![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে বিশ্ব খাদ্য দিবস, খাদ্যের অধিকারকে আইন করার লক্ষে আন্দোলন হচ্ছে...। বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে এখনও নাকি দেড়-দু কোটি মানুষ পেটে খুদা নিয়ে ঘুমায়...। অথচ আমরা কয়জন এটা নিয়ে ভাবি...?
দু-একদিন পরপরই আমরা যাই বিভিন্ন রেস্তোরাঁতে নানা রকম খাবার টেস্ট করতে...। হাজার হাজার টাকা খরচ করে খেয়ে আসছি আবার বেয়াড়াদের ২০-১০০ টাকা বকশিসও দিয়ে আসি...! অথচ রাস্তায় কোন বাচ্চা না খেয়ে আছে বলে টাকা চাইলে তখন আমরা কত কার্পণ্যই না করি...! তখন তাকে ২-১০ টাকা দিতেও আমাদের পকেটে হাত ঢুকে না...।
কত সময় নিজেরা মজার মজার খাবার খাই কিন্তু আমাদের ঠিক পাশে একটা বাচ্চা ভিক্ষা করছে তার দিকে হয়তো একবার মুখ ঘুরে তাকাইও না...!
বাসায় নানা আইটেমের খাবার থাকে, আম্মুরা খাবার নিয়ে আমাদের পিছনে ঘুরতে থাকে আর আমরা কত ঢং-ই না করি যে, এটা খাবোনা ওটা দাও, তো ওটা খাবোনা নতুন একটা বানিয়ে দাও...।
এই আমি এখন এসব বলছি অথচ দেখা যাবে দু-একদিন হয়ত এ ব্যাপারে খুব তৎপর থাকলেও একটা সময় আবার আমিই এসব ভুলে গিয়ে আগের মতই থাকব...!
তবুও আশা করি সবাই যদি অন্তত দু-একদিনের জন্যও এই ব্যাপারটি উপলব্ধি করে নিজেকে বদলাতে পারে সেটাও বা কম কিসের??? অন্তত দু-একদিনের জন্য হলেও কিছু মানুষ সহানুভূতি পাবে...! অন্তত দু-একটা রাত তাদের না খেয়ে ঘুমোতে যেতে হবে না...!
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: