![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
যুদ্ধাপরাধী মামলার রায় নিয়ে বিএনপি কোনো মন্তব্য করে নি। আগের রায়গুলো নিয়েও বিএনপির কোনো অফিসিয়াল প্রতিক্রিয়া ছিল না। এবারো নাই। বিএনপি প্রতিক্রিয়া না দেখানোর মূল কারণ রাজনৈতিক না আদর্শিক সেটা বিবেচনার দাবী রাখে।
মুক্তিযুদ্ধের ঘোষক বলে দাবীদার জিয়াউর রহমানের দল যুদ্ধাপরাধের পক্ষে থাকবে তাও আবার প্রকাশ্যে এটা মনে করা ঠিক নয় আবার যে জিয়াউর রহমান গোলাম আযমকে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন কিংবা যার আশীর্বাদ ছাড়া খালেদা জিয়ার রাজণীতি হয় না তার বিরুদ্ধে অফিসিয়াল কথা বরা সেটাও অসম্ভব। অতএব ধরি মাছ না ছুই পানি এমন নীতিটাই বিএনপির জন্য নেওয়া স্বাভাবিক।
কিন্তু জলে নামবো গা ভেজাবো না এমন অবস্থানের কারণে যে দলের মধ্যে অসংখ্য মুক্তিযোদ্ধা আছেন সেই দল যুদ্ধাপরাধীদের দোসরে পরিণত হচ্ছে। আর এই সুযোগে আওয়ামী লীগ পরিণত হয়েছে মুক্তিযুদ্ধের সোল এজেন্টে।
বিএনপির সমর্থকরা কেবলমাত্র আওয়ামী লীগের বা যুদ্ধাপরাধ মামলার প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে স্বাধীনতা বিরোধীদেরই পক্ষ নিয়ে ফেলেন। মামলা নিয়ে কথা হতে পারে কিন্তু যুদ্ধাপরাধের পক্ষ নেওয়াটা বিএনপির সাজে না।
এক্সেত্রে বিএনপির উচিত নিজেদের অবস্থান পরিষ্কার করা। তা না হলে জামাতের ফাদে পা দিয়ে বিএনপি নিজেও অপরাধীদের পক্ষ নিয়েছে এমন পারসেপশন তৈরী হলে তার ফলাফল তাকেই বহন করতে হবে। কারণ যে যতটুকু পানিতে নামবেন- ততটুকুই তো ভিজবেন?
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনার কথার সাথে একমত। এই ক্ষমতার লোভটাই জামাতকে প্রতিষ্ঠিত করেছে।
২| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুদাই ভাই এখানে বিএনপিরে টানেন কেন! বিএনপি কি একবারও বলছে তারা যুদ্ধাপরাধীদের বিচার করবে না এই রকম কিছু?? বলে নাই।
সো, উনাদের বক্তব্য দেয়া না দেয়ায় কিছুই আসে যায় না। দরকারও নাই। যারা রাজাকারদের বিচারের কথা বলে ক্ষমতায় আসছে, তাদের জবাবদিহী আরও স্বচ্ছ হোক। সেটাই চাই।
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তার মানে বিএনপির কোনো মন্তব্য নাই। কারণ সে গাছেরটাও খাবে তলারটাও কুড়াবে।
৩| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: বিএনপি এইটুক বুঝে যে দরকার হইলে নিজের গায়ে আগুন দিয়া হইলেও জামাতের সাথে জোটে থাকতে হবে। সেইটা কখনো সরব কখনো নিরব যেইভাবেই হোক। তাতে লাভ হইল যদি তর্কের খাতিরে ধইরা নেই যে জামাত শেষ পর্যন্ত কোর্টের নির্দেশেই নিষিদ্ধ হইল। অর্থাৎ পরবর্তি নির্বাচনে দল হিসাবে জামাত নাই, সেই অবস্থাতেও দাড়িপাল্লার সব ভোট ধানের শীষ পাবে। কিন্তু এখন যদি জামাতের সাথে ঝামেলা করে তাইলে পাল্লাওয়ালারা হয় নির্বাচন বর্জন করবে নাইলে অন্য ইসলামী দলগুলিতে জামাতের ভোট ভাগ হইয়া যাবে। গত ৫ বছরে বিএনপির কোন পজিটিভ ভোট নাই। সুতরাং জামাত সাথে না থাকলে ধানের শীষের ভাত নাই। একটাই সমাধান ছিল এইটার। সে হইল এরশাদ। কিন্তু এরশাদ কার সেইটা কি এরশাদ নিজেই জানে?
