নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ কেউ আছে যারা নিজের ঢোল নিজে বাজায় না। আবার কেউ কেউ অপরের কাছে ঢোল বাজানোর দায়িত্ব দেয়। সেখানে কিন্তু ঢোল ফেটেই যায়।

তারুণ্যের শক্তিতে জাগুক এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল

ঠোঁটকাটা০০০৭

নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি

ঠোঁটকাটা০০০৭ › বিস্তারিত পোস্টঃ

নববর্ষের শুভেচ্ছা

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১

বাংলা নববর্ষ। ১৪২০। সকলকে নববর্ষের শুভেচ্ছা।

আজ একটা ঝড় হবে। ঝড় টা হবে প্রকৃতিতে এবং মানুষের হৃদয়ে।

কয়েকদিন আগেই অনেকেই নিজেকে প্রশ্ন করেছেন আমি কে? বাঙালী না মুসলমান?

মুসলমান হলে বাঙালী হওয়া যাবে না এমন কথা কে কখন বলেছে। তারপরও এই প্রশ্ন উঠেছে অনেকের মনে। বাঙালীয়ানা পালন করাটা অধর্ম এমন ফতোয়াও এসেছে।

তারপরও প্রকৃতির ঝড়, হৃদয়ের ঝড়, মানুষের প্লাবন সবাইকে নিশ্চিত করেছে আমি বাঙালী।

আবারো জানাই নববর্ষের শুভেচ্ছা।





মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

আমিনুর রহমান বলেছেন:

শুভ নববর্ষ। আপনারে অনলাইনে দেখেই বুঝেছি আপনে পোষ্ট দিবেন।
একটা সত্য কইবেন ??? আপনে কে ভাই/আপা????

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কেনো ভাই। আমারে অনুসরণ করেন কেন? আমি একজন সামান্য লেখক। ব্লগার কইলে কে জানি আবার কি কয়?

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ। শুভ নববর্ষ।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

কলাবাগান১ বলেছেন: জামাতি দের গায়ে আগুন লাগবে আজকে পয়লা বৈশাখে জীবনের উন্মাদনা দেখে......।

এনটিভিতে সরাসরি দেখাচ্ছে পাবনা এডওয়ার্ড কলেজের মাঠে জেমসএর কনসার্ট....... জনসমুদ্র তে রুপান্তরিত মাঠ........।

এত শিরক শিরক বলে ব্লগ গরম করা পোস্ট কিন্তু বাংগালী ঠিকই তার লোকজ উৎসব পালনে এই ধর্মান্ধ লোকদের বাধাকে উপেক্ষা করেই যাবে।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি তো বলেছি। ঝড় উঠবে। এবং উঠবেই।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগারআপনাকেও শুভনববর্ষ শুভনববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: শুভ নববর্ষ।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩

মনোহারী দোকান বলেছেন: এই আদিমতা, এই উন্মত্ততা, এই প্রাগৈতিহাসিকতা,তবে কী আজ নারী ভোগের দিবস?

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনি আজ কাকে ভোগ করলেন কিংবা আপনার কে অন্য দ্বারা ভোগ হলো জানালে খুশী হবো।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৭

মনোহারী দোকান বলেছেন: কাট্টা হারাম, জঘণ্য কুফরী আমল থেকে বেঁচে থাকা ফরজ ওয়াজীব।

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনি বেচে থাকেন। অন্যরে বাচতে দিন।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মামুন রশিদ বলেছেন: বিংশ শতাব্দির শুরুতেই প্রশ্নটা উঠেছিলো, মুসলমান সম্প্রদায় বাঙালী কি না কিংবা বাঙালী হতে পারবে কি না ? সেই প্রশ্নের সমাধান অনেক আগেই মুসলমানরা দিয়েছে । শেরে বাংলার কৃষক-প্রজা পার্টিকে অবিভক্ত বাংলার মসনদে বসিয়ে, আবুল হাশেম-সরোয়ার্দির মতো অসাম্প্রদায়িক নেতাদের মুসলিমলীগের চালকের আসনে বসিয়ে । তারপর বায়ান্ন'র ভাষা আন্দোলন, ৬৬'র ছয়দফা আর ৭১'এর স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের বাঙালী জাতিসত্বাকেই প্রতিষ্টিত করেছি ।


একজন বাঙালী হিসাবে আপনাকেও জানাই নব বর্ষের শুভেচ্ছা :)

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.