![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
সাভারে শ্রমিকরা মিছিল করছে এমপি মুরাদ জং এবং মেয়র রেফাতউল্লার বিরুদ্ধে। ভবন মালিক সোহেল রানা যুবলীগ করতো এবং তার সাথে মুরাদ জংএর সখ্যতা আছে সেটা স্পষ্ট। শেষ মূহুর্তে মুরাদ জংই সোহেল রানাকে ভবন থেকে উদ্ধার করে পালাতে সহায়তা করেছিল। এটা সবাই জনে। রেফায়েত উল্লাহ পৌর মেয়র। তার এলাকাতেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। আর ভবন নির্মানের অনুমতি সে দিয়েছে- অতএব সে দায় এড়াতে পারে না।
শ্রমিকরা মিছিল করছে মুরাদ এবং রেফায়েত উল্লার বিরুদ্ধে। মুরাদ আওয়ামী লীগের এমপি, রেফায়েত উল্লা বিএনপির মেয়র। সোহেল জায়গা দখল করেছে বিএনপির আমলে কারণ সে ছিল বিএনপির নেতার মেয়ের জামাই। মুরাদ সেটাকে প্রশ্রয় দিয়েছে।
পালানোর সময় সোহেল রানা যে বাড়ীতে আশ্রয় নিয়েছিল সেটি স্থানীয় বিএনপি সমর্থকের বাড়ী। অতএব বোঝা যায় যত জঞ্জাল সব বিএনপি আর আওয়ামী লীগে। আর শ্রমিকদের আন্দোলন চলে যাচ্ছে বিএনপির মেয়র ও আওয়ামী এমপির বিরুদ্ধে।
ষড়যন্ত্র চক্রান্ত যাই থাকুক- বিএনপি এবং আওয়ামী লীগ কারো জন্য এটা সুখকর নয়। আমি অবশ্য মনে করি এই সুখকর না হওয়াটাই ভাল। জনতার সংগ্রাম জনতাই করে এবং সেখান থেকেই বের করে আনে সৃজনশীল ধারা।
অতএব-- জাগিছে জনগণ-- সাধু সাবধান।
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনার সাথে একমত
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
কালবৈশাখীর ঝড় বলেছেন:
এরা মোটেই শ্রমিক নয়। গার্মেন্টস শ্রমিক তো নয়ই!
তাহলে এদের সাথে মেয়ে শ্রমিক দুএকজন থাকতো। গার্মেন্টসে ৮০% মহিলা!
এগুলো জাসি র কুকুরের দল! শ্রমিকের ছদ্দবেশে ফাকে ফাকে নেমেছে!
Click This Link
৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তাই নাকি?
৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬
জানতে চায় বলেছেন: গার্মেন্টস শ্রমিক দুয়েকটা মারা মালিকের যায়েজ াছে
০১ লা মে, ২০১৩ সকাল ১০:৩৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তা যা বলেছেন
৪| ০১ লা মে, ২০১৩ ভোর ৫:৫৮
বাংলার হাসান বলেছেন: এই সুখকর না হওয়াটাই ভাল
০১ লা মে, ২০১৩ সকাল ১০:৩৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭
নষ্ট ছেলে বলেছেন: মানুষ সচেতন হচ্ছে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি নিজেদের শুধরানোর কোন লক্ষন নাই।