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তাই তো মনে হয়।
৪| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৮
লিঙ্কনহুসাইন বলেছেন: যুদ্ধাপরাধীদের রায় দিলে বিএনপি কোন মন্তব্য করেনা ঠিক , কিন্তু রায়ের বিরুদ্ধে যখন জামাত শিবির হরতাল দেয় তখন ঠিকই হরতালে সমর্থন দেয় বিএনপি । কি বুঝলেন
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সহমত
৫| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩০
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: লিঙ্কনহুসাইন এর কমেন্টে লাইক
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমারও
৬| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০
হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: রাজাকারের ফাঁসীতে বি,এন,পি কেন্দ্রীয় ও অফিসিয়াল ভাবে চুপ থাকলেও তাদের নেতা, কর্মী, সমর্তকরা মোটেই চুপ নেই, তারা মারাত্বক ভাবে ক্ষুব্দ ও অসন্তুষ্ট, বি,এন,পি নেতাকর্মীরা জামাত শিবির ব্যানারে ভিবিন্ন জায়গায় নাশকতা ও বিশৃঙ্কলা চালাচ্চে,
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তারমানে হলো- বিএনপি জামাত একাকার ।
৭| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪
একজন ঘূণপোকা বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুদাই ভাই এখানে বিএনপিরে টানেন কেন! বিএনপি কি একবারও বলছে তারা যুদ্ধাপরাধীদের বিচার করবে না এই রকম কিছু?? বলে নাই।
সো, উনাদের বক্তব্য দেয়া না দেয়ায় কিছুই আসে যায় না। দরকারও নাই। যারা রাজাকারদের বিচারের কথা বলে ক্ষমতায় আসছে, তাদের জবাবদিহী আরও স্বচ্ছ হোক। সেটাই চাই।
সহমত
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বিএনপি এখানে নিজেদের কে হিজড়া বলে প্রমাণ করলো না তো?
আওয়ামী লীগের বিচারের স্বচ্ছতার দাম সে পাবে- মোনাফেকীর দামও পাবে। তেব নিরনতার দামও পাবলিক নিতে পারে।
৮| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: একজন ঘূণপোকা , আপনার ব্যক্তিগত অবস্থান কী? মুজাহিদের ফাঁসীর রায়ে আপনি খুশি না ব্যাজার?
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনি বুঝে নেন। ওনারা আনন্দে নাই এটা ঠিক
৯| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আগের মন্তব্যের না* = বা হবে।
......তারা যুদ্ধাপরাধীদের বিচার করবে বা এই রকম কিছু??...।
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনার কতা আমরা বুঝে গেছি। তবে বিএনপিরে নপুংশক বানাইলেন কামটা ঠিক করলেন না।
১০| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৬
এস বাসার বলেছেন: বর্তমান বিএনপি হলো জামাতের বি টিম! ওদের মনে বড় কস্ট! এভাবে একের পর এক মহান নেতাদের ফাঁসি/যাবৎজীবন হয়ে যাচ্ছে!!!
কিন্তু ম্যাডামের বুক ফাটে তো মুখ ফুটে না!!! আফসুস!!!
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হম বুঝলাম
১১| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮
নামটা একটু লম্বা বলেছেন: ভাই, বিম্পি ক্ষেমতার রাজনীতি করে। এমনিতেই তাদের শ্যাম রাখি না কুল রাখি অব্সথা। আর তারা এখন ক্ষমতাতেও নাই যে যা খুশি তা বলে বেড়াবে। ক্ষমতায় আসতে দেন আগে তারপর দেইখেন কথা কারে কয়!
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: দেকা যাক
১২| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
খুব মিথ্যে অভিযোগ!!!!!!!!!!!!!! আমি নতুন করে কিছুই করি নাই।
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তার মানে আগে থেকেই নপুংশক?
