নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ কেউ আছে যারা নিজের ঢোল নিজে বাজায় না। আবার কেউ কেউ অপরের কাছে ঢোল বাজানোর দায়িত্ব দেয়। সেখানে কিন্তু ঢোল ফেটেই যায়।

তারুণ্যের শক্তিতে জাগুক এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল

ঠোঁটকাটা০০০৭

নিজের সাথে প্রতারণা করি না। যেটা বিশ্বাস করি, সেটাই লিখি

ঠোঁটকাটা০০০৭ › বিস্তারিত পোস্টঃ

জামাতের পক্ষে বিএনপির নগ্ন অবস্থান- প্রসঙ্গে

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:০৪

আপডেট:

কেউ কেউ বলছেন--

"রায় সৃষ্টিকর্তার বিরুদ্ধে"

ধর্ম নিয়ে রাজনীতির সেই বিকৃত কৌশল।

এ যাবতকাল জেনেছি- আল্লাহ ই তার বান্দাকে হেফাজত করেন।

এখন দেখি বান্দারাই সৃষ্টিকর্তাকে হেফাজতে নেমেছে

( হে আল্লাহ, তমি এই অবোধ বান্দাদের ক্ষমা করো।)



আদালত জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার এক দিনের মাথায় বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে রাজনীতি ও সংগঠন করার অধিকার সরকার হরণ করে নিচ্ছে।

জামাতীদের পক্ষাবলম্বন করে মীর্জা সাহেব কিসের বার্তা দিতে চান- তা বোধগম্য নয়। জামতের গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, অতএব জামাত নিজেদের গঠনতন্ত্র সংশোধন করে আবার নিবন্ধনের জন্য আবেদন করতে পারে। আর তা না হলে অনিবন্ধিত দল হিসেবে রাজনিতি করবে। স্বতন্ত্র প্রার্থী হিসবে নির্বাচন করবে- আর তা না হলো বিএনপি তো আছেই- মুসলিম লীগ, পচা চৈনিক বাম, জামাতদের আশ্রয় কেন্দ্র। আর বাই চান্স মুক্তিযোদ্ধা কিছু ছিল। জিয়া তো এদের ভরসাতেই রাজনৈতিক দল গড়েছিলেন। কি অদ্ভুত এক কম্বিনেশন-- একদল যারা মক্তিযুদ্ধের বিরোধী-, একদল যারা মক্তিযুদ্ধ করেছিলেন (মনে কি ছিল তা তারাই জানেন), একদল যারা মুক্তিযুদ্ধকে শুয়োরের লড়াই বলে অভিহিত করেছেন তাদের সমন্বয়ে গড়ে ওঠা বিএনপি-র কাছ থেকে জামাতের পক্ষে এমন নগ্ন অবস্থানই আসবে এটাই বাস্তব।

অবশ্য কেউ কেউ মনে করেন - এটা নগ্ন অবস্থান নয়। তাহলে কি ডিপ্লোমেটিক? অবশ্য পাবলিক এই কুটনীতিটা বুঝতে পারে অতি সহজে।

তবে বিএনপির মধ্যে যারা যারা একটু ভিন্নভাবে ভাবেন তাদের হতাশা বাড়বে বই কমবে না। অবশ্য তাদের মনে কি জাগ্রত হয় তা দেখার সময় তো যুবরাজ এবং মহারানীর নাই।

মন্তব্য ৪৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:১৩

shahinur70 বলেছেন: সমস্যা হচ্ছে বিএনপি জামায়াতের পক্ষে নগ্ন অবস্থান নেই আর আওয়ামীলীগ তলে তলে রূদ্বদ্বার বৈঠক করে জামায়েতের সাথে- তফাৎ হচ্ছে এইটুকু দুইদলের।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:১৯

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সঠিক। বলেছেন। আসলে জামাতকে সামগ্রিকভাবে বয়কট করাটাই সঙ্গত

২| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:১৩

আশিকুর রহমান ১ বলেছেন: জামতের পক্ষে বিএনপির নগ্ন অবস্থান- প্রসঙ্গে লিখেছেন কিন্তু নষ্ট বামদের পক্ষে হাম্বালীগের নগ্ন অবস্থান প্রসঙ্গ এড়িয়ে গেলেন?? জামাতকে নিষিদ্ধ করতে চাইলে সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হিসেবেই নিষিদ্ধ করা যায়। কিন্তু হাম্বারা যে ছুতো ধরে জমতিদের নিষিদ্ধ করছে তা শুধু জমতি নয় সকল ইসলামী দল্কে নিষিদ্ধ করার সদূর প্রসারী চক্রান্তের সুচনা মাত্র! কারন হাম্বাদের মতে জনগণ সকল ক্ষমতার উৎস হলেও দেশের সকল ইসলামী এবং ডানপন্থী দলের কাছে আল্লাহ্‌ ই সকল ক্ষমতার উৎস।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:২৪

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: নষ্ট বাম বলে যাদেরকে মনে করছেন- তাদের প্রতি আওয়ামী লীগ প্রকাশ্য অবস্থানই নিয়েছে। জামাত যুদ্ভাপরাধীদের দল। সেটার পক্ষে বিএনপির অবস্থান অশ্লীলও বটে।
আর আল্লাহকে যদি সকল ক্ষমতার উৎস বলে মনে করেন তাহলে তো জনগণের রায় নেওয়ার জন্য নির্বাচনে দাড়ানোটাই অনৈসলামিক। আর সকল জনগণই তো ডানপন্থী বা ইসলামি আদর্শে বিশ্বাসী নয়।
বিএনপি নেতা গয়েশ্বর রায়ও নিশ্ছয়ই ডানপন্থী- এবং ইসলামী আদর্শের পক্ষে এটা বলবেন না। ডান আর ইসলাম এক নয়। ইসলাম আচরণের- ব্যবহারের। ইসলাম প্রয়োগের- রাজনীতির নয়। প্লাগকাটা ভুরু- দূর্নীতি- ইত্যাদি করে ইসলাম কায়েম হবে না।

৩| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:২২

রানার ব্লগ বলেছেন: আমরা তো বহুদিন ধরেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছি। জামায়াত এ দেশের সংবিধান ও রাষ্ট্রের সঙ্গে সঙ্গতিপূর্ন নয়। এ জন্য দাবি জানাচ্ছি, জামায়াতকে দল হিসেবে নিষিদ্ধ করা হোক

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:২৪

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ। আমি আপনার পক্ষে

৪| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: একদল যারা মক্তিযুদ্ধ করেছিলেন (মনে কি ছিল তা তারাই জানেন), ...?

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:০৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের অনেকের বর্তমান অবস্থান তো পরিচ্ছন্ন নয়।

৫| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৮

আহলান বলেছেন: এই দেশে আবার আদর্শ বলে কিছু আছে ?

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:০৮

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তা হয়তো নাই। তবে আদর্শটা তো চাই।

৬| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:০৫

সরকার৮৪ বলেছেন:
জামতের গঠনতন্ত্র সংবিধানের সাথে সাংঘর্ষিক ১৯৬৪ সালে ও আছিল , কিন্তুক আয়ুব খান তাগোরে নিষিদ্ধ করার পরে আম্বারা বিবৃতি দিয়া প্রতিবাদ জানাইসিলো।

Jamaat faced ban once in undivided Pakistan by military ruler Ayub Khan and once in independent Bangladesh. When it was banned by military ruler Ayub Khan, political parties including Awami League strongly opposed the ban, terming it an attack on political freedom

To Ban or Not to Ban (The Daily Star, Friday, April 5, 2013)

তো ভাইজান বিএনপি বা বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো আর প্রতিবাদ জানাইয়া বিবৃতি দ্যায়নাই (অবশ্য আম্বারা ও অহোনো জামাতরে নিষিদ্ধ করেনাই আর করার সম্ভাবনা ও নাই) কেবল কইসে রাজনীতিরে রাজনীতি দিয়াই মুকাবেলা করানির কাম...............তাতে আপনে নগ্ন অবস্থান কই পাইলেন ?

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:১২

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ও আপনি বুঝেন নাই বুঝি? কেন ওইডা কি বুঝেন নাই০- ফকরুল বলছেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। তাইলে সন্ত্রাসী- ধর্মের বিকৃত ব্যাখ্যাদানকারী- তাদের তো রাজনতি করার অধিকার থাকার কথা না।
আম্লীগ কি করছে- ওইডা বইলা লাভ নাই। আম্লীগ তো চোর ডাকাত, নাস্তিক। ওরা তহন কি করছিল সেই টা তুলনা করেন কেন।
আপনি জামাতের লগে থাকবার চান তাতে তো কোনো সন্দেহ নাই। আল্লাহর পথের সৈনিক আপনারা - আপনাগো কি বিএনপি- আওয়ামীলীগ লাগে নাকি?

