![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি
তুলনা করাটা আমাদের স্বভাব। কার চেযে কতটা ভাল আছি বা খারাপ আছি- সেটা দিয়েই নিজের অবস্থাকে ব্যাখ্যা করতে চাই। কিন্তু ্ই্ তুলনার বিষয়টিন যে আপেক্ষিক এবং এর যে কোনো ভিত্তি নেই সেটা আমরা কখনোই বুঝি না। গুণীজনেরা বলেছেন- পৃথিবীর কারো সাথে নিজের তুলনা কোরো না- এই তুলনায় নিজেকেই অপমান করা হয়। কিন্তু মানুষ তুলনা করে- নিজের সাথে অপরের। অপরের সাথে অপরের। আর এই তুলনা দিয়েই চলে মূল্যায়নের প্রক্রিযা।
বাংলাদেশের রাজনীতিটা মূলত তুলনার রাজনীতি। তবে এই তুলনার বিষয়টি আরো ভিন্নধর্মী। ইতিবাচক বিষয়ের পরিবর্তে নেতিবাচক বিষয় নিয়ে তুলনা হয় বেশি।
কার চেয়ে কে কতটা খারাপ, কে কতটা বেশি বা কম দুর্নীতিবাজ, কতটা কম বা বেশি সন্ত্রাসী সেটা দিয়েই নির্ধারণ করে যোগ্যতা।
কার চেয়ে কে কত শিক্ষিত, কে বেশি গণতান্ত্রিক, কে অধিকতর সহনশীল, কে বেশি দক্ষ এই ইতিবাচক পরিমাপক দিয়ে যোগ্যতা পরিমাপ করা হয় না। যোগ্যতার পরিমাপ হয় নেতিবাচক সূচক দিয়ে। আর এটি নিয়ে কথা বলতে গেলে সবাই হই হই করে বলবে ওরা তো সেটা করেছে- আমরা তো তা করিনি। নানা রকম তুলনা হবে- হেফাজত ইসলামকে মতিঝিল থেকে তাড়ানোর পন্থার সাথে বাংলা ভাইয়ের নির্যাতন- ১০ ট্রাক অস্ত্র মামলার সাথে বিশ্বজিত হত্যাকান্ড, পদ্মা সেতুর সাথে অর্থ পাচার মামলা ইত্যাদি নিয়ে তুমুল বিতর্ক হবে। বিতর্ক হবে খারাপ বিষয় নিয়ে।
ভাল কতটা হলো তা নিয়ে বিতর্ক হবে না। কে কয়টায় ঘুম থেকে উঠবেন, কে কার সাথে পরকীয়া করছেন, এগুলো নিয়ে বিতর্ক হবে।
আর তাই প্রতিবারের নির্বাচনের সময় আমরা বলি-- আমাদের বাড়ীন সেই পাগলটা ভাল- যে গাছে উঠে ( পেশাব করে)..... .. করে। আগামী নির্বাচনে- হয়তো সে রকমই একটা ফলাফল অপেক্ষা করছে আমাদের জন্য।
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৫
গ্যাম্বলার বলেছেন: ইউ আর রাইট..
পাগলটা ভাল- যে গাছে উঠে .......
৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
৩| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০
মাহতাব সমুদ্র বলেছেন: হুম ঠিক। ভালো লিখেছেন++
৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মাহতাব সমুদ্র আপনাকে ধন্যবাদ
৪| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: ডাস্টবিনের ময়লা নিয়ে ঘাটাঘাটি করে গন্ধ উৎপাদনে জুড়ি নেই আমাদের। পোস্টে +++
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩০
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩১
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ
৫| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:১২
মাসুম আহমদ ১৪ বলেছেন: হুমমমমম - ভাল জিনিস নিয়া বিতর্ক হওয়া উচিত
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২৯
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কিন্তু কেউ করে না।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৫
গ্যাম্বলার বলেছেন: ইউ আর রাইট..
পাগলটা ভাল- যে গাছে উঠে .......