১৩| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০২
আলাপচারী বলেছেন: একটি প্রধান বিরোধী দল মানে ছায়া সরকারী দল। গনতন্ত্রে তাই বলে। প্রত্যেকটি জাতীয় ইস্যূতে বিরোধী দলের একটি বক্তব্য থাকতে হবে।
চরম ভন্ড আর মেরুদন্ডহীন অথর্ব নেতৃত্বের কারনে বিএনপির কোনো বক্তব্য নেই বিচার ইস্যূতে এই কয়দিনে।
ধরি মাছ না ছূঁই পানি, চরম সুবিধাবাদীতা এখানে নিয়ামক।
এই হোল একটি প্রধান বিরোধী দল।
তারপরও আমরা মনে হয় বিএনপিকেই আগামীতে সরকারে দেখতেছি। আওয়ামী লীগ তার বিশ্বাস যোগ্যতা হারিয়েছে।
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এখানেই তো বিপত্তি। আওয়ামী লীগ হারিয়েছে বিশ্বাসযাগ্যতা, বিএনপি ক্ষমতার জন্য রাজাকারদের সাথে তাল দিচ্ছে, দেশটা যাবে কোথায়?
১৪| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১২
অবুঝ আমি, বুঝ আমি বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: যুদ্ধাপরাধীদের রায় দিলে বিএনপি কোন মন্তব্য করেনা ঠিক , কিন্তু রায়ের বিরুদ্ধে যখন জামাত শিবির হরতাল দেয় তখন ঠিকই হরতালে সমর্থন দেয় বিএনপি । কি বুঝলেন?
বিম্পি কি সেটা বুইঝা ফেলাইছি।
কিন্তু এখন প্যাচ লাগে আমেলিগ রে নিয়া......
যুদ্ধপরাধী দের রায় নাকি কেউ মান্তেসে না। যারা যুদ্ধপরাধীদের দের শাস্তি চেয়ে আস্তেসে তারা রায় মান্তেসে না কেন? রায়ে কি তাহলে শাস্তি এর বদলে পুরষ্কার দিচ্ছে? ঘটনাটা কি?
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ঘটনা আর কিছুই নয়। উভয় দলেরই কামনা একটা যেন তেন প্রকারে ক্ষমতায় থাকা বা আসা। এর জন্য যত ট্রিকস তারা করেই যাবে।
১৫| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১২
পরিবেশ বন্ধু বলেছেন: ব্যক্তি দুষি দেশ বা দল দায়ী নয়
কিন্তু বাস্তবে অন্য হাওয়া উভয় বড় রাজনৈতিক দল যেন এতিম হয়ে
গেল ।
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জব্বর কইছেন। এতিম তো তারা আগেই । এবার আদর্শ হারাইয়া মিসকিন বনে যাবে।
১৬| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮
গোঁফওয়ালা বলেছেন: ভাই একদম সইত্য কথা বলেছেন। এসকল ছলছাতুরি কারে কিভাবে বুঝাই.। আর বুঝলেও কোন অল্টারনেট নাই
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: পাবলিক না বুঝলে কি হবে?
