নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ কেউ আছে যারা নিজের ঢোল নিজে বাজায় না। আবার কেউ কেউ অপরের কাছে ঢোল বাজানোর দায়িত্ব দেয়। সেখানে কিন্তু ঢোল ফেটেই যায়।

তারুণ্যের শক্তিতে জাগুক এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল

ঠোঁটকাটা০০০৭

নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি

ঠোঁটকাটা০০০৭ › বিস্তারিত পোস্টঃ

সচেতন ব্লগারদের বলছি

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

সচেতন ব্লগারদের বলছি।

ব্লাগার মানেই নাস্তিক নয়। কিন্তু ব্লগে কিছু কীট পতঙ্গ আছে যাদের কাজই হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কটাক্ষ করা। সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া।

যাদের কাজই হচ্ছে ধর্মের অপব্যাখ্যা করে যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গাওয়া।

মুক্ত চিন্তার বিরুদ্ধে অপপ্রচার করা।

এরা ঝাক বেধে আসে। ঝাক বেধে আক্রমণ করে।

হিস্টরি দেথবেন এদের কোনো নিজস্ব লেখা নেই-- আসে খালি মন্তব্য করতে।

এদের তালিকা প্রস্তুত করুন।

আর মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীনতার পক্ষের ব্লগগুলো অনুসরণ করুন। অশালীন ব্লগারদের ছিন্নভিন্ন করে দিন। প্রতিদিন ২/৩ ঘন্টা এখানে সময় দিন।

সংগ্রাম সব খানে। এই ব্লগেও শুরু হোক সংগ্রাম।

মন্তব্য ৫৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঠিক।

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সিডিউল করে থাকবেন আশা করি।

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

রেজা সিদ্দিক বলেছেন: যথার্থ।
আমি ২/৩ ঘন্টা আছি।

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ স্যার।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

দি সুফি বলেছেন: আপনি সম্ভবত ধর্ম নিয়ে কটুক্তিকারীদের কথা উল্লেখ করতে ভুলে গেছেন!

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনি আমার কথাই বোঝেন নাই।
ধর্মের হেফাজতকারী আল্লাহ।
দুএকজনের কটুক্তিতে ধর্ম শেষ হয় যায়না।
আর আল্লাহ তায়ালার প্রতি আমার ভরসা আছে।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ইকরাম উল হক বলেছেন: -

কথা সত্য

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: আপনি আমার কথাই বোঝেন নাই।
ধর্মের হেফাজতকারী আল্লাহ।
দুএকজনের কটুক্তিতে ধর্ম শেষ হয় যায়না।
আর আল্লাহ তায়ালার প্রতি আমার ভরসা আছে।


তার মানে দাড়ালো যুদ্ধাপরাধীর বিচারের বিরুদ্ধে লিখলে দোষ, মুক্ত চিন্তার বিরুদ্ধে লিখলে দোষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কটাক্ষ করা দোষ।
আর ধর্ম নিয়া কটুক্তি করলে - আরে দুএকজনের কটুক্তিতে ধর্ম শেষ হয় যায়না!

রিজিকের মালিক আল্লাহ তাআলা। আপনি কি আল্লাহ থেকে সরাসরি রিজিক পাওয়ার আশায় ঘরে বসে থাকেন? নাকি কাজ-কর্মে যান?

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি বলি নাই ধর্ম নিয়ে কটুক্তি করা যাবে। আপনি মুক্ত চিন্তা, দেশপ্রেমকে ধর্মের বিরুদ্ধে দাড় করাচ্ছেন কেন? সর্বভৌমত্ব নিয়ে কটাক্ষ হাজারো করেন কিন্তু তাকে বিনষ্ট করতে পারেন না। মন্দিরে হামলা চালাতে পারেন না, জাতীয় পতাকা ছিড়তে পারেননা।
বলুন কয়টা মন্দির আর মসজিদ নাস্তিকরা ভেঙ্গেছে? ভারতে মসজিদ ভেঙ্গেছে হিন্দু আস্তিক রা আর নারায়ে তাকবির দিয়ে মন্দির ভেঙ্গেছে কথিত আস্তিকরা। এটা কি ধর্ম?
ধর্ম নিয়ে কটুক্তিকারীদের শাস্তি দেবেন আর হত্যাকারীদের, মসজিদ মন্দির ভাঙলো যারা তাদের জামাই আদর করবেন।
আস সত্যি কথা বলি? অধিকাংশ মাদ্রাসাগুলো দান খয়রাতেই চলে। কয়জন কামাই করে বলেন তো? দান খয়রাতের বাক্স রাখাটাই রিজিকের জন্য কাজ কাম বুঝি?
হিটলারী ছবি দিয়া প্রোফাইল বানাইছেন আবার ধর্ম নিয়ে অনেক বেশি উতলা। ছুন্নতী লেবাসও দেখি না।
যাওক, আমার পেচাল আপনি বুঝবেন না।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৮

