নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সপ্ন দেখতে ভালবাসি তবে তা ঘুমের মধ্যে নয় বাস্তবে ।

ছদ্দবেশি লৌকিক

ছদ্দবেশি লৌকিক › বিস্তারিত পোস্টঃ

বর্তমান অবস্থা

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮

বর্তমান যুগ অহংকার, প্রতিহিংসা করার যুগ.. এক্ষেত্রে মেয়েরা এগিয়ে আর অহংকার টা তখনি আসে যখন কনফিডেন্স জিনিষ টাকে অভার কনফিডেন্সে পরিনত করে।
.
ভারতের মিস ইন্ডিয়া এবং বাংলাদেশের লাক্স সুপার স্টার সহ টিভিতে কাজ করা তারকা গুলি কে কনফিডেন্স নিয়ে কাজ করতে হয়! লাক্স সুপার স্টার,মিস ইন্ডিয়া এগুলিতে মেয়েদের শেখানো হয় তাদের নিজেকে সুন্দর ভাবতে হবে তবেই সুন্দর ভাবে নিজেকে উপস্থাপন করতে পারবে! সকল দিকে পারদর্শী হয়েই তারা মুকুট অর্জন করে...
.
কিন্তু!! এগুলি দেখে দেখে সাধারণ পাবলিক ও নিজেকে স্টার মনে করা শুরু করছে! কনফিডেন্স কে অভার কনফিডেন্সে পরিণত করে অপরকে ছোট/হেয় করে নিজেকে বড় মনে করা শুরু করছে....
.
""সুপারস্টার,মিস ইন্ডিয়া,তারকা গুলি টাকা ইনকাম করার জন্য ছোট পোশাক/ওড়না ছাড়া পর্দার সামনে দাঁড়ায়। কিন্তু সাধারণ পাবলিক গুলি মূর্খের মতো মুকুট অর্জনকৃত সুপার স্টার বা মিস ইন্ডিয়া না হয়েও ছোট পোশাক/ওড়না ছাড়া ইউজ করছে...""
.
কোনরকম ক্ষ্যাতি নাম ছাড়াই তারা নিজেকে সুন্দর/সুন্দ্রী, সুপারস্টার বলে ফেলে সকলের সামনে... তাদের জন্য ১মাস পায়খানা না হওয়ার মতো বেদনাময় আপসোস!! আগে (লাক্স সুপারস্টার/মিস ইন্ডিয়ার) মুকুট অর্জন করুন তারপর বলুন আমি সুপারস্টার বা মিস ইন্ডিয়া বা অমুক দেশের প্রিন্সেস..
.
প্রায় ৯০% ছেলেমেয়ের মুখে শোনা যায় তাদের নিজ প্রশংসা নিজ মুখে।.. ফ্রেন্ড সার্কেল বা যে কজনের ভেতর তার প্রশংসা দিয়ে রস ঝড়ায় মুখের ভেতর থেকে! সেই রস যে ভেতরে কতো টা তেতো তা সে নিজেই বুঝতে পারেনা! ছেলেরাও এক্ষেত্রে পিছিয়ে নয়...এক ফ্রেন্ড কে নিচু করে নিজে বড় ভাব ধরে যেন তার মতো ক্ষ্যাতিনাম কারো নেই...
যারা এরকম তাদের বলি, ইসলামে নিজের প্রশংসা করা নিষেধ এবং সকল ধর্মেই অন্যকে ছোট/হেয় চোখে দেখা মানা!!
.
আর হ্যা.? "আমি (সুন্দর/সুন্দরী) কথাটি নিজেকে এবং নিজের ভিতরের মন টিকে অসুন্দর করে তোলে.. যার মন সুন্দর,সৎ তাকে বাহির থেকেও পরিষ্কার লাগে!! সকলেই পছন্দ করে... কিউটনেস আল্লাহ্‌র তরফ থেকেই দেয়া। তার পার্লারে দৌড়াদৌড়ি করতে হবে না। নিজেকে বিউটিকুইন বলে মুখের ফ্যানা তুলতে হবে না...
তাও যদি মনের মধ্যে সাঁতার কাটে তাহলে আগে লাক্স চ্যানেল আই তে যান বা টিভিতে কাজ করতে যান তাহলে এম্নিতেই সবাই বলবে স্টার আপনার মুখেও শুনতে মানাবে কেমন?..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.