১৭| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৯
রাতুল রেজা বলেছেন: বঙ্গবন্ধু হত্যাকান্ডে যেমন জিয়ার মনের সম্মতি ছিল তেমনি এই রায়ে বিএনপির প্রতিবাদ ও মনে মনে । তারা একদিকে দেশ বিরোধীদের শাস্তিদাবিকারি জনগনের বিরাগভাজন হতে চায়না আরেকদিকে তাদের টিকে থাকার উপাদানকে(জামায়াত কে) গোপনে গোপনে সমর্থন দিয়ে যাচ্ছে । সব ই পলিটিক্স
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এটা অপরাজনীতি। মুখে শেখ ফরিদ বগলে ইট
১৮| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩২
রাজীব দে সরকার বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: যুদ্ধাপরাধীদের রায় দিলে বিএনপি কোন মন্তব্য করেনা ঠিক , কিন্তু রায়ের বিরুদ্ধে যখন জামাত শিবির হরতাল দেয় তখন ঠিকই হরতালে সমর্থন দেয় বিএনপি । কি বুঝলেন
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যা বোঝার সে তো আগেই বোঝা গেছে।
১৯| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬
পিনিকবাজ বলেছেন: "লিঙ্কনহুসাইন বলেছেন: যুদ্ধাপরাধীদের রায় দিলে বিএনপি কোন মন্তব্য করেনা ঠিক , কিন্তু রায়ের বিরুদ্ধে যখন জামাত শিবির হরতাল দেয় তখন ঠিকই হরতালে সমর্থন দেয় বিএনপি । কি বুঝলেন"
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যা বোঝার সে তো আগেই বোঝা গেছে।
২০| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
হাসান কালবৈশাখী বলেছেন:
ধরি মাছ না ছূঁই পানি, চরম সুবিধাবাদী দল।
নেগেটিভ ভোটই এদের চালান। নিজস্য অর্জনে কোন ভোট আছে কি না সন্দেহ!
দলছুট চোরচোট্টা নিয়ে গঠিত আদর্শহীন দলটি! যে দলের এজেন্ডা ও লক্ষ্য বেশিরভাগ নেতাদের কাছেই অস্পষ্ট।
মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ নিয়ে তাদের অবস্থান- অস্পষ্ট ... ঘুরান্ন্যা কথা।
নেত্রী একজন বকলম, যার দাপ্তরিক কাজ এমনকি ভাষণটা পর্যন্ত আরেকজনকে লিখে দিতে হয়।
এরা বঙ্গবন্ধু হত্যার আসামিদের ফাঁসির সময়ও নিশ্চুপ ছিল
এদের কাছে আর কি আশা করেন?
১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি কোনো কিছুই আশা করি না। কিন্তু এরাই তো পালাক্রমে সরকার গঠন করে। তথন তো দেমের ১২ টা বাজে। একটু শিক্ষিত করে দিলে খারাপ কি?
২১| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
ধরি মাছ না ছূঁই পানি, চরম সুবিধাবাদী দল।
নেগেটিভ ভোটই এদের চালান। নিজস্য অর্জনে কোন ভোট আছে কি না সন্দেহ!
দলছুট চোরচোট্টা নিয়ে গঠিত আদর্শহীন দলটি! যে দলের এজেন্ডা ও লক্ষ্য বেশিরভাগ নেতাদের কাছেই অস্পষ্ট।
মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ নিয়ে তাদের অবস্থান- অস্পষ্ট ... ঘুরান্ন্যা কথা।
নেত্রী একজন বকলম, যার দাপ্তরিক কাজ এমনকি ভাষণটা পর্যন্ত আরেকজনকে লিখে দিতে হয়।
এরা বঙ্গবন্ধু হত্যার আসামিদের ফাঁসির সময়ও নিশ্চুপ ছিল
এদের কাছে আর কি আশা করেন?
সহমত এবং কঠিনভাবে সহমত।
১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি কোনো কিছুই আশা করি না। কিন্তু এরাই তো পালাক্রমে সরকার গঠন করে। তথন তো দেমের ১২ টা বাজে। একটু শিক্ষিত করে দিলে খারাপ কি?
২২| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
একজন ঘূণপোকা বলেছেন: @মুহাম্মদ আসাদুল্লাহ্ খুশি না হওয়ার কি আছে, জাতি কলংক্মুক্ত হবে এটা সবাই ই খুশি। কাদের মোল্লা আর গোলাম আজম যে বাদ গেল সেটা ভালো লাগে নাই, আমি তাদেরো ফাসি চাই।আর চাই এই গুলা এখন এই কার্যকর হউক। আর আরেকটা কথা আওয়ামী লীগ বিয়াই এর বিচার করব না। আমি তাদের ও বিচার চাই।
এইবার আপনে বলেন আপনে কি বিয়াই আর নুরুর বিচার চান নাকি?????????
