নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ কেউ আছে যারা নিজের ঢোল নিজে বাজায় না। আবার কেউ কেউ অপরের কাছে ঢোল বাজানোর দায়িত্ব দেয়। সেখানে কিন্তু ঢোল ফেটেই যায়।

তারুণ্যের শক্তিতে জাগুক এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল

ঠোঁটকাটা০০০৭

নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি

ঠোঁটকাটা০০০৭ › বিস্তারিত পোস্টঃ

নারী বিষয়ে হেফাজতীয় নীতিমালার উপকারিতা

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৭

আল্লামা শফি নারী বিষয়ে যে বক্তব্য দিয়েছেন এবং যা নেটে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে তাতে কেউ কেউ বিরক্ত। আবার কেউ কেউ সমর্থন বা বিরোধীতা করছেন। আমি অত্যন্ত নিরপেক্ষভাবে এই দৃস্টিভঙ্গীর উপকারিতা উপস্থাপন করতে চাই।

১. নারীরা বাজারে গিয়ে বড় বেশি সময় নষ্ট করে। অতএব বাজারে না পাঠালে ট্রাফিক জাম কমে যাবে।

২. নারীরা চাকরী করার কারণে তাদের চাহিদা বেশি থাকে। বিশেষ করে কাপড় চোপড় সোনা দানার। অতএব চাকরী না করলেই স্বামীর আয় দিয়ে খরচ মেটানো যাবে। আর বাড়তি ব্যয় করতে গিয়ে স্বামীরা যদি একটু আধটু দূর্নীতি করেন তাহলে নিশ্চয়ই তা ক্ষমাযোগ্য। আফটার অল তারা স্ত্রীদের হেফাজত করছেন।

৩. মেয়েদের লেখাপড়া করার দরকার নেই। এতে সরকারের উপবৃত্তির টাকা সাশ্রয় হবে। সেই টাকা দিয়ে মাদ্রাসা শিক্ষা উন্নত করা হবে। মানুষের কাছ থেকে যাকাত ফিতরা নিয়ে মাদ্রাসা চালানোর প্রয়োজন হবে না।

৪. মেয়েরা তেতুলের মতো। এরা বাইরে এলে বুজুর্গ লোকেরও অসুবিধা ঞয়। না হলে তারা থ্বজভঙ্গ। এ কারণে ধ্বজভঙ্গের অষুধের পিছনে বহুত ব্যয় হয়। ভবিষ্যতে এই ব্যয় হবে না। কারণ মহিলারা ভিতরে থাকবে আর মেশিন চলবে।

ভাইয়েরা আপনাদের কাছে আরো কোনো উপকারের বিষয় থাকলে যোগ করতে পারেন।

মন্তব্য ১৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩০

গেস্টাপো বলেছেন: আপনি কি সেই তন্ময় তালুকদার যাকে নিয়ে ব্লগার রাইয়ান পোস্ট দিয়েছিলো?

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪২

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ভাই উনি কেডা। আমি তো একখান ভোদাই মানুষ। আমারে নিয়া আবার কেউ পোস্ট দেয় নাকি?

২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৯

একজন পথশিশু বলেছেন: আপনেগো মতো মানুষগুলা এমন ক্যা? আপনারা আসলে ঝামেলার মানুষ। বুঝেন আর নাই বুঝেন হিট খাওয়া বা খুচানির জন্য একটা পোস্ট দেয়া লাগবই। এইসব লেইখা হিট পাওয়ার ধান্দা করনের লগে ফুটপাতে মলম বিক্রির তুলনা করলেও বেশি হয়ে যায়। মুর্খ কোথাকার।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ভালাই কইছেন। আপনারা তো আবার জ্ঞানী মানুষ। মানুষ যত জ্ঞানী বে আক্কেল তত বেশি। আর সেটা তো দেখাতাছি।

৩| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৫

একজন পথশিশু বলেছেন: যে আপনে দেখতাসেন। আপনে একতা মস্ত বড় বেক্কলরে দেখতাসেন, মুর্খরে দেখতাসেন। কিন্তু আয়নার সামনে দাঁড়ায়া।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:১১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জব্বর কইছেন। আমি তো আয়নার সামনে- আর আপনি তো আমার সামনে। আমি পিছনে থাকলেও চেহারা ঠিকই দেখতাছি।

৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৩

নিষ্‌কর্মা বলেছেন: সত্য কথা। থ্যানকস।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

৫| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৩

গেস্টাপো বলেছেন: মানে আপনার ঠোট কাটা বন্ধু নামের নিকটা দিয়ে কিভাবে ইসলাম বিদ্বেষ করতেন তার উধাহরন দিয়েছিলো আর কি এবং এটা বোঝাতে চাইছিলো যে আপনি একজন সাম্প্রদায়িক হিন্দু।বিজেপি,নরেন্দ্র মোদী,আরএসএসের বাংলাদেশ শাখার একজন সম্প্রদায়িক কর্মী নাকি আপনি।দুঃখের বিষয় যে আপনাকে নিয়ে পোস্ট দিয়েছিলো সে সুলেমানী ব্যান খেয়েছে।নাহলে পোস্টের লিঙ্কটা আপনাকে আমি দিতে পারতাম

আগে নরেন্দ্র মোদীর পক্ষে থেকে মুসলিমদের বিপক্ষে লিখতেন এবং এখন আওয়ামী লীগের পক্ষ হয়ে হেফাজতের বিপক্ষে লিখছেন।তবে যাক আপনার এবং আপনার লেখার প্রতি আমার শুভকামনা থাকলো

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:২১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আচ্ছা। তার মানে আমি মিথ্যা কথা বলছি? আল্লামা শফি তাহলে ওগুলো বলে নাই? আ আপনারে আর কি বলবো-- আওয়ামী বিএনপির দালালী আমি করি না। আমার পোস্টগুলা পড়লেই বুঝবেন। আমাকে নিয়া কেউ কোনো পোস্ট দিচ্ছে এমন কথা জনমেও শুনি নাই।
আর এটা খুব ভাল বলছেন- নরেন্দ্র মোদীর পক্ষে লিখেছি--- একটাও দেখান দেখি। আমার মনে হয় আপনার কোনো যায়গায় ভুল হচ্ছে---
আমি ঠোটকাটা ০০০৭ : খালি ঠোটকাটা নই।

৬| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৮

সেফানুয়েল বলেছেন: পোস্টের মধ্যে ভিটামিন আছে!!! =p~

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ

৭| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৯

সেফানুয়েল বলেছেন: পোস্টের মধ্যে ভিটামিন আছে!!! =p~ আর হেফাজতীদের জন্য ফুরাডন :-B

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হেফাজতিদের জন্য ফুরাডান নয়, ওটারে বলতে পারেন কার্বোলিক এসিড। সাপ তাড়ানোর কেমিকেল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.