![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাঁ, আমার শিরোনামটি শুনতে হতাশাবাঞ্চক মনে হলেও এটাই সত্যি। আমরা যতই রেলি করি, কিংবা মানববন্ধন করি না কেন রামু প্রকল্প কিছুতেই ঠ্যাকাতে পারবনা। কারন আমরা তো সাধারণ মানুষ! আর বাংলাদেশে সাধারণ মানুষদের জীবনেরই কোন মূল্য নেই সেখানে প্রতীবাদের মূল্য কই থেকে আসবে? জীবনের মূল্য থাকলে ভবন ধসে হাজারের উপর মানুষ মারা যাওয়ার কোন ঘটনা আমাদের সহ্য করতে হত না।
হাঁ আমি আবার ও বলব কোন কিছুই বদলাবে না। সাগর- রুনির মত সাংবাদিক খুন হবে কিন্তু তাদের খুনির খোঁজ পাওয়া যাবেনা। কোন কিছুই বদলাবে না, কারন এ দেশের রাজাকারদের ফাঁসির আদেশ দেয়া হলেও তা কার্যকর হবে না।
এ দেশের দক্ষিণবঙ্গের মানুষগুলো শত আশা নিয়ে বসে থাকলেও কোনদিন পদ্মা সেতু আর হবে না। ডিজিটাল বাংলাদেশ হলেও লোডশেডিং আর কমবে না।
হরতালে নিরীহ মানুষ মরবেই, এর কোন প্রতিবাদ নেই।
আমাদের দেশে সব কিছুই হবে, কিন্তু কিছুই হবে না।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
মিষ্টি বলেছেন: হুম ।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
ইমরাজ কবির মুন বলেছেন:
এক্কদম ||