১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সব রাজাকারের বিচার করতে হবে
২৩| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
রাসেল মাহমুদ মাসুম বলেছেন: বিএনপিকে দুইটা ব্যাপারে আওয়ামীলীগ তথা হাসিনা যদি লিখিত নিরাপত্তা দেয় তবে বিএনপি অবশ্যই জামাতকে ত্যাগ করবে ।
১) নির্দলীয় কোন সরকার ব্যবস্থায় নির্বাচন।
২) বিএনপি জামাতকে ত্যাগ করার পর আওয়ামীলীগ কোন রকম ভাবেই তাদের সাথে ঐক্য করবে না।
১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: খুব ভাল প্রস্তাব। আওয়ামী লীগ বিএনপি এ নিয়ে আলোচনা হতে পারে। আমরাও দাবী করতে পারি।
২৪| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: @একজন ঘূণপোকা, আপনি ঐ যুদ্ধাপরাধীদের সম্পর্কে যা যা জানেন ট্রাইব্যুনালে গিয়ে দিয়ে আসুন।
১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ঘুণে পোকা আপনার মন্তব্য চাইছেন।
২৫| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: তুন কইরা আর কী মন্তব্য দিবো? আমি অবশ্যই সব রাজাকারের বিচার চাই। যাদের কথা বললেন আমি তাদের সম্পর্কে কিছু জানিনা। ঘুণে পোকা যা যা জানেন ট্রাইব্যুনালে গিয়ে জানিয়ে আসতেই পারেন । ট্রাইব্যুনাল সেই সুযোগ রেখেছে বলেই জানতাম।
১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তা ঠিক
২৬| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: তুন= নতুন
১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বুঝলাম
২৭| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪০
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: এস বাসার বলেছেন: বর্তমান বিএনপি হলো জামাতের বি টিম! ওদের মনে বড় কস্ট! এভাবে একের পর এক মহান নেতাদের ফাঁসি/যাবৎজীবন হয়ে যাচ্ছে!!!
কিন্তু ম্যাডামের বুক ফাটে তো মুখ ফুটে না!!! আফসুস!!!
১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হয়তো বা তাই
২৮| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বি এন পি আওয়ামী জামাত সব দলই আসলে একই, যেদিকে সুবিধা সেদিকেই এদের গতি। দুই নৌকায় পা রাখার পলিসি বিএনপির জন্য রাজনৈতিক ভাবে কোন সুবিধা আনবে না।
১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি আপনার সাথে একমত
২৯| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২০
নেক্সটডোর বলেছেন: ক্যান ভাই? আওয়ামীলীগের সুনাম করতে চাইলেই বি এনপির বদনাম করা লাগব ক্যান? আবার একি ভাবে বি এন পির সুনাম করা লাগ্লেই আওয়ামীলীগের বদনাম করা লাগব ক্যান? হাসিনা-খালেদার এই মহাগুন জনগণের মইদ্ধে ভালাই প্রভাব বিস্তার করছে দেখি?
১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আওয়ামী লগি বা বিএনপির সুনাম বদনামের প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যার যার জায়গা থেকে সঠিক কাজ করছে কিনা সেটা দেখা।
৩০| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:০৮
কাজী মামুনহোসেন বলেছেন: রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বি এন পি আওয়ামী জামাত সব দলই আসলে একই, যেদিকে সুবিধা সেদিকেই এদের গতি। দুই নৌকায় পা রাখার পলিসি বিএনপির জন্য রাজনৈতিক ভাবে কোন সুবিধা আনবে না।
১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনার কথা কোনটি?
৩১| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫১
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
রাজনীতির নৈতিকতা ও জন মানুষের নৈতিকতা মানুষ বুঝবে কবে?
রাজনৈতিক দল রাজনীতি করে ক্ষমতার জন্য। জন মানুষ তাদের সমর্থন দেয় আবেগ/ভালোবাসা ইত্যাদির জন্য।
রাজনৈতিক দল তো শেষ পর্যন্ত ক্ষমতা পায়-ই, কিন্তু জন মানুষ কী পায়?
আশ্বাস, প্রতিশ্রুতি ও বিরাট বিরাট মূলা ছাড়া আর কিছু পায় কি?
হায় বির্বোধ জন মানুষ!!!