৭| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:০৮

এন ইউ এমিল বলেছেন: আঙ্গুলের আগা দিয়া গু না খাইয়া খাবলাইয়া খাইলেইতো হয় !!!

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:১৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যার যেটা পছন্দ।

৮| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৩২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: জামাতের পক্ষে বি.এন.পি এর অবস্থান বহু আগে থেকেই স্পষ্ট। স্পষ্টতাকে আপনি নগ্নতা বলে সমালোচনা করতে পারেন আবার স্পষ্টতা বলে আলোচনাও করতে পারেন। এটা আপনার পক্ষপাতের বিষয়।

বিন্তু জামাত সম্পর্কে আওয়ামীলিগের পোশাকী অবস্থান যে কোন স্পষ্টতা বা স্বচ্ছতা জন্য হুমকী। যে কোন পোশাকী অবস্থান সত্যের সাথে প্রতারনা'ই নির্দেশ করে।

বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে প্রতিপেক্ষের সাথে রাজনীতি করা কোনভাবে কি গ্রহণযোগ্য ? মির্জা ফকরুল এর বক্তব্য এর বাস্তবতা তার দলের জন্য কতটুকু স্বার্থক সেটা বিতর্কের বিষয় তবে এই বক্তব্যের প্রায়োগিক প্রয়োজনীয়তা কোন ভাবেই আস্বীকার করা যায় না।

জামাতের গঠনতন্ত্রের কোন বিষয়গুলো বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক তা কি আদালত বলেছে ? যতদুর জানি রায় হয়েছে এক লাইনে " জামাত ইসলামের নিবন্ধন অবৈধ্য" ।

আওয়ামীলিগ যতটুকু চেয়েছে ঠিক ততটুকুই। বেশী ঘাটলে আবার আরও ইসলামিক দল গুলো জড়িয়ে যেতে পারে।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৫

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সাংঘর্ষিক বলেই নিবন্ধনের অযোগ্য। যারা রীট করেছিলেন তারা ৪টি বিষয় উল্লেখ করেছিলেন। আর রায়ের ক্ষেত্রে সেটাই বিবেচনা করা হয়।
বিএনপির অবস্থান স্পষ্ট এটা যেমন ঠিক- আবার অস্পষ্ট এটাও ঠিক। কারণ যে কোনো সময়ে ভোল পাল্টানো যায়। তবে বিএনপির নিজের শুদ্ধ হওয়ার একটা সুযোগ তারা পায়ে ঠেলে দেবে এটা ঠিক না। এখানেও একটা রোল তারা রাখতে পারতেন।
আওয়ামী লীগ বা বিএনপির তুলনা এখানে করার কোনো যুক্তি নেই। তুমি অধম তাই আমি অধম হইবো - এটা ধোপে টিকে না। কিন্তু বছরের পর বছর এটাই হচ্ছে। আওয়ামী চরিত্র- বা বিএনপির চরিত্রই হচ্ছে যেন তেন প্রকারে ক্ষমতায় যাওয়ার বা থাকার পন্থা। এই সিস্টেমটাই দেশের জন্য এবং জনগণের জন্য প্রতারণামূলক।

৯| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৪

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: জামাত-আওয়ামি লীগ মূদ্রার এপিঠ-ওপিঠ,একদল পাদা আর অন্যদল ভাদা।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৫

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সহতম

১০| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আবার ৭২-৭৫ এর দূর্ঘন্ধ পাওয়া যায়!!!


গণতন্ত্রকে হত্যকারী একদলীয় স্বৈরশাসনের পথৈ কি দেশ????

বাকীসব গুজুগুজুর...

আর সর্বশ্তিমান আল্লাহতে বিশ্বাসের জন্য জামাত নিষিদ্ধ- সরাসরি কথাটা বলেনতো দেখী বুকের পাটা কত বড়!!!!!

আল বাল ছাল ত্যানাপ‌্যাচনি বাদ দিয়া সোজা সাপটা বলেন - দেখেন পাবলিক রিএকশন কি হয়????