তানিম৭১৯ বলেছেন: ব্লগার মানেই নাস্তিক নয়। আপনি ঠিক বলেছেন, কিছু কীট পতঙ্গ নাস্তিক ব্লগারের কারনে মানুষ সব ব্লগারদের ভুল বুঝছে। আমরা সবাই এসব নাস্তিক ব্লগারদের ফাসি চাই।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সেটা চাওয়ার অধিকার সবার আছে। তবে যুদ্ধ অপরাধীদের বিচারকে বাধাগ্রস্থ করে নয়।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

ৎঁৎঁৎঁ বলেছেন: সহমত।

++++++++++

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সহমত! ++++
ঠিক বলেছেন।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

আকাশ চুরি বলেছেন: ব্লগে নতুন? এই কীট পতংগদেরই বেশি দাম দেয়া হয় এই ব্লগে।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তাই নাকি? নতুন কেডা? আমি না আপনি।
তবে নতুন পুরান কোনো কথা না।
কথাটা হইলো ফিলসপিটা কি? এই ব্লগেরও তো একটা ফিলসফি আছে। সেটা সব সময় মানা হয় না।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

আকাশ চুরি বলেছেন: এই ব্লগেরও তো একটা ফিলসফি আছে। সেটা সব সময় মানা হয় না। মানে কি বুঝালেন? এই ব্লগে কয়টা নাস্তিক আছে সেটা আপনি যেমন জানেন আমিও জানি। তারা নাস্তিকও না বরং ইসলাম ধর্ম বিদ্বেষী। এদের পোস্ট কোনদিন সরানো হতো না। বরং এদের প্রতিবাদ করলে ব্যান করা হতো। এরা মানুষকে গালগালি করতো। কেউ অস্বিকার করতে পারবে উপরের কথাগুলো? তাহলে এটাই কি ব্লগের ফিলোসোফি?

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনি নিজেই খুজে নেন এর ফিলোসফিটা কি? আমি তো আর ফিলসফি তৈরি করি না। তবে আপনি কি কখনো ব্যান হয়েছেন? আমি কিন্তু হইনি। আমি অবশ্য উগ্র ধর্মান্ধতা যেমন পছন্দ করি না তেমনি নাস্তিকতাও পছন্দ করি না। আমার পোস্টগুলো দেখলে বুঝতে পারবেন বহুত গালাগালি খেয়েছি-- তবে কারো লেখা মুছে দেই নি। কারণ যে যা লেখে সেটাই তো তার পরিচয়।
তবে উগ্রতা ও বিদ্বেষ ছড়ানোর বিষয়ে ক্ষমা করা যায় না। সেটা ধর্মের পক্ষেও না বিপক্ষেও না।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

শিশু বিড়াল বলেছেন: সহমত প্রকাশ করছি :)
সুফি ভাই আমার একটা সাধারন পোস্টে গিয়েও এভাবে ঝগড়া লাগানোর চেষ্টা করেছিলেন। উনি একটু বেশিই মনে হয় উত্তেজিত সব ব্যাপার নিয়ে। বেচারার নিয়ত ভাল কিন্তু কি বলতে কি বলছেন নিজেও হয়ত বুঝতে পারছেন না।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: উত্তেজনা থাকবেই, দাওয়াত যেখানে খাইবেন, সেখানকার গুণগান একটু গাইতে হ্ইবে। জানেনতো বর্তমান সময়ে মন্তব্য প্রদানের সংখ্যার উপরও বিল হয়।

১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

মুর্তজা হাসান খালিদ বলেছেন: হুম ! ব্লগে অনেক কীটপতঙ্গ, চারপেয়ে আছে- যারা শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে কিবোর্ড ধরে, ইসলামকে দেশ-জনতা-মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করায়, ধর্মপ্রাণ মানুষদেরকে ক্ষেপিয়ে তুলে সমাজে ফাসাদ-বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, বস্তুত তারাই বর্তমান সময়ের মানবতাবিরোধী অপরাধী।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তাতো বুঝতেই পারছি। এই জন্য মুক্তিযুদ্ধের সময়কার ধর্ষণকারীরা পার পেয়ে যাবে? ইসলামের বিরুদ্ধে কী বোর্ড ধরে ধর্ম ব্যবসায়ীরা যারা জামাতে ইসলাম, মওদুদীবাদ প্রচার করে। জামাতে ইসলাম মানেই ইসলাম নয়।
যে ব্যাটারা রেপ করলো- তারা মানবতা বিরোধী নয় আর যারা কথা কইলো তারাই শত্রু হয়া গেলো। এই না হোলে কান্ডজ্ঞান???
দেখেন না পোলাপাইন ব্লগারের বিরুদ্ধে কত কথা কিন্তু মওদুদীবাদের বিরুদ্ধে একটা কথাও নাই। আসলে যে বাড়ীর দাওয়াত খায়, সেই বাড়ীর বদনাম কোন ব্যাটায় করে।