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৭
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সঠিক বলেছেন। জনমানুষ রাজনীতি করে না- কিন্তু জনমানুষকে নিয়ে ওনারা রাজনীতি করেন। জনমানুষের নামে নিজেদের মধ্যপ্রদেশ উন্নত হয় আর সাধারণ মানুষের হাড্ডি গোণা যায়। রানা প্লাজায় চাপা পড়ে সাধারণের লাস। এটাই চলছে অনাদিকাল থেকে
৩২| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
মাহতাব সমুদ্র বলেছেন: আমরা আশা করতে বিএনপির কিছু বলা দরকার ছিল। কিন্তু বিএনপি কিছু না বলেও বলার দায়িত্ব পালন করেছে। ভালো লিখেছেন শুভ কামনা।
১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ঠিক।। না বলারও একটা অর্থ আছে। আর সেটা বোঝার মতো দক্ষতা আয়ত্ব করতে পারলেই হয়।
৩৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১
মাহমুদুর রাহমান বলেছেন: রাসেল মাহমুদ মাসুম বলেছেন: বিএনপিকে দুইটা ব্যাপারে আওয়ামীলীগ তথা হাসিনা যদি লিখিত নিরাপত্তা দেয় তবে বিএনপি অবশ্যই জামাতকে ত্যাগ করবে ।
১) নির্দলীয় কোন সরকার ব্যবস্থায় নির্বাচন।
২) বিএনপি জামাতকে ত্যাগ করার পর আওয়ামীলীগ কোন রকম ভাবেই তাদের সাথে ঐক্য করবে না
বি এনপি এই ট্রাইব্যুনাল বাতিল করবে না, বরং ঐ বেয়াই দের কপানি হবে এই ট্রাইব্যুনাল দিয়েই ইনশাল্লাহ। ঘুনে পোকার কাজ কি প্রসিকিউশনের টা? এ ভাবেই দুই পক্ষের অপরাধীদের বিচার হলে খারাপ না। তবে সেটা যেন অবিচার বা বিচারের নামে নাটক " আমি খাড়ায়া যামু, আপনি বসায়ে দিয়েন, কেউ যেন বুজবার না পারে আমাগো মধ্যে খাতির আছে " এমন না হয়।
১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বিএনপির নীতিটা কে গ্রহণ করবে তা বলাই বাহুল্য। কারণ ইতিমধ্যে বলা হয়েছে আইন ও ট্রাইবুনাল বা প্রসিকিউশন পুনর্গঠন করা হবে। আওয়ামী লীগ ইতিমত্যে তাদের দল থেকে বহিস্কার করে একজন যুদ্ধাপরাধীর বিচার শুরু করেছে। বিএনপি কি সেই পন্থা নেবে। নিলে খুব ভাল কথা। কিন্তু মুস্কিল হলো হলো বিএনপি কর্মীরা জানে না তাদের নেতার মনে কি? আসলে কর্মীদের আক্ঙ্খা বা প্রতিক্রিয়া পুরোটাই মূল্যহীন। একমাত্র তারেক বা খালেদা জিয়াই জানেন। অন্যরা তো রামভোদাই। সরি ভোদাই বলার জন্য। অবশ্য আওয়ামী লীগেও তাই। শেখ হাসিনা ছাড়া সবাই ছাগলের তিন নম্বর।
৩৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:২৩
বাংলার পোলা বলেছেন: "বিএনপি ক্ষমতায় গেলে সব ৱায় পুনঃবিবেচনা করা হবে এবং
বিশেষ আদালত ও পর্যালোচনা করা হবে ৷" -বিএনপির ব্যাৱিষ্টাৱ ৱফিকুল ইসলাম মিয়া ।
সামনে আসছে শুভ দিন, ধানের শীষে ভোট দিন, রাজাকারকে মুক্তি দিন
২০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪২
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: হা হা হা, ঠিক বলেছেন।- এরকম একটা মন্তব্য পাওয়া গেছে ২ দিন পর।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯
মেহেদী হাসান '' বলেছেন: সময়ের প্রয়োজনে আওয়ামীলীগ-বিএনপি উভয়ই জামাতের আশীর্বাদের জন্যে মাথা নত করেছে।