জামাতের নীতিতে ইসলামের পরিপূর্নতা নাই- কিন্তু তাই বলে শুধূ আল্লাহতে বিশ্বাসের কারণেই এত নাটক সোজা সাপটা বলেন না কেন?
দেখেন ৫-০র জায়গায় ৩০০-০ হয় কেমনে!!!!!

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: খুব ভাল বলেছেন। আল্লাহও প্রতি জামাতের বিশ্বাস থাকলে সাঈদীরে চাদে পাঠাতে হয়? মন্দিরে আগুন দিতে হয় । কোরআন পুড়াতে হয়? আর জগণের ভোট চাইতে হয়।
জামাত একটা ভন্ড মোনাফেকের দল।
এই জন্যই জামাত নিষিদ্ধ হওয়া উচিত। যারা নারী ধর্ষন করে, অগ্নিসংযোগ করে তাদেরকে আল্লাহর দল বলবো এমন মোনাফেক আমি না। বুকের পাটা থাকলে স্বীকার করেন- নারী ধর্ষন করেছেন, আগুল লাগিয়েছেন, খুন করেছেন আল্লাহর শাসস কায়েমের জন্য। দেখেন- কিল একটাও মাটিতে পড়বো না।
আল্লাহর নামে (বাল ছালওঘ) কন। আপনার ধর্ম বিশ্বাস তো বুইঝাই গেলাম।

১১| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৫

দুঃখ হীন পৃথিবী বলেছেন: জ্বী ভাইজান এক কাজ করেন জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষনা করছেন এখন বিএনপিরও করেন, কারন বিএনপি জামাতের সাথে জোট করেছে।
কিছুদিন পর সকল ইসলামী দল গুলির নিবন্ধন বাতিল করেন এবং ৯৬ তে আওয়ামী জামাতের সাথে জোট করার কারনে আওয়ামী নিষেধ ব্যাস এখন হাসিনার নেতৃত্বে বাকশাল।


আদালতের রায়ে কোথাও বলেনি জামাত সন্ত্রাসী কিংবা যুদ্ধঅপরাধির দল হওয়াই তাদের নিবন্ধন অবৈধ, বলেছে সংবিধানের পরিপন্থি তাই।
পরিপন্থি কি তাও বলেছে, সংবিধানে বলাআছে জনগন সকল ক্ষমতার উৎস আর জামাত বলেছে আল্লাহ সকল ক্ষমতার উৎস।
এই রায় জামাতের বিরোদ্ধে যায় নি গিয়েছে সরাসরি ইসলামের বিরোদ্ধে।

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: অতএব জেহাদ শুরু করেন।

১২| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৯

ম্যানিলা নিশি বলেছেন:

শুধু জামাতকে নির্বাচন কমিশন থেকেই বিতরণ করা যথেষ্ট নয়!

জামাত,শিবির,রাজাকারকে সংশ্লিষ্ট সকল দোআঁশলা পারিবার থেকেও সরিয়ে দেয়া হোক,এক্ষেত্রেও পারিবারিক নিবন্ধন বাতিল বা তালাক কার্যকর করার কোন বিকল্প নাই। কি কন ভাইজান?

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৪

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: রিভার্স সুইং? খেলতে থাকেন।

১৩| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

সরকার৮৪ বলেছেন:

আম্লীগ তো চোর ডাকাত, নাস্তিক।

তোবা তোবা কন কি ভাইজান, আম্লীগই তো জানতাম আসল 'আল্লাহর পথের সৈনিক'


ফকরুল বলছেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না


'নিষিদ্ধ'
কি করা হইছে ?

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: রিভার্স সুইং খেইলেন না। ধর্ম নিয়ে রাজনিতি করেন- অত চালাকির কি দরকার। কইয়া ফেলেন- খুন ধর্ষণ যা হইছে তা জামাতের ভাষায় আল্লার আইন প্রতিষ্টার জন্য হইছে। ডাইরেক্ কন। ফালতু প্যাচান কেন।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
বুকের পাটা থাকলে স্বীকার করেন-

নারী ধর্ষন করেছেন, আগুল লাগিয়েছেন, খুন করেছেন আল্লাহর শাসস কায়েমের জন্য!

জবাব নেই!

এটিও পড়ুন
Click This Link

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ধন্যবাদ সাথে থাকেন। কুকুরের সন্তানেরা মাঝে মাঝে দল বেধে আসছে।

১৫| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪

নিষ্‌কর্মা বলেছেন: মুক্তিযুদ্ধকে শুয়োরের লড়াই বলে অভিহিত করেছিল যারা তাদের একজনের নাম দিলীপ বড়ুয়া। নামটা কি চেনা চেনা লাগছে?

