় না। আবার কেউ কেউ অপরের কাছে ঢোল বাজানোর দায়িত্ব দেয়। সেখানে কিন্তু ঢোল ফেটেই যায়।

তারুণ্যের শক্তিতে জাগুক এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল

ঠোঁটকাটা০০০৭

নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি

ঠোঁটকাটা০০০৭ › বিস্তারিত পোস্টঃ

যতই আপোষ হোক- মুক্তির সংগ্রাম চলবে

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২০

বঙ্গবন্ধু আপোষ করেন নাই ভুট্টোর সাথে। যদিও অনেকে বলেন তিনি নাকি বাংলাদেশ চান নাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেষ অবধি চেষ্টা করে গেছেন। কিন্তু নিশ্চিত মৃত্যু জেনেও তিনি আপোষ করেন নাই।

জিয়া আপোষ করেছিলেন স্বাধীনতাকামী সৈনিকদের সাথে। তিনি সেদিন সৈনিকদের সাথে নিয়ে বলেছিলেন উই রিভোল্ট। পাকিস্তানীদের সাথে তিনিও আপোষ করেন নাই।

আজ ক্ষমতায় যাওয়ার জন্য সরকার হেফাজত এর সাথে আপোষ করছেন।

আজ ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধী দল জামায়েতেরে সাথে আপোষ করছেন।

আপোষকামীতার কি অসাধারণ প্রতিযোগিতা!!!

বিরোধী দলের নেত্রী বলেছেন আওয়ামী লীগে অনেক রাজাকার আছে। এ কথা শতভাগ সত্য। কিন্তু বিএনপির মধ্যে রাজাকার নাই এ কথা তিনি বলেন নাই। তার মানে তার দলেও রাজাকার আছে।

বিএনপি রাজাকারদের দোসর। আওয়ামী লীগও কম যায় না।

অন্তত আজ এটা প্রমাণিত হচ্ছে--- কোনো দলের ঈঙ্গিতে গণজাগরণ মঞ্চ তৈরি হয় নাই। গন জাগরণ থাকবে এবং মুক্তির সংগ্রাম চলবে।





মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: গণজাগরণ থাকবে মুক্তির সংগ্রাম চলবে।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সহমত

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

ইলিয়াছ রাইয়ান বলেছেন: সরকার শাহাবাগের আন্দোলনকারিদের গাছে তুলে মই কেড়ে নিল।
এতে আমি শোকে শোকাবিবুত আবেগে আপ্লুত বেদনায় অশ্রুসিক্ত।

দেশের এত বড় বড় জ্ঞানী লোকদের সমাগম দেখলাম শাহাবাগে তাদের মাথায় কী এই বু্দ্ধিটা ছিল না যে সরকার ঠিকি নিজের স্বার্থে লাগলে বড়শি গুটিয়ে নিবে। তখন আর পটকল থাকবে না, ভাল ভাল খাওয়া যাবে না.........
এমনি হয় গোলাম হোসেন এবার তল্পি তল্পা গোছাও সময় হল বলে।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: শাহবাগের তরুনরা এক গাছ থেকে আরেক গাছে যেতে পাড়বে। যারা উঠতে পারে তারা আরো কিছু করতে পারে।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭

আশফাক সুমন বলেছেন: ইলিয়াছ রাইয়ান বলেছেন দেশের এত বড় বড় জ্ঞানী লোকদের সমাগম দেখলাম শাহাবাগে তাদের মাথায় কী এই বু্দ্ধিটা ছিল না যে সরকার ঠিকি নিজের স্বার্থে লাগলে বড়শি গুটিয়ে নিবে। তখন আর পটকল থাকবে না, ভাল ভাল খাওয়া যাবে না.........
এমনি হয় গোলাম হোসেন এবার তল্পি তল্পা গোছাও সময় হল বলে।
----=p~ =p~

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৬

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: দেখেন না কে কি গোটায়?

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১২

ইলিয়াছ রাইয়ান বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমার মন ও পড়ে আছে শাহাবাগে কিন্তু আজ কী দেখলাম ইমরান সাহেবদের সাথে কথা বলার জন্য পাঠালেন নিন্মপদস্ত এক কর্মকর্তাকে হায়্রে ক্ষ্মমতা.।।।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৫

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হৃদয় পড়ে থাকে কিন্তু মন যে কোথায় কে জানে?

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৯

তানিয়া হাসান খান বলেছেন: মুক্তির সংগ্রাম চলবে।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৪

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: চলছে-- চলবে

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫০

মরু বালক বলেছেন:



ওরা লাগাতার হরতাল দিলে .... পুলিশের মাইরের পর
... তা দেখে আমরাই তো ..... হাসবো !!!!!!


নাকি বলেন ??

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৪

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কে হাসবে কে কাদবে সেটা তার নিজের ব্যাপার

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৩

ডাক্তার আমি বলেছেন: + + + + +

রাজাকার যে দলেরই হোক বিচার হওয়া উচিত।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সহমত

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮

হেমায়েতপুরী বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমার মন ও পড়ে আছে শাহাবাগে কিন্তু আজ কী দেখলাম ইমরান সাহেবদের সাথে কথা বলার জন্য পাঠালেন নিন্মপদস্ত এক কর্মকর্তাকে হায়্রে ক্ষ্মমতা.।।। ষোহোমোট :#) :D :#) :D

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৯

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মন আর শরীর কি এক কথা বলে?

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭

মামুন রশিদ বলেছেন: গন জাগরণ থাকবে এবং মুক্তির সংগ্রাম চলবে। ++

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯

মাসুম মিয়া বলেছেন: আপোষ টাপোষ যাই করুক রাজাকারগো ফাসি দিতে অইব। চিন্তার কোন কারণ নাই।
আর গণজাগরণের স্টিকার লাগায়া যারা যা মনচায় তা করতাছে তাগোরও মজার দিন আইতাছে সামনে। চিন্তার কোন কারণ নাই।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

দানবিক রাক্ষস বলেছেন: গন জাগরণ থাকবে এবং মুক্তির সংগ্রাম চলবে।

সাথে আছি এবং থাকব।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪

বাংলার হাসান বলেছেন: গন জাগরণ থাকবে এবং মুক্তির সংগ্রাম চলবে। ++

হাসিনা , খালেদা মরবে
গনজাগরন চলবে।

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: গন জাগরণ থাকবে এবং মুক্তির সংগ্রাম চলবে। ++

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

ৎঁৎঁৎঁ বলেছেন: গন জাগরণ থাকবে এবং মুক্তির সংগ্রাম চলবে।

+++++++++++++++

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

চলতি নিয়ম বলেছেন: গন জাগরণ থাকবে এবং মুক্তির সংগ্রাম চলবে। ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.