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯

চুরমার বলেছেন: Click This Link

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: থাকলে কিছু কন। লিংক দেখতে চাই না।

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

কামরুল হাসান জনি বলেছেন: ভাই আপনি সুন্দর পোষ্ট করেছেন। আপনি যা বলেছেন সবই সঠিক। যারা ধর্মকে পুজি করে অপব্যাখ্যা দিচ্ছে তাদের শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু যারা ইসলামের পক্ষে কথা বলে একজন মুসলিম হিসেবে তাদের বিপক্ষে অবস্থান করবেন না।
এতে আপনারই ক্ষতি যদি মুসলমান হয়ে থাকেন। কারণ আমাদের সাথে যাবে আমাদের আমলনামা।
আর ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লা্হ নিজেই যথেষ্ট।
কিন্তু যারা ইসলামকে রক্ষার জন্য আন্দোলন করছেন তারা তাদের ঈমানী দ্বায়িত্ব পালন করছেন।
আশা করি বুঝতে পেরেছেন।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ইসলামের পক্ষে বললে বিপক্ষে অবস্থান নিছি নাকি?
যারা অপব্যাখ্যা দিচ্ছে তাদের শাস্তির বিধান তো আমি চাই। আপনি চান না?
যারা ইসলামকে রক্ষার জন্য আন্দোলন করছেন তা তাদের ঈমানী কাজ। কেউ তাদের মানা করে নাই। সমস্যা হলো----- ব্যভিচারি এরশাদের পানি খাবেন, খালেদা জিয়ার নারী নেতৃত্ব মেনে নেবেন আবার নারী নীতি চাইবেন না, আন্দোলন শান্তিপূর্ণ করবেন আবার শাহবাগে গহামলা করবেন? কথা আর কাজে এত অমিল কি ইসলামসম্মত?

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

আশফাক সুমন বলেছেন: আপ্ নি লিখেছেন- "নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি"
ভাল, বুঝলাম আপনি নিজেও নাস্তিক দের দ্বারা প্রভাবিত ।

রাজাকার মুক্ত বাংলা চাই, নাস্তিক দের ও রেহাই নাই।

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৬

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনার তো জ্ঞানের সীমানা আকাশের মতো। এত বুঝেন? রাজাকার মুক্ত বাংলাদেশ এর সাথে নাস্তিকদতর সম্পর্ক কি?
নাকি নাস্তিকরাই রাজাকার?
মুখে শেখ ফরিদ বগলে ইট।

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

সায়েম মুন বলেছেন: অনেক ভাল বলেছেন। ভাল লাগলো।

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৬

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: থন্যবাদ।

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫০

মো: আজিজ মোর্শেদ বলেছেন: লেখক বলেছেন: সেটা চাওয়ার অধিকার সবার আছে। তবে যুদ্ধ অপরাধীদের বিচারকে বাধাগ্রস্থ করে নয়।

বিচারটা তাড়াতাড়ি করে ফেলুন না। আপনারা সবকিছুতে যুদ্ধ অপরাধীদের বিচারকে বাধাগ্রস্থ করা হচ্ছে এটা দেখেন। আমি চিন্তা করি যে রাজাকার গুলোর ফাসি হয়ে গেলে, জামাত নিষিদ্ধ হয়ে গেলে আপনারা কার উপর দোষ দিবেন?

যখন ইসলাম অবমাননা নিয়ে কথা উঠলো তখন কেন আপনারা বা গনজাগরন মঞ্চ থেকে এটার প্রতিবাদ করা হল না কেন? তাহলে আজ হেফাজতে ইসলাম এই কর্মসূচী দেয় না। গুটি কয়েক ইসলাম বিদ্বেশী নাস্তিকের জন্য আজ দেশে এই অবস্থা। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তো আপনার আগে প্রতিবাদ করা উচিত?