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এখনো বলে নাকি সেটা দেখেন।

১৬| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১২

সেলিম আনোয়ার বলেছেন: চোরে যদি বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি আসে যায়? তাই না। প্রকাম্যে করলে দোষ। জামাতের রাজাকাররা সারাদেশে তান্ডব চালালো। রমযানে হরতাল ও দিল। তার আওয়ামীলীগ কি করলো তারা ও সন্ত্রাস যজ্ঞে মেতে ওঠলো শিবিরদের তো মেরেছে হত্য করেছে এখন যবলীগের এক নেতা আরেক নেতা কে হত্যা করে আর তাদের সরকার আবার তাদের ক্রস ফায়ারে দেয়। আহারে কি সোনাল বাংলা করেছে এ ই সরকার ।লজ্জা থাকলে ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করতো। তা না এখন নির্বাচন নিজেদের অধীনে করে আবার ক্ষমতায় আসার চক্রান্ত। শেইম লেইস পার্টি।জামাত আর আওয়ামীলীগ এখন এক মুদ্রার এপিঠ ওপিঠ।

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: জামাত আওয়ামী লীগের চেয়ে খারাপ না ভাল এটা প্রত্যেকের নিজের বোধের বিষয়। তবে জামাত বিরোধিতা মানে আওয়ামী লীগকে সমর্থন করা এটাই বা মনে করেন কেন? আওয়ামূ লীগরে যা খুমী তাই করেন- কিন্তু তাই বলে জামাতকে সমর্থন দেওয়া চলে না।

১৭| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫

নষ্ট ছেলে বলেছেন: ঈদের পর দেশে সহিংসতা আগের যেকোন রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। ছাত্রলীগ, যুবলীগকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা যেকোন কিছুর জন্য প্রস্তুত থাকে। কোন ভাবেই আওয়ামী লীগ নির্দলীয় কারো কাছে ক্ষমতা দিবে না। দলীয় সরকারের আন্ডারে নির্বাচন করার জন্য যা কিছু করার দরকার সব করবে।
তত্ত্ববধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হলে নিশ্চিত ভরাডুবি। তার চেয়ে ভাল না জোর করে যতদিন ক্ষমতা টিকিয়ে রাখা যায়?

জয় বাংলা।

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: যার যেমন মত, সে তো তাই করবে

১৮| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭

খাটাস বলেছেন: বিএনপির মধ্যে যারা যারা একটু ভিন্নভাবে ভাবেন তাদের হতাশা বাড়বে বই কমবে না। রাজনিতির কোন আদর্শ নেই- এটা কিছু অন্ধ সমর্থক বঝে না কেন এইটাই চিন্তার বিষয়।

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আসলে রাজনীতি থেকে আদর্শ বিদায় নিয়েছে- বা আদর্শবানরা রাজনীতি করছে না।

১৯| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬

আমিনুর রহমান বলেছেন:



আমার তো মনে হয় আমাদের রাজনীতিবিদের সমালোচনা'র অনেক উপরে চলেন গেছেন। এই নোংরা রাজনীতি নিয়ে আমার কথা শুনতে আর বলতে কোনটাই ভালো লাগে না গো আফা !!!

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সঠিক বলছেন।

২০| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ সাথে থাকেন। কুকুরের সন্তানেরা মাঝে মাঝে দল বেধে আসছে।

নিজের পশুত্বটা আর লুকিয়ে রাখা গেল না না? থুহঃ

সকল ব্লগারকে কুকুরের সন্তান বলা কি সুশীলতা????
- পাপিষ্ট! সারমেয়! বরাহ ছানা দূর হ!!!! বলে যদি কেউ গালি দেয়- তারে বলবেন দেখো দেখো কি মূখের ভাষা-- ছে ছে...

