![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীনতা পছন্দ করি । মুক্ত পৃথিবীর মুক্ত পরিবেশে নিজেকে মুক্তির আনন্দ দিতে চাই । পৃথিবীকে বানাতে চাই এক সীমারেখা ছাড়া বৈষম্যবিহীন রাজ্যের মত । যেখানে সবাই রাজা সবাই প্রজা ।।।
যে ব্যবসায় কখন লস হয় না তাকে বলে ধর্ম ব্যবসা !
ধর্মিক মানুষের সবথেকে বড় দুর্বলতা তার ধর্মানুভূতি ।
আর এই অনুভূতিকে সামান্য সম্মান দেখালেই সে আপনার দাসত্ব স্বীকার করতে রাজি হয়ে যাবে তার মাঝে সন্দেহ করার কিছু নেই ।
রাজনীতিবিদরা যেভাবে মানুষের সিম্পেথি ভুট পায় ঠিক সেইভাবে ধর্ম ব্যাবসায়ীরা তাদের ব্যাবসা চাঁলিঁয়ে যায় ।। এই ব্যবসা এবং রক্তনিতি এক হয়ে বাংলাদেশে নাম ধারন করেছে রাজনীতি ।।।
মানুষ পোড়ালে বোধ করি স্বর্গের টিকেট ফ্রি পাওয়া যায় , তাই বার্ন ইউনিট দিন দিন পূর্ণ হচ্ছে !
" হে ধর্ম তোমার শান্তির বানী কোথায় ? "
২| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
তিমু বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
সেলিম আনোয়ার বলেছেন: ধর্ম ব্যবসা দুই ধরণের। ধর্মের বিপক্ষে বলে বলে নিজেদের প্রতিষ্ঠা করে ব্যবসা আর ধর্মের নাম ভাঙিয়ে ব্যবসা। দুটোই খারাপ।