আর ঐ যে বলরলন না,‘সেটা চাওয়ার অধিকার সবার আছে। তবে যুদ্ধ অপরাধীদের বিচারকে বাধাগ্রস্থ করে নয়।’। কথাটা ঠিক বিএনপি র মত হয়ে গেল যে,‘আমরা যুদ্ধাপরাধীর বিচার চাই তবে সেটা যেন সুষ্ঠ হয়।”

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হেফাজতের কর্মসূচি আপনিই ঠিক করেছেন নাকি? মনে হয় গণজাগরণ মঞ্চ আগে করলে আপনি এই কর্মসূচি দিতেন না।
আর হেফাজত যদি যুদ্ধ অপরাধ বিষযে কিছু বলতো তাহলে তো কোনো কথা ছিল না।
আপনি নিশ্চিত থাকেন দেশের অবস্থা কখনো তালেবান হবে না।
৭১ এর মানুষ আরো ধর্মভীরু ছিল। নিরক্ষর ছিল। তখনই যখন পারেন নাই এখন আর পারা যাবে না।
যুদ্ধ অপরাধীদের ইস্যু জিউয়ে রাখার চেষ্টা হচ্ছে বলেই তো গণজাগরণ মঞ্চ। আওয়ামী ও বিএনপি উভয়ই এই খানে মতলববাজী করছে।
আর জামাতও চাইছে এটা কোনো মতে পার করে দিতে।
আপনার কাছে অগ্রাধিকার কোনটা সেটা আপনি ঠিক করতে চাই।
আমি গোছল করেই পবিত্র হয়েই নামাজ পড়তে চাই।
নামাজ পড়ার পর পবিত্র হতে চাই না।

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৩

দি সুফি বলেছেন: কি জিগাইলাম, আর কি উত্তর দিলেন। জাগ্রত ব্যাক্তিকে জাগানো সম্ভব নয়।
যেটা খারাপ সেটা চিরদিনই খারাপ।

@শিশু বিড়ালঃ আপনার সাথে (বা কারো সাথেই) ঝগড়া করার ইচ্ছে নেই বা ঝগড়া করার জন্যও আপনার পোষ্টে কমেন্ট করিনি। শুধুমাত্র আমার মনোভাবটা জানাতে কমেন্ট করেছিলাম।

@লেখকঃ ভালোই তো, না জেনেশুনে যাকে-তাকে পেইড ব্লগারের অন্তর্ভূক্ত করে দিচ্ছেন! সমস্যা কি, বাকস্বাধীনতা তো। ব্যাক্তিগত আক্রমন করবেন, ধর্ম নিয়ে উল্টাপাল্টা বলার বিচার চাইলে সমালোচনা করবেন - খারাপ কি! কিন্তু ভাই মহাবিচারের দিন কিন্তু কেউ পার পাবে না! আমিও না, আপনিও না। প্রোফাইল ছবির মাঝে হিটলারি কি দেখলেন বুঝলাম না! আমি জানি, আমি পুরোপুরি রূপে ইসলামের সব আদেশ-নিষেধ মেনে চলি না। তাই বলে আমার ধর্মের প্রতি কোনরুপ কটাক্ষও সহ্য করব না। বিচার চাইব।

যুদ্ধাপরাধীর বিচার চাওয়া যেমন আমার অধিকার, আমার ধর্মকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে বিচার চাওয়ায় আমার তেমনি অধিকার!

আশা করি সবার ভাল বুদ্ধির উদয় হোক। দেশে শান্তি ফিরে আসুক।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যুদ্ধ অপরাধীর বিচার চান এইডা জাইনাই খুশী।
আর আমি পরকালে কই যামু তা তো আপনি নির্ধারণ করবেন না। সে হিসাব আমার কাছে বেশ আছে।
ধর্শ নিয়ে কোনো কটাক্ষ আমি করি নাই। ধর্ম নিয়ে যারা কটাক্ষ করে তাদের দলেও আমি নাই। তবে সেটা নিয়ে কোটি লোকের সমাবেশ তো হয়ে গেল। সেখান থেকে যুদ্ধ অপরাধীদের বিচার চাওয়াটাও যায়েজ ছিল কিনা জানালে খুশী হবো।

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৬

তোমোদাচি বলেছেন: ধর্মান্ধ জঙ্গী আর ধর্ম নিয়ে কটুক্তিকারী উভয়কেই সমান ঘৃণা করি!

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমিও।

২০| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭

ধূসর পানিপোকা বলেছেন: ভালো লিখেছেন

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

২১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫

এসএমফারুক৮৮ বলেছেন: একদম সত্য কথা।

সহমত।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

আমিনুর রহমান বলেছেন: আমি কি সচেতন ব্লগার ;)

সহমত +++



@ দি সুফি
“...যারা ধর্ম সম্পর্কে নানা মতের সৃষ্টি করেছে ও বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোন কাজের দায়িত্ব তোমার নেই, তাদের বিষয় আমার (আল্লাহ) এখতিয়ারভুক্ত।...” –আল কোরআন (সুরা আনআমঃ১৫৯)

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনার মন্তব্যই আপনাকে পরিচিত করে তোলে।
আপনাকে ধন্যবাদ

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: অবশ্যই

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৫

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ।

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭

ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৫

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কোনোটিই পণ্য নয়। মা কে বিক্রী করা যায় না। হৃদয়কেও বিক্রী করা যায় না।

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমিনুর রহমান বলেছেন:

যারা ধর্ম সম্পর্কে নানা মতের সৃষ্টি করেছে ও বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোন কাজের দায়িত্ব তোমার নেই, তাদের বিষয় আমার (আল্লাহ) এখতিয়ারভুক্ত।...” –আল কোরআন (সুরা আনআ৫৯)

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৪

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৩

মো: আজিজ মোর্শেদ বলেছেন: হেফাজতের কর্মসূচি আপনিই ঠিক করেছেন নাকি?

ব্যক্তিগত আক্রমন হয়ে গেল না তো।

মনে হয় গণজাগরণ মঞ্চ আগে করলে আপনি এই কর্মসূচি দিতেন না।

প্রথমত আমি কোন কর্মসূচী দিই নি, দিয়েছে হেফাজতে ইসলাম। আর শাহবাগের থেকে যদি আগে নাস্তিকদের কার্যক্রমের প্রতিবাদ করা হত তাহলে হয়তো এই কর্মসূচী হত না আর হলেও যত লোক হয়েছে তার ২০ ভাগের একভাগও হত কিনা সন্দেহ।

আর হেফাজত যদি যুদ্ধ অপরাধ বিষযে কিছু বলতো তাহলে তো কোনো কথা ছিল না।

হেফাজত যুদ্ধাপরাধীর বিচার চেয়ে কোন স্লোগান দেয় নিআবার সাঈদীর মুক্তি চেয়েও কোন স্লোগান দেয়নি।

আপনি নিশ্চিত থাকেন দেশের অবস্থা কখনো তালেবান হবে না।

ভাই, আমরা একটু ইসলামের পক্ষে কথা বললে আপনাদের চোখের সামনে আফগানস্থান, পাকিস্থান ভেসে ওঠে কেন? অন্য কোন মুসলিম দেশের কথা মনে পড়ে না। আমার তো মনে হয় আফগানস্থান, পাকিস্থান এর প্রতি আপনাদের অন্তরের প্রেম আছে। মনের অজাস্তেই এদর নাম মুখে চলে আসে।

৭১ এর মানুষ আরো ধর্মভীরু ছিল। নিরক্ষর ছিল। তখনই যখন পারেন নাই এখন আর পারা যাবে না।

তখনই যখন পারেন নাই বলতে কি বুঝাইছেন? রাজাকার বানাইয়া ফেললেন নাতো আবার- আপনারা পারেনও বটে। আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, এদেশ কখনো আফগান বা পাকিস্থান হবে না - এদেশের মানুষ কখনো মুক্তচিন্তার নামে ধর্ম অবমাননাও সহ্য করবে না। আর একাত্তর আপনার একার সম্পত্তি না। আপনা থেকে দেশপ্রেম আমার কম আছে বলে মনে করিনা। তাই দয়া করে যাকে তাকে ট্যাগ দিবেন না।

যুদ্ধ অপরাধীদের ইস্যু জিউয়ে রাখার চেষ্টা হচ্ছে বলেই তো গণজাগরণ মঞ্চ।

আর হাসাইয়েন না। এটা প্রথমদিকে ছিল। এখন এটা এত কচলান হয়েছে যে লেবু তো লেবু এটা এখন উচ্ছে করলা হয়ে গেছে।

আওয়ামী ও বিএনপি উভয়ই এই খানে মতলববাজী করছে।

যার পিতা মাতা ভাই বোন রাজাকরের হাতে লাঞ্চিত এবং খুন হয়েছে তারা জানে বুকের ভিতরে ৪২ বছর কত কষ্ট নিয়ে বেড়াচ্ছে। তারা কখনো রাজাকারের সাথে মিটিং করে না বা দোয়া চায় না বা রাজাকারের সাথে সরকারও গঠন করে না।

আপনার কাছে অগ্রাধিকার কোনটা সেটা আপনি ঠিক করতে চাই।

আমার কাছে অগ্রাধিকার হল শান্তি প্রিয় বাংলাদেশ। আজ আমার এক লোকের কথা মনে পড়ছে। উনি বলেছিলেন," আওয়ামী লীগ, বি এন পি, জা পা, জামাত সব এক/ গু-এর আবার কোন পিঠ হয় নাকি।"