আর মুক্তিযুদ্ধরে যথেষ্ট পচাইছেন?
আর পচাইয়েন না।
৯৬এ যখন আওয়ামীলীগ জামাতের সমর্থনে সরকার বানাইল তখন কি চেতনা ঘূমাইছিল?
আপনার সূত্র মতেই আওয়ামীলীগাররাও তো তবে মুয়রকা বাচ্চা হয়। হয় নাকি?
তাদের সাথে মাখামাখির প্রমাণ চাইয়েনা আবার! আপনারাতো স্বার্থের গোল্ডফিশ মেমোরি।

প্রয়োজনে নগদটা ভূলে যান। আবার প্রয়োজনে হাজার বছর পিছনরেও সামনে আনেন।

এইসব বালছাল আবেগ নিয়া খেলা বাঙালী বোঝছে দেঈখাই- মিডিয়ায় এতবার দেখাইয়াও পাবলিক খেপাইতে পারে নাই- বোঝেন না
৫-০ কেমনে হয়????????

এরপরও আবাল হইয়া একই ভাঙ্গা রেকর্ড বাজান। কাম না থাকলে আর পেমেন্ট হালার করতে কিছূতো করতেই হইব!!!!!!

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি কি আপনারে কইছিলাম নাকি? নিজে থেকে ধা দিলেন মনে হয়।
আপনার মানটা আমার এখানে আসার উপরযুক্ত না। কথায় কথায় বাল ছাল বলেন কেন> নাকি বাল ছালের মধ্যেই থাকেন বেশি।
আবশ্য নিজেদের মাথায় যা থাকে তাই তো বলবেন।
আপনার জন্য এ স্থান না। এটি বড়দের খাবার

২১| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: স্বাধীনতা মানে চেতনার ব্যাবসা নয় । স্বাধীনতা মানে নাস্তিকতা কায়েম নয় , স্বাধীনতা মানে সুন্দরবন ধংষ করা নয় , স্বাধীনতা মানে রাজাকারের পোলার লগে নিজের মেয়ের বিয়ে দেওয়া নয়, , স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধের সময় ভারতে পালিয়ে গিয়ে এখন এসে মুক্তিযুদ্ধকে পুঁজি করে চেতনার ব্যাবসা করে আগামিবার আবার ক্ষমতায় এসে জনতার উপর জুলুম করে পুনরায় শেয়ার বাজার লুট করার পাঁয়তারা নয় ।

" স্বাধীনতা মানে নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে রনাঙ্গন থেকে বাঘের মত বজ্র কন্ঠে আওয়াজ - আমি মেজর জিয়া বলছি "

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কেউ স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা করে আবার কেউ বা ধর্ম নিয়ে করে। সবই জানা

২২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২২

এ কে সুমন বলেছেন: আরে ভাই আপনি সত্যি কথা বলতে পারেন না ? বি এন পি ও আওয়ামীলীগ মুদ্রার এপিট ওপিট, প্রয়োজনে সবাই জামায়েত কে কোলে তুলে নেয়। যেমনি আওয়ামীলীগ ১৯৯৬ নিয়েছিল। ভুলে গেলে ছলে না .।.।.।.।.।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আমি কি কইছি এই কথাটা মিথ্যা? বিএনপি জামাতরে ধরলেই মনে করেন কেন আমি আওয়ামী লীগের লোক। এই ডা ছাড়া আর ভাবতে পারেন না?
আওয়ামী ও বিএনপি উভয়ই রাজনৈতিক বেশ্যা। জামাত তাদের সঙ্গী। কি খুব খূশী?
আমার কিন্তু কোনো প্রব্লেম নাই। আপনার কি কোনো প্রব্লেম আছে?

২৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২৬

ইকবাল পারভেজ বলেছেন: -

গোলাম আযমকে ফাঁসী না দেওয়ার কারন কি?? আওয়ামীলীগ কি নগ্ন হইয়া জামাতের পুটু মারা খাইছে কথা কি মিথ্যা??


আর হাসিনার মেয়ে পুতুল যে রাজাকারের সংসারে বছর বছর বাচ্চা পয়দা করতাছে সেইটা কি নগ্ন হওয়া ছাড়াই.......??!!!!!!!

২৪| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:১২

ইকবাল পারভেজ বলেছেন: শুধু গোলাম আযম না, তোমার মা-বোনের গর্ভে আরো অনেকেই কুত্তা পয়দা করছে, তুমি হইলা তার একটা|

বিন্পি লইয়া পোস্ট না চুদাইয়া, আম্লীগরে জামাতের কেডা কেডা পুন মারছে সেইটা লইয়া পোস্ট দেও, জারজ কোথাকার|

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:১৬

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তুমি নিজেই একটা কুকুরের সন্তান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.