![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
যাহারা হরতাল আহবান করিয়াছেন তাহার গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখিবার জন্যই করিয়াছেন। তাহাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা মানবাধিকার লঙ্ঘণের সামিল। ইহাতে যদি কাহারো রুটি রুজির অসিুবিধা হয় তাহাতেও করিবার কিছু নাই। কারণ, বৃহত্তর মঙ্গলের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ করিবার মহান ঐতিহ্য আমাদের রহিয়াছে।
যাহারা হরতাল পালন করিবেন তাহাদের জন্য কতিপয় বিধিমালা জারী করা হইয়াছে। ইহা নিম্নরূপ:
বিধি এক. হরতাল চলাকালীন সময়ে কোনো যানবাহন, মেশিন (এমনকি মেশিনম্যানের মেশিনও) চলিবে না।
বিধি ২. দোকানপাট খোলা রাখা , ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। (ইহাতে যদি রান্না ঘরের অসুবিধা হয় তথাপিও)
বিধি ৩. স্কুল কলেজ বন্ধ, পরীক্ষা চিলিবে না। ( ইহাতে ছেলে মেয়ের অবাধ মেলামেশা হইতে জাতকে রক্ষার হেফাজত বিধান কার্যকর হইবে)।
বিধি ৪. বরান্দায় বসিয়া বাদাম খাওয়া যাইবে না। মহিলা কর্মীর হাত হাইতে বাদাম গ্রহণ করা জেনার সমতুল্য। অতএব পরকীয়ার মতো কবীরা গুনাহ হওয়ার সম্ভাবনা নাই।
বিধি ৫. হরতালের সময় পুলিশকে পাথর মারা যাইবে- প্রয়োজনে ইট দিয়া মাথা থ্যাতলানো যাইবে- ইহাতে যদি পুলিশের শুভবুদ্ধির উদয় হয়।
বিধি ৬, সকল রান্নাঘর বন্ধ। আমাদের নেতারা জেলের ঘানি টানবেন আর আপনার বাসায় বসে সর্ষে ইলিশ খাবেন এটা হতে পারে না।
বিধি ৭ দিনের বেলায় সহবাস করা যাবে না। করলে রাতে করবেন। (কারন ৩৬ ঘন্টা পর রাতে হরতাল থাকবে না। হরতালের সময় আমাদের নেতারা বংশ বিস্তার করতে পারবেন না- ওনারা সম্পদের অপচয় করবেন জেলখানায় আর আপনারা সহবাস করবেন এটা হইতে পারে না।)
বিধি ৮. বাড়ীর খাবার খাইতে না পারিলেও হোটেলের খাবার খাওয়া যাইবে। কারণ উহা হরতালের আওতামুক্ত।
আর:
বাকীটুকু পাঠকরা যুক্ত করতে পারেন----
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হরতালের জন্য। কারণ হরতালের নিয়মকানুনগুলো সবার জানা দরকার।
২| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২
রমনা টেক বলেছেন: হরতাল পালনকারীদের জন্য অসাম কিছু টিপস।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬
s r jony বলেছেন: এত তথ্য বহুল পোস্ট আর কেঊ কমেন্ট করে না কেন???
নেন আমি আপনার পোস্টের "হীট" বাড়ানোর ব্যাবস্থা করলাম, আফটরঅল আপনার মত মডুকে খুশি করানো আমার মত নাদান ব্লগারের কর্তব্য।
০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: Its your wish
৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪
শিপু ভাই বলেছেন:
++++++++++++++++
স্টিকি করলে আরো অধিক পাঠক এ সম্পর্কে অবগত হতে পারবে!!! জোর দাবী জানাই!!!
০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: Je koijon janbe tate kom ki
৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯
জাহিদুল হাসান বলেছেন: হরতালে মোবাইলে কথা বলা, হাগু করা নিশ্বাস নেওয়াও বন্ধ করতে হবে। বন্ধ মানেতো সবই বন্ধ।
স্টিকি দাবী জানাইলাম।
০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
অপরিচিত অতিথি বলেছেন: বাপরে কী আইডিয়া
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আরো দেখবেন। সামনের হরতালে দিমু।
৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগারদের এ্ই হরতাল বিষয়ে করণীয় কি?
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সাংবাদিকদের গাড়ী চলাচালে বাধা নাই। অতএব ব্লগাররা যেহেতু স্ব -সাংবাদিক। তারা লিখতে পারবেন। তবে হরতালের পক্ষে হলে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। আর বিরুদ্ধে হলে --- নানা রকম উপাধি দেওয়া হবে।
৮| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪
প্রতাপ অভি বলেছেন: হরতালে আর কি কি বন্ধ করলে ভাল হয়? বউ এর সাথে কথা বলাও বন্ধ যেহতু সহবাসও..........................
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ওটা বলা আছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯
ডক্টর স্ট্রেঞ্জলাভ বলেছেন: এই পোস্ট নির্বাচিত হলো কিসের ভিত্তিতে ? সুরা সাকি কি সাতসকালেই ?