আমরা জনগন কবে ফ্লাশ টানবো।

বি দ্রঃ সব রাজনীতিবিদ দের আমি কটাক্ষ করছি না, ১৮ দল ও ১৪ দলের ভিতরে কিছু ভাল রাজনীতিবিদ আছেন যাদের জন্য মন থেকে শ্রদ্ধা আসে(তবে বেশিরভাগই খারাপ), তাদের কে সালাম। উনারাই তো দেশ টাকে চালাবেন।

এবং
আমি রাজাকারের বিচার চাই।
আমি ইসলাম (ধর্ম) বিদ্বেশী নাস্তিকের বিচার চাই।
আমি মনে করি, বাংলাদেশের নাগরিক হিসাবেঃ
একজন মুসলমান, হিন্দু, খিস্টান বা বৌদ্ধ ও অন্যান্য মানুষ--
প্রথমে মুসলমান, হিন্দু, খিস্টান বা বৌদ্ধ ও অন্যান্য- তারপর বাংলাদেশী-তারপর বাঙ্গালী- তারপর আওয়ামী লীগ, বিএনপি, জা পা, জামাত ও অন্যান্য।
অনেকেই হয়তো বলবেন যে আপনি দেশের আগে ধর্মকে আনলেন। আমি বলবো, আমি যেহেতু সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি সেহেতু যিনিই আমাকে এই সুন্দর দেশে সৃষ্টি করেছেন, তাঁর জন্যই সবকিছু পেয়েছি সেহেতু আমি ধর্মকে আগে রাখবো। আর আমার ধর্মই আমাকে শিখিয়েছে দেশকে ভালবাসতে।
আমার ধর্ম আমাকে পুলিশ দিয়ে গুলি করতেও শেখায়নি বা রাস্তায় গরীব লোকের রিক্সা, সি এন জিতে আগুন দিতেও শেখায়নি।

ভাল থাকবেন।
ধন্যবাদ।

কোন কষ্ট পেয়ে থাকলে নিজগুনে ক্ষমা করবেন।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি কষ্ট পাই নি। তবে সাইদির মুক্তি চেয়ে বানার ছিল যা পত্রপত্রিকায় এসেছে।
মওদুদদীর অনুচররা অনুষ্ঠান পরিচালনা করেছে।
আপনি হয় তো হেফাজত নিয়ে বেশি আশাবাদী। তবে আসল কথা হলো অপরিণত বোধ কোনো কিছুকেই আগাতে দেয় না। শাহবাগকেও থমকে দিয়েছে।
একজন শিক্ষক যখন ছাত্রকে পড়ান, তখন কে হিন্তদু বা কে মুসলমান সেটা দেখেন না। রাষ্ট্র্ও তেমনি হওয়ার কথা। সৃষ্টি কর্তা এই দেশকে তৈরি করেছেন সুন্দর রাখার জন্য, হানাহানির জন্য নয়। যারা হানাহানি করছে তারাই সৃষ্টি কর্তার শত্রু। একবার বলুন তো সারা পৃথিবীতে সাম্প্রদায়িক দাঙ্গা কারা করেছে- কোন নাস্তিক করেছে। করেছে কিন্তু অতি মাত্রায় আস্তিকরাই। এটা ধর্ম নয়। অধর্ম। ব্যক্তিগতভাবে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য বোধটাকে যত্তিসঙ্গত করা।
আর হেফাজত ইসলামের অনেকেই ছিলেন আফগান মুজাহিদ। সেখান থেকেই আফগান, পাকিস্তানের কথা আসে। দেখেন না- ভাষ্কর্য ভাঙ্গা, পতাকা ছিড়ে ফেলা-- এগুলো কিসের নমুনা।
৭১ এর বাংলাদেশকে তারা এখনো ভারতীয় ষড়যন্ত্র বলেই মনে করে- এবং কারণে গণহত্যা বৈধ। আর তাই যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি গৌন।
আপনার কাছে দেশের চেয়ে ধর্ম বড় হতে পারে। সেটা আপনার বিষয়। তবে দেশ কোনো ধর্ম নয়। দেশ হচ্ছে অস্তিত্ব। মায়ের গর্ভের জন্মগ্রহণ করলে সে মাই থাকেন- এমনি কি তিনি পতিতা হলেও মা। যেহেতু আপনাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তাই বলে মাকে তো কম গুরুত্ব দিলে হবে না। আর এই দুইয়ের মধ্যে তুলনা করতে যাওয়াটাই উচিত নয়। তুলনা চলে সমমাত্রার কারে যাথে। দেশের তুলনা দেশই। আর সৃষ্টিকর্তা তো অতুলনীয়। সেটাকে কারো প্রতিপক্ষ হিসেবে দাড় করানোটাই অধর্ম।

২৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১

মো: আজিজ মোর্শেদ বলেছেন: তবে সাইদির মুক্তি চেয়ে বানার ছিল যা পত্রপত্রিকায় এসেছে।

ভাই আমি অবশ্য পেপারের কথা অতটা বিশ্বাস করিনা। তবে যতক্ষন লাইভ দেখলাম তাতে আমার চোখে এমন কিছু পড়েনি।

মওদুদদীর অনুচররা অনুষ্ঠান পরিচালনা করেছে।

আপনাপরা এখনতো সবখানেই মওদূদূ পন্থী বা জামাত শিবির দেখেন। তবে আমার মনে হয় যদি ঐদিন ওরা সব জামাত শিবির হত তাহলে সরকার ও দেশ দুটোরই বারোটা বাজতো।
আপনি হয় তো হেফাজত নিয়ে বেশি আশাবাদী। তবে আসল কথা হলো অপরিণত বোধ কোনো কিছুকেই আগাতে দেয় না। শাহবাগকেও থমকে দিয়েছে।

আমি মোটেও হেফাজত নিয়ে বেশি আশাবাদী না। তবে এই লংমার্চে মাধ্যমে যদি ইসলাম বিদ্বেশী বা কটুক্তিকারী দের আস্ফালন কমে তাহলে সেটাই আমার প্রাপ্তি।
একজন শিক্ষক যখন ছাত্রকে পড়ান, তখন কে হিন্তদু বা কে মুসলমান সেটা দেখেন না। রাষ্ট্র্ও তেমনি হওয়ার কথা। সৃষ্টি কর্তা এই দেশকে তৈরি করেছেন সুন্দর রাখার জন্য, হানাহানির জন্য নয়। যারা হানাহানি করছে তারাই সৃষ্টি কর্তার শত্রু।

১০০% সহমত।

একবার বলুন তো সারা পৃথিবীতে সাম্প্রদায়িক দাঙ্গা কারা করেছে- কোন নাস্তিক করেছে। করেছে কিন্তু অতি মাত্রায় আস্তিকরাই। এটা ধর্ম নয়। অধর্ম। ব্যক্তিগতভাবে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য বোধটাকে যত্তিসঙ্গত করা।

সহমত। তবে সেক্ষেত্রে নাস্তিকদের উচিত আস্তিকদের বোঝান যে এগুলো ঠিক না কারন তাদের ধর্মেই এগুলোকে নিষেধ করা হয়েছে। অযথা আল্লাহ রাসূল নিয়ে কটুক্তি করার কি কোন মানে হয়। এ নিয়ে আমার একেটা পোষ্ট আছে। দেখু এখানে।
আর হেফাজত ইসলামের অনেকেই ছিলেন আফগান মুজাহিদ। সেখান থেকেই আফগান, পাকিস্তানের কথা আসে। দেখেন না- ভাষ্কর্য ভাঙ্গা, পতাকা ছিড়ে ফেলা-- এগুলো কিসের নমুনা।

অফগান মুজাহিদ হওয়া কি দোষের? আমেরিকা মুসলমানদের উপর অত্যাচা চালানো ফলে তারা বাধা দিতে গিয়েছিল। যদিও এর কোন প্রমান আমার কাছে নেই আপনার কাছে হয়তো থাকতে পারে। পতাকা ছিড়ে ফেলা অবশ্যই কুব খারাপ কাজ্ ভাস্কর্য নিয়ে আমার কিছুটা দ্বিমত আছে।

এখন আমাকে একটু বাইরে যেতে হচ্ছে। সময় পেলে বাকি প্রশ্নের উত্তর পরে দিব।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বিশ্বাস অবিশ্বাস আপনার নিজের ব্যাপার।
আপনার সাথে তর্ক বিতর্ক করার ইচ্ছা আমার নাই।
কাবা শরীফের গেলাব পরিবর্তনের ছবিটা সাইদীর পক্ষে চালানো হলো।
আর সাইদীর ব্যানার নিয়ে পোস্টার আপনার চোখে পড়লো না?
যাহোক, উত্তর দিয়েন। সময় পেলে আমিও বলবো।

২৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১২

মো: আজিজ মোর্শেদ বলেছেন: ৭১ এর বাংলাদেশকে তারা এখনো ভারতীয় ষড়যন্ত্র বলেই মনে করে- এবং কারণে গণহত্যা বৈধ। আর তাই যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি গৌন।

তারা বলতে কাদের বুঝিয়েছেন। হেফাজতে ইসলামের? নাকি যারা মুসলমান তাদের?


আপনার কাছে দেশের চেয়ে ধর্ম বড় হতে পারে। সেটা আপনার বিষয়। তবে দেশ কোনো ধর্ম নয়। দেশ হচ্ছে অস্তিত্ব। মায়ের গর্ভের জন্মগ্রহণ করলে সে মাই থাকেন- এমনি কি তিনি পতিতা হলেও মা। যেহেতু আপনাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তাই বলে মাকে তো কম গুরুত্ব দিলে হবে না। আর এই দুইয়ের মধ্যে তুলনা করতে যাওয়াটাই উচিত নয়।

আপনার কাছে ধর্মের চেয়ে দেশ বড় হতে পারে। সেটাও আপনার বিষয়।

তুলনা চলে সমমাত্রার কারে যাথে। দেশের তুলনা দেশই। আর সৃষ্টিকর্তা তো অতুলনীয়। সেটাকে কারো প্রতিপক্ষ হিসেবে দাড় করানোটাই অধর্ম।

১০০% সহমত। এখন আবার ইসলাম ও স্বাধীনতাকে মুখোমুখি দাড় করান হচ্ছে তো তাই।


মূর্তি তৈরী করার ব্যাপারে আমার দ্বিমতটা হল- ইসলাম ধর্মে এটাকে নিষেধ করেছে, তবে বাংলাদেশে তো শুধু মুসলিমরাই বাস করে না অন্যান্য ধর্মের লোকজনও বাস করে। তাই মূর্তি আপনার থাকতে পারে তবে স্বাধীনতার চেতনা শুধু মূর্তি বানিয়ে রক্ষা করতে হবে এমন তো নয়। যেহেতু এদেশের ৯৫% মুসলমান সেহেতু অন্য কিছু দিয়েও স্বাধীনতা চেতনা তো রক্ষা করা যায়। আপনি মুক্তিযুদ্ধের চেতনার জন্য বিশেষ বিশেষ দিনে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন তো করতে পারেন।

কাবা শরীফের গিলাফ সারন নিয়ে যে মিথ্যাচার বা চাঁদে সাঈদীর ফটোশপিক অবস্থান দুটোই চরমভাবে নিন্দনীয়।

আমিও আপনার সাথে তর্কে যেতে চাই না। আমার ‍আপনার মতের মিল থাকতে পারে তবু আমাকে ও আপনাকে এই স্বাধীন দেশে দুই ভাই-এর মত বাস করতে হবে। একজনের বিপদে আপদে আর একজনকে এগিয়ে আসতে হবে।

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হেফাজততো ইননসেন্ট একটা দল। ওদের ব্যবহার করছে স্বাধীনতাবিরোধীরা। তারাই ধর্ম ও স্বাধীনতাকে মুখোমুখি দাড় করিয়েছে। তা না হলে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি তীব্র হওয়ার সাথে সাথে কতিপয় ব্লগারের কারণে পুরো শাহবাগকে নাস্তিক বলে প্রচার করা হলো। যারা ধর্শ নিয়ে উল্টা পাল্টা লিখছিলেন- তারা তো আরো আগে থেকেই লিখছিলেন। তাহলে বিষয়টি পরে নিয়ে আসার মাঝে কি মতলবই ছিল না। নাকি এটা স্বতস্ফূর্ত। যে ব্লগ পড়তো ৩০/৫০ জন সেটি লক্ষ মানুষের সামনে এনে আরো খারাপ করা হলো। এটা আমার মত।

আর আমারা সাধারণ মুসলমান এই ফাঁদে পা দিয়েছি।

মূর্ত্তি বিষয়ে আপনার ধারণা আলাদা হতে পারে। মূর্তি পূজা আর স্থাপত্য এক জিনিস তো নয়। একটি স্মারক আকেটি দেবতা। স্বাধীনতার স্মারকগুলোকে মূর্ত্তি না বলাই ভাল।
ওটা আমাদের দেশের কথা মনে করিয়ে দেয়। কিন্তু সেটা আল্রাহ তায়ালার নাম ভূলিয়ে দেওয়ার জন্য নয়। তবে এটা ঠিক এখানে সহনশীলতার মাত্রা বাড়ানো প্রযোজন।
বহুমতের এই দেশ। থাকতেই পারে। কিন্তু নিজের অহংটাকে রক্ষা করতে গিয়ে অন্যের অহংকে আঘাত করাটাও ঠিক না।

মানুষের বোধ তো মানুষের হৃদয়।
হৃদয়টাকে স্বচ্ছ রাখতে পারলে অন্যকে সহ্য করার ক্ষমতাটা বাড়ে।
আমাদের সকলের এই ক্ষমতা বাড়